খাওয়াদাওয়ার প্রতি নজর দিন। ডায়েট করুন তবে অবশ্যই নিয়ম মেনে। ভাজাভুজি এড়িয়ে চলুন। যতটা সম্ভব কম স্ট্রিট ফুড খাবেন। প্যাকেজড ফুড না খাওয়াই স্বাস্থ্যের পক্ষে ভাল। আচমকা নিজে নিজে সবকিছু করতে যাবেন না। ডায়েটিশিয়ানের পরামর্শ নিন। মনে রাখবেন ডায়েট মানে পরিমিত আহার, না খাওয়া কখনই নই। নিজের অজান্তে শরীরে প্রোটিনের ঘাটতি বা অপুষ্টি ডেকে আনলে বিপদ বাড়বে। সঠিক পরিমাণে জল খান।