Winter Fashion Tips: লাল থাই স্লিট স্কার্ট, টকটকে লিপস্টিকে বড়দিনে তাপমাত্রা বাড়ালেন ঝুমা বৌদি

Bhojpuri Actress Monalisa: চোখে কাজল ছাড়া আর কিছুই দেননি। সেই সঙ্গে কানে পরেছেন ভারী সোনালি দুল। এতেই বৌদির রূপ দেখলে চক্ষু ছানাবড়া হয়ে যেতে হয়

Winter Fashion Tips: লাল থাই স্লিট স্কার্ট, টকটকে লিপস্টিকে বড়দিনে তাপমাত্রা বাড়ালেন ঝুমা বৌদি
এমন সাজেই বড়দিনে বড় উপহার বৌদির
Follow Us:
| Edited By: | Updated on: Dec 27, 2022 | 8:33 AM

দেওরদের মন রাখতে এই বৌদি চেষ্টার কোনও ত্রুটি রাখেন না। বৌদি সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করলে তা ভাইরাল হতে সময় লাগে মাত্র কয়েক সেকেণ্ড। ভোজপুরি ইন্ডাস্ট্রিতে তিনি বিখ্যাত তাঁর চেহারার জন্য। একই সঙ্গে দর্শকদের কাছে তাঁর চাহিদাও থাকে তুঙ্গে। আর তাই খবরে থাকার জন্য এই নায়িকাকে আলাদা করে কিছু করতে হয় না। তিনি হলেন ভোজপুরি অভিনেত্রী মোনালিসা। দেওরদের অতি প্রিয় ঝুমা বৌদি। বাংলায় একটি ওয়েব সিরিজে অভিনয় করার পর থেকে ভিন রাজ্য থেকে তাঁর ভক্ত সংখ্যা বেড়েছে বঙ্গেও। ভক্তরা অপেক্ষা করে থাকেন কখন মোনালিসা তাঁর ইনস্টাগ্রামে কোনও ছবি আপলোড করবেন। আর তা ভাইরাল হতে সময় লাগে মাত্র কয়েক সেকেণ্ড। মোনালিসার নামের মধ্যেই রয়েছে উষ্ণতা। ভক্তদের মন রাখতে বৌদি ফ্যাশানেও রাখেন সেই ছোঁয়া। বড়দিনে বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়েছিল অভিনেত্রী। আর সেই অনুষ্ঠানে তাঁর ফ্যাশান ছিল চমকে দেওয়টার মত।

বড়দিন মানেই সর্বত্র লাল রঙের ছোঁয়া। মোনালিসাও তাই এই লাল রঙেই চমক খুঁজে নিয়েছেন। এমনিতে মোনালিসার খুব পছন্দের রং হল এই লাল। অধিকাংশ সময়ই তাঁকে দেখা যায় লাল রঙের বিভিন্ন পোশাকে। বড়দিনে যখন সব নায়িকারা লাল পোশাক পরছেন তখন মোনালিসাই বা আর বাকি থাকেন কেন। আপাদমস্তক মোনালিসাও তাই লাল। লাল রঙের একটি থাই স্লিট লং স্কার্ট পরেছেন তিনি। সঙ্গে লাল রঙের ক্রপ টপ। কোল্ড শোল্ডার ফুল স্লিভ সেই লাল টপে দারুণ গোল্ডেন জরির ডিটেলিং। লাল রঙের সঙ্গে সব সময়ই খুব ভাল লাগে গোল্ডেনের কম্বিনেশন। স্কার্টে জরি, চুমকি দিয়েই দারুণ ভাবে কোমর বন্ধের ডিজাইনও করা রয়েছে। ঠোঁটে টকটকে লাল লিপস্টিক, নখ রাঙানো লাল নেলপলিশে। সেই সঙ্গে মানানসই তাঁর মেকআপও। চুলে ব্লো ডাই করে সুন্দর ওয়েভি টাচ রেখেছেন। তবে চোখে কাজল ছাড়া আর কিছুই দেননি। সেই সঙ্গে কানে পরেছেন ভারী সোনালি দুল। এতেই বৌদির রূপ দেখলে চক্ষু ছানাবড়া হয়ে যেতে হয়। এমন সুন্দর সাজে যৌন আবেদনময়ী হলে বৌদি পোজ দিয়েছেন লেন্সে।

লাল রং খুবই উষ্ণ। এই রঙের অন্য একরকম আবেদন আছে। আর শীতের দিনে এই রং দেখতেও খুব ভাল লাগে। ধূসর শীতকে উজ্জ্বল করতে জুড়ি মেলা ভার এই লাল রঙের। যে কারণে অধিকাংশই  শীতের যে কোনও পার্টিতে লাল রং বেছে নেন। এমন সাজগোজেই বৌৈদির বড়দিন জমজমাট। সঙ্গে দেওরদেরও। ইনস্টাগ্রামে একাধিক ছবি শেয়ার করেছেন বৌদি। মিস করবেন না যেন।