স্থূলতার সমস্যা এখন ঘরে ঘরে। বেশিরভাগই অতিরিক্ত ওজন জনিত সমস্যায় ভুগছেন। আর এর মুখ্য কারণ কিন্তু হল আমাদের জীবনযাত্রা। রোজকার জীবনযাত্রায় বাড়ছে চাপ। ওয়ার্ক ফ্রম হোমের দৌলতে সারাদিনই চার দেওয়ালের মধ্যে বন্দি। ওয়ার্ক আউট করার সময় বা সুযোগ কোনওটাই থাকে না। যার ফলে বাড়ছে ডায়াবিটিস, উচ্চরক্তচাপ জনিত সমস্যা। আর তাই প্রথম থেকেই আমাদের এ বিষয়ে সচেতন হতে হবে। রোজ যদি ৩০ মিনিট সময় বের করে এই ৫ যোগাভ্যাস করেন তাহলে কিন্তু শরীর থাকবে সুস্থ। প্রতিদিন সকালে উঠে দিন শুরু করুন সূর্য নমস্কার দিয়ে। এতে শরীর, মন দুই ভাল থাকে। কোমরের ব্যথা কিংবা পিঠের ব্যাথায় ভীষণ রকম উপকারী। সেই সঙ্গে বাড়ে একাগ্রতাও।