Snow Marathon: প্রথম স্নো ম্যারাথন! দেশের কোথায় অনুষ্ঠিত হতে চলেছে এই রোমাঞ্চকর দৌড়?
Lahaul: সারা বিশ্বে এরকম ম্যারাথন ১০টি হলেও, ভারতে এই প্রথম। তাও দৌড়তে হবে হিমালয়ের বুকে।
ভারতে প্রথমবার অনুষ্ঠিত হতে চলেছে স্নো ম্যারাথন (Snow Marathon)। আগামী ২৬ মার্চ হিমাচল প্রদেশের (Himachal Pradesh) লাহুলে (Lahaul) অনুষ্ঠিত হতে চলেছে দেশের প্রথম স্নো ম্যারাথন। সারা বিশ্বে এরকম ম্যারাথন ১০টি হলেও, ভারতে এই প্রথম। তাও দৌড়তে হবে হিমালয়ের বুকে। তুষারাবৃত পর্বত, সাদা মরুভূমি, অর্ধ হিমায়িত চন্দ্রা নদী, হিমবাহ, জলপ্রপাত আর ওপরে পরিষ্কার নীল আকাশ- এর মাঝ দিয়ে দৌড়ে যেতে হবে লক্ষ্যের দিকে। এমন বিস্ময়কর জায়গায় দৌড়ানো কতটা রোমাঞ্চকর তা নিশ্চয়ই বুঝতে পারছেন। তাই আশা করা হচ্ছে যে, এই ম্যারাথন হিমাচলের এই অঞ্চলের সমৃদ্ধ সংস্কৃতি এবং ঐতিহ্যের সঙ্গে সংযোগ তৈরি করার সুযোগ দেবে।
লাহুল ও স্পিতির ডেপুটি কমিশনার নীরজ কুমার সম্প্রতি মানালির কাছে পালচানে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে, দেশে এই প্রথম স্নো ম্যারাথন অনুষ্ঠিত হচ্ছে এবং আয়োজকরা এটিকে একটি বার্ষিক বিষয় হিসেবে গড়ে তোলার চেষ্টা করছেন। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে এই স্নো ম্যারাথনটি অন্য অন্যান্য ম্যারাথনের ফরম্যাটের চেয়ে বেশি চ্যালেঞ্জিং হবে এবং রানার্সদের ক্ষমতা বাড়িয়ে তুলবে।
জানা গিয়েছে যে, এই স্নো ম্যারাথনের চারটি বিভাগ থাকবে। যথা- একটি পূর্ণ ম্যারাথন, যেখানে অংশগ্রহণকারীরা ৪২ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে, অন্য তিনটি বিভাগ ২১ কিলোমিটার, ১০ কিলোমিটার এবং ৫ কিলোমিটারে বিস্তৃত অর্ধ ম্যারাথন হবে। অনুষ্ঠানের জন্য লজিস্টিক, প্রশাসনিক এবং আর্থিক সহায়তা লাহুল এবং স্পিতির প্রশাসনের তরফ থেকে সরবরাহ করা হবে বলে জানা গিয়েছে।
আয়োজকরা আশা করছেন যে এই ধরণের ম্যারাথন বিশ্বজুড়ে কঠিন রেসের জন্য দুর্দান্ত প্রশিক্ষণ স্থল হিসাবে প্রদর্শিত হবে। এবং এর জন্য, তারা মনে করেন যে, দেশের প্রথম স্নো ম্যারাথন হোস্ট করার জন্য লাহুলের চেয়ে ভাল জায়গা আর কিছু হতে পারে না। এখানে সারা দেশ থেকে রানাররা অংশ নিতে পারবেন। এর পাশাপাশি রানারদের প্রস্তুত করার জন্য 6N7D প্রশিক্ষণ শিবিরেরও ব্যবস্থা করা হয়েছে এখানে।
এই ম্যারাথনটি ভারত এবং বিদেশের রানার্সদের হোস্ট করবে। এই বিষয়ে আরও জানা গিয়েছে যে, আয়োজকরা যে কোনও ধরণের জরুরি অবস্থার সঙ্গে মোকাবেলার জন্য এই অনুষ্ঠানে ফর্টিস হাসপাতাল মোহালিকে মেডিকেল পার্টনার হিসাবে নিযুক্ত করেছেন। প্যারামেডিক, ডাক্তার এবং দুটি আধুনিক জীবন রক্ষাকারী অ্যাম্বুলেন্স নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে কোনও জরুরি পরিস্থিতিতে প্রস্তুত রাখা হবে। এর পাশে রয়েছে ফাস্ট অ্যান্ড আপ নিউট্রিশন, পোলারয়েড আইওয়্যার এবং গারমিন অ্যাওয়ার্ড।
গোল্ডড্রপ অ্যাডভেঞ্চারস-এর ইভেন্ট এক্সিকিউশন হেড রাজেশ চন্দ এই বিষয়ে জানিয়েছেন যে, স্নো ম্যারাথন লাহুল প্রশাসনের সহায়তা পাচ্ছে। এ নিয়ে এই অঞ্চলের মানুষও উত্তেজিত। স্নো ম্যারাথনকে ঘিরে জেলা প্রশাসন এবং লাহুলের লোকজন বেশ কিছু কার্যক্রমের পরিকল্পনা করেছে। এছাড়াও থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ধনুর্বিদ্যার মতো ঐতিহ্যবাহী খেলা।
আরও পড়ুন: আন্তর্জাতিক অরণ্য দিবসে আপনার জন্য খোঁজ রইল ভারতের জনপ্রিয় ৫টি জাতীয় উদ্যানের