Priyanka Mallick: সিঙ্গুর থেকে ব্রিটেন… ব্রিটিশ রানির পোশাকে এবার বাংলার ছোঁয়া, চার্লসের রাজ্যাভিষেকের সাক্ষী বঙ্গতনয়া
King Charles III: সিঙ্গুরের একটি ছোট্ট গ্রামের বাসিন্দা প্রিয়াঙ্কা। ফ্যাশন নিয়ে পড়াশোনা করেছেন ইতালির মিলান থেকে। পরবর্তীতে হার্ভাড এবং মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি ফ্যাশনের উপর আরও কয়েকটি ডিগ্রি পান
![Priyanka Mallick: সিঙ্গুর থেকে ব্রিটেন… ব্রিটিশ রানির পোশাকে এবার বাংলার ছোঁয়া, চার্লসের রাজ্যাভিষেকের সাক্ষী বঙ্গতনয়া Priyanka Mallick: সিঙ্গুর থেকে ব্রিটেন… ব্রিটিশ রানির পোশাকে এবার বাংলার ছোঁয়া, চার্লসের রাজ্যাভিষেকের সাক্ষী বঙ্গতনয়া](https://images.tv9bangla.com/wp-content/uploads/2023/05/WhatsApp-Image-2023-05-07-at-16.27.33.jpeg?w=1280)
রাজা চার্লসের রাজ্যাভিষেকে ব্রিটেন জুড়েই ছিল সাজো সাজো রব। শনিবার ভারতীয় সময় বিকেল ৪টে ৩০ নাগাদ শুরু হয় এই অনুষ্ঠান। সারা বিশ্ব থেকেই আমন্ত্রিত ছিলেন অতিথিরা। ভারত থেকেও একাধিক মানুষ আমন্ত্রণ পেয়েছিলেন এই অনুষ্ঠানে। ৮ সেপ্টেম্বর সিংহাসনে রাজা হিসেবে বসেছিলেন ডার্লস। এবার তাঁর রাজ্যাভিষেকের পালা। শনিবারের অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবেই ‘কুইন কনসট’ ঘোষণা করা হয় চার্লসের স্ত্রী ক্যামিলাকে। এদিনের অনুষ্ঠানে চার্লস আর ক্যামিলা যে পোশাক পরেন তার সঙ্গে অঙ্গাঙ্গীক ভাবে জড়িয়ে বাংলা। হুগলির সিঙ্গুরের প্রত্যন্ত গ্রামের মেয়ে প্রিয়াঙ্কা মল্লিক পোশাক বানালেন রানির জন্য। দেশবিদেশের অনেক ডিজাইনারই নকশা পাঠিয়েছিলেন। সেখান থেকে প্রিয়াঙ্কার নকশা বেছে নেওয়া হয়। ‘ইটারনাল রোজ়’ থিমের সেই পোশাক পরবেন রানি।
এইদিনের বিশেষ অনুষ্ঠানে রাতা তৃতীয় চার্লসের পোশাকে ছিল দ্য কসমিক বাটারফ্লাই ব্রুচ। বিভিন্ন রঙের সমাহারে ওই ব্রোচ প্রজাপ্রতিটি ডিজাইন করেছেন প্রিয়াঙ্কা। মূল অনুষ্ঠানে অবশ্য এই পোশাক পরেননি চার্লস-ক্যামিলা। এর আগে রানি দ্বিতীয় এলিজাবেথের রাজত্বের ৭০ বছর পূর্তি অনুষ্ঠানে রানির জন্য ব্রোচ আর ড্রেস ডিজাইন করে পাঠিয়েছিলেন প্রিয়াঙ্কা। তাঁর ড্রইং প্রশংসিত হয় রাজপরিবারে। এরপর থেকে প্রিয়াঙ্কার জনপ্রিয়তা বেড়েছিল রাজদরবারে। দ্বিতীয় এলিজাবেথের জন্মদিনেও একটি সুন্দর স্কেচ এঁকেছিলেন তিনি। এরপর তাঁকে ধন্যবাদ জানিয়ে খুব সুন্দর একটি চিঠি পাঠানো হয় রাজপরিবারের তরফে।
সিঙ্গুরের একটি ছোট্ট গ্রামের বাসিন্দা প্রিয়াঙ্কা। ফ্যাশন নিয়ে পড়াশোনা করেছেন ইতালির মিলান থেকে। পরবর্তীতে হার্ভাড এবং মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি ফ্যাশনের উপর আরও কয়েকটি ডিগ্রি পান। পরবর্তীতে রয়্যাল কমনওয়েলথ সোসাইটির সদস্যপদও পেয়েছেন তিনি। এখনও পর্যন্ত ইংল্যান্ড যাওয়ার সুযোগ হয়নি তাঁর। সুযোগ পেলে যে নিশ্চিত যাবেন একথাও জানাতে ভোলেননি তিনি। আপাতত খোজ রাজপরিবার থেকে শুভেচ্ছাবার্তা পেয়ে আপ্লুত তিনি। উপস্থিত না থাকলেও ব্রিটেন জুড়ে চর্চা শুধু বাঙালি এই কন্যার।
গ্রাফিক্স- অভীক দেবনাথ
![জীবনের আসল সত্যি ঠিক কখন জানা যায়? নিম করোলি বাবা বললেন... জীবনের আসল সত্যি ঠিক কখন জানা যায়? নিম করোলি বাবা বললেন...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Neem-Karoli-baba-says-when-people-realize-many-truths-of-life.jpg?w=670&ar=16:9)
![ভাগ্যের চাকা ঘোরাতে চান? এই ৭ প্রাণীর দর্শনে হবে কামাল! ভাগ্যের চাকা ঘোরাতে চান? এই ৭ প্রাণীর দর্শনে হবে কামাল!](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/List-of-7-Animals-believed-to-bring-good-luck-.jpg?w=670&ar=16:9)
![পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফির 'মিসিং' একাদশ পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফির 'মিসিং' একাদশ](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/list-of-11-cricketer-who-going-to-miss-ICC-Champions-trophy-2025-.jpg?w=670&ar=16:9)
![কাঁচা অ্যালোভেরা খান? শরীরে কী প্রভাব পড়ছে জানলে চমকে যাবেন কাঁচা অ্যালোভেরা খান? শরীরে কী প্রভাব পড়ছে জানলে চমকে যাবেন](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Know-the-raw-aloe-vera-benefits-for-health.jpg?w=670&ar=16:9)
![কোন রাজ্যের মেয়েরা সবথেকে বেশি মদ্যপান করে? উত্তরটা অবাক করবে কোন রাজ্যের মেয়েরা সবথেকে বেশি মদ্যপান করে? উত্তরটা অবাক করবে](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/liquor-lead.jpg?w=670&ar=16:9)
![৭০ বছরেও ত্বক থাকবে টানটান, ছুঁতে পারবে না বলিরেখা! রইল ৭ দাওয়াই ৭০ বছরেও ত্বক থাকবে টানটান, ছুঁতে পারবে না বলিরেখা! রইল ৭ দাওয়াই](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Untitled-design-3.jpg?w=670&ar=16:9)