Urvashi Rautela Fashion: উর্বশীর নতুন পোশাকে মন্ত্রমুগ্ধ সবাই, নিউ ইয়ারে আপনিও বেছে নিতে পারেন এই পোশাক…

উর্বশী রাউতেলা সেইসব তারকাদের মধ্যে একজন যাঁরা সবসময় সবচেয়ে আলাদা পোশাক পরে থাকেন। এই কারণেই তাঁর প্রতিটি পোশাকের মূল্য লাখ লাখ টাকা হয়ে থাকে।

Urvashi Rautela Fashion: উর্বশীর নতুন পোশাকে মন্ত্রমুগ্ধ সবাই, নিউ ইয়ারে আপনিও বেছে নিতে পারেন এই পোশাক...
Follow Us:
| Edited By: | Updated on: Jan 05, 2022 | 3:04 PM

উর্বশী রাউতেলা বলিউডের অন্যতম চর্চিত অভিনেত্রী। উর্বশী তাঁর স্টাইল এবং ফ্যাশন সেন্স দিয়ে সবাইকে পাগল করে চলেছেন বহুকাল থেকেই। এই অভিনেত্রী সেইসব তারকাদের মধ্যে একজন যাঁরা সবসময় সবচেয়ে আলাদা পোশাক পরে থাকেন। এই কারণেই তাঁর প্রতিটি পোশাকের মূল্য লাখ লাখ টাকা হয়ে থাকে। সম্প্রতি উর্বশী একটি পোশাক পরেছেন, যার দামও বেশ নজরকাড়া।

উর্বশী সেই তারকাদের মধ্যে একজন যাঁর ৪৪.১ মিলিয়ন ফলোয়ার রয়েছে। অভিনেত্রী তাঁর কঠোর পরিশ্রম এবং জৌলুষের মাধ্যমে প্রতিদিন সাফল্যের সিঁড়ি বেয়ে বলিউডের পাশাপাশি আন্তর্জাতিকভাবে তাঁর পথ তৈরি করেছেন। তিনি তাঁর সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত সক্রিয়। তিনি খুব ভাল ভাবে জানেন কীভাবে তাঁর ছবি এবং চমকপ্রদ নৃত্য দিয়ে তার সমস্ত ভক্তদের মন মাতিয়ে রাখতে হয়।

সম্প্রতি মিস ইউনিভার্সের বিচারক হিসেবে ইজরায়েলে গিয়েছিলেন উর্বশী। এখানে তিনি সব দিক দিয়ে ভারতকে গর্বিত করেছেন। এছাড়াও, এই প্রতিভাবান ডিভা একজন ফ্যাশনিস্তা এবং তিনি যেভাবে তাঁর পোশাকগুলিকে স্বাচ্ছন্দ্যে বহন করেন তা সর্বদা আমাদের ফ্যাশনের অনুপ্রেরণা হয়ে ওঠে। অভিনেত্রীর দামী আন্তর্জাতিক ডিজাইনার পোশাক সব সময় আমাদের তাক লাগিয়ে দেয়।

Urvashi Rautela Fashion

সম্প্রতি উর্বশী তাঁর সোশ্যাল মিডিয়ায় অনেক ছবি আপলোড করেছেন। যেখানে তিনি আন্তর্জাতিক ডিজাইনার আলেকজান্দ্রে ভাথিয়ারের একটি সোনালি মিনি শিমার পোশাক পরেছেন। উর্বশীর এই সাধারণ চেহারার পোশাকটির মূল্য ৩ লাখ টাকা। যার একটি বেল্টের সঙ্গে সোনার স্তরের প্যাটার্ন রয়েছে।

উর্বশী তাঁর লুক সম্পূর্ণ করতে বেবি পিঙ্ক বেরেট পরেছিলেন। অভিনেত্রী তাঁর অসাধারণ চেহারা দিয়ে মন জয় করেছেন। তাঁর চোখে কাজলের সঙ্গে গ্ল্যাম যোগ করার জন্য গাঢ় চোখের শেডের নিখুঁত মিশ্রণ ছিল। নিখুঁত ব্লাশ এবং কনট্যুরের সঙ্গে ন্যুড শেডের লিপ গ্লস লিপস্টিক গ্ল্যামারের ছোঁয়া যোগ করেছে। আনুষাঙ্গিক বিষয়ে কথা বলতে গেলে, অভিনেত্রী সোনালি এবং হীরার আঙুলের আংটির পাশাপাশি পুঁতির কানের দুল বেছে নেন।

উর্বশী রাউতেলা একটি বিগ বাজেটের সাই-ফাই তামিল ফিল্ম দিয়ে তাঁর তামিল ডেবিউ করবেন। যেখানে তিনি একজন মাইক্রোবায়োলজিস্ট এবং একজন আইআইটিয়ানের ভূমিকায় অভিনয় করছেন। এরপর একটি দ্বিভাষিক থ্রিলারে দেখা যাবে তাঁকে। ‘ব্ল্যাক রোজ’-এর পাশাপাশি উর্বশী রাউতেলা সম্প্রতি ‘থিরুতু পায়েল ২’- এর হিন্দি রিমেকের নাম ঘোষণা করেছেন। সুপার কপ অবিনাশ মিশ্রের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ওয়েব সিরিজ ‘ইন্সপেক্টর অবিনাশ’-এ রণদীপ হুড্ডার বিপরীতে অভিনয় করছেন উর্বশী।

আরও পড়ুন: International Men’s Day 2021: ‘লাল-গোলাপি রঙেও ভীষণ মানায় ছেলেদের’! পুরুষ দিবসে ছেলেদের জন্য বিশেষ ফ্যাশন টিপস ডিজাইনারের

আরও পড়ুন: Wedding Dresses 2021: ফ্যাশনেবল পোশাকেও চমক প্লাস-সাইজ কনের! নজর কাড়তে কেমন পোশাক বাছবেন, জানুন

আরও পড়ুন: Happy Pool Day: Anushka Sharma: ঝলমলে বিকেলে পুলের জলে গা ভাসিয়ে দিলেন অনুষ্কা, আলোচনার কেন্দ্রে তাঁর সুইম স্যুট…