Mirch Maggi: এবার কাঁচালঙ্কার মধ্যে স্টাফ করা হল ম্যাগি, রেসিপির ছবি দেখে শোরগোল পড়ে গেল নেট দুনিয়ায়…
অনেকেই এই রেসিপির প্রশংসা করেছেন, অনেকেই আবার নাক কুঁচকেছেন। কারও মতে, দারুণ ফিউশন হতে পারে এই লঙ্কা-ম্যাগি। অনেকে আবার বলছেন মুখে দেওয়ার যোগ্যও হয়তো হবে না।
আজকের দিনে কোনও খাবার খুব তাড়াতাড়িই ভাইরাল হয়ে যায় যদি তা একটু অন্য ধরনের হয়। অন্য ধরনের বলতে, একেবারেই নতুন ধরনের হতে পারে আবার অদ্ভুত ধরনেরও হতে পারে। অদ্ভুত ধরনের খাবার আবার কী? হ্যাঁ, এই প্রশ্নটা আসা খুব স্বাভাবিক। আসলে, আজকের দিনে মানুষ খাবারের ব্যাপারে এত বেশি পরিমাণে ফিউশনে আগ্রহী হয়ে গেছে যে তারা অদ্ভুত সব খাবার তৈরি করা শুরু করেছে। এরকমই এক অদ্ভুত খাবারের কথা বলা হচ্ছে এখানে।
কয়েকদিন আগেই কলকাতার এক ফাস্ট ফুডের দোকানে ম্যাগি ফুচকা তুমুল শোরগোল ফেলেছিল নেটপাড়ায়। এবার আবারও ম্যাগিকে খাবারের মধ্যে একটা নতুন মোড় দেওয়া হয়েছে দেখে চোখ কপালে উঠছে নেটিজেনদের। লঙ্কার ভিতরে ম্যাগি! এমন দেখেছেন কখনও এর আগে? এ ভাবেও যে ম্যাগি খাওয়া যায় টা হয়তো এই ছবি না দেখলে বিশ্বাসই করা যেত না। স্বাভাবিক ভাবেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ছবি।
Stuffed Maggie mirch ? pic.twitter.com/hnBhek4031
— जिज्ञासा (@imcurious__) September 28, 2021
ম্যাগি নিয়ে সাধারণত নানা রকমের পরীক্ষা-নিরীক্ষা প্রায়ই করা হয়ে থাকে। ডিম দিয়ে, মাংস দিয়ে, সবজি দিয়ে, লঙ্কার কুচি ফেলে নানা ভাবে ম্যাগি বানিয়ে খান অনেকে। তবে সবুজ লঙ্কার ভিতরে ম্যাগি দিয়ে স্টাফ করে এভাবে হয়তো খুব কম লোকই খেয়েছেন। কেউ না খেয়ে থাকলেও সেটা বিস্ময়ের নয়। আসলে, সময়ের সঙ্গে সঙ্গে খাবারের অভ্যেসে বদল এসেছে। আর ম্যাগি এমন একটি খাবার যা চটজলদি বানিয়ে ফেলা যায়। মাঝরাতে খিদে পেলে, বেড়াতে গিয়ে কোনও খাবার পছন্দ না হলে, অফিসে যেতে দেরি হয়ে গেলে, বাড়িতে বাজার না থাকলে এরকম নানা সময় ম্যাগি খেয়েই খিদে সামাল দিয়েছেন অনেকেই। তবে এভাবে লঙ্কার মধ্যে ম্যাগি ঢুকিয়ে কেউ খিদে মিটিয়েছেন কি না তা সন্দেহজনক।
সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার হওয়ার পর থেকেই ভাইরাল হয়েছে। অনেকেই এই রেসিপির প্রশংসা করেছেন, অনেকেই আবার নাক কুঁচকেছেন। কারও মতে, দারুণ ফিউশন হতে পারে এই লঙ্কা-ম্যাগি। অনেকে আবার বলছেন মুখে দেওয়ার যোগ্যও হয়তো হবে না। তবে নেটপাড়ায় ম্যাগি দিয়ে আর কী কী হতে পারে তা শেয়ার করার ধুম পড়ে গিয়েছে। এক ইউজার শেয়ার করেছেন ম্যাগি আইসক্রিমের ছবি। কেউ আবার ম্যাগি ফুচকার ছবি।
আরও পড়ুন: Durga Puja Special Recipe: পুজোর মরসুমে বাড়িতেই বানান নলেন গুড়ের লোভনীয় সন্দেশ! রইল সহজ রেসিপি…