AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India’s Shortest Train Route: যেতে লাগে মাত্র ৯ মিনিট! ভারতের সব থেকে ছোট ট্রেন রুট কোনটা জানেন?

India's Shortest Train Route: ট্রেনে গেলে, ট্রেনে উঠে বসতে বসতেই চলে আসবে গন্তব্য। এতটাই ছোট এই ট্রেনের রুট। জানেন ভারতের সব থেকে ছোট ট্রেন রুট কোনটি?

India's Shortest Train Route: যেতে লাগে মাত্র ৯ মিনিট! ভারতের সব থেকে ছোট ট্রেন রুট কোনটা জানেন?
| Updated on: Aug 27, 2024 | 7:10 PM
Share

পায়ে পায়ে হেঁটে গেলে লাগবে মাত্র ৩০ থেকে ৪৫ মিনিট। আর ট্রেনে গেলে, ট্রেনে উঠে বসতে বসতেই চলে আসবে গন্তব্য। এতটাই ছোট এই ট্রেনের রুট। জানেন ভারতের সব থেকে ছোট ট্রেন রুট কোনটি?

গোটা বিশ্বে চতুর্থ বৃহত্তম ট্রেন ব্যবস্থা রয়েছে ভারত। প্রতিদিন ভারতে কোটি কোটি মানুষ নিজের নিত্য যাত্রার মাধ্যম হিসাবে ব্যবহার করেন এই ট্রেনকেই। আবার এমন কিছু ট্রেন পথ রয়েছে যার দু’পাশের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করতেই মানুষ সেই সব ট্রেনে যাত্রা করেন।

কোথাও দেড় থেকে দু’দিন যাত্রা করতে হয়, আবার কোথাও কেবল কয়েক ঘণ্টার মধ্যেই পৌঁছে যাওয়া যায় গন্তব্যে। তবে এমন এই ভারতে এমন একটি ট্রেন রুট রয়েছে যেখানে ট্রেনে চড়ার মাত্র কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে যায় যাত্রা পথ।

মহারাষ্ট্রের নাগপুর থেকে আজনি অবধি। এটাই ভারতের সবচেয়ে ছোট ট্রেন রুট। যার দূরত্ব মাত্র ৩ কিলোমিটার। যা ট্রেনে যেতে সময় লাগে মাত্র ৮ থেকে ৯ মিনিট। তবে তাই বলে এই রুটকে আবার লোকাল ট্রেনে ভেবে বসবেন না কিন্তু। অনান্য দূরপাল্লার ট্রেনের মতোই এই রুটেও চলে এক্সপ্রেস ট্রেন। যেখানে কেবল চেয়ারকার নয়, থাকে জেনারেল, স্লিপার ক্লাস এবং এসি ট্রেনের কামরা। অনান্য ট্রেনের মতোই এই রুটেও ট্রেনের টিকিট আগে থেকে কেটে অর্থাৎ রিসার্ভ করে রাখতে হয়। যদিও বেশিরভাগ মানুষ স্লিপার এবং এসি ছেড়ে জেনারেল ক্লাসের টিকিট কাটতে বেশি পছন্দ করেন। কারণ মাত্র ৩ কিলোমিটার রাস্তার জন্য অনেক টাকা খরচা , করতে চান না বেশিরভাগ মানুষ। এই রুটে ট্রেনের জেনারেল ক্লাসের টিকিটের দাম ৬০ টাকা। স্লিপার ক্লাসের টিকিটের দাম ১৪৫-১৭৫ টাকা। এসি ৩ টায়ারের দাম ৫৫৫টাকা। এসি ২ টায়ারের দাম ৭৬০ টাকা এবং এসি প্রথম ক্লাসের টিকিটের দাম ১২৫৫ টাকা।