বিয়ের অনুষ্ঠান বা কোনও পার্টি হলে তো কথাই নেই। দল বেঁধে মেয়েরা সাজতে বসতে পারলে আর কিছু চায় না। নিজেকে অন্যদের থেকে আলাদা দেখাতে ও সুন্দর দেখাতে মেকআপের টাচআপ অবশ্যই দরকার।
আমরা অনেকেই জানি না, মেকআপের আগে শুধু ক্লিনজার দিয়ে মুখ পরিস্কার করলেই চলে না। নিখুঁত সুন্দর চেহারা পেতে চাই সঠিক উপায়। মেকআপের জন্যও ত্বককে আগে থেকে প্রস্তুত করা প্রয়োজন।
ভাল প্রোডাক্টের মেকআপ প্রয়োগ করার আগে ত্বককে সুস্থ রাখতে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া দরকার।
ক্লিনজার: হালকা গরম জল দিয়ে প্রথমে মুখ ধুয়ে নিন। ত্বকের টোনকে নরম ও কোমল করে তুলতে হালকা মাত্রার ক্লিনজার ব্যবহার করুন। এতে ত্বক থাকে সুস্থ ও আরও মসৃণ।
এক্সফোলিয়েটর: মেকআপের আগে ত্বককে আগে সুসথ করে তোলা প্রয়োজন। মৃত ত্বকের কোষগুলিকে মির্মূল করার জন্য এক্সফোলিয়েটিং করা প্রয়োজন। তাতে ত্বকের ছিদ্রগুলি খুলে যায় ও নরম-মসৃণ ত্বক পাওয়া যায়।
টোনার বা সিরাম: এক্সফোলিয়েট করার পর, টোনার বা সিরাম ব্যবহার করতেই হবে। ত্বকের প্রয়োগের পর কয়েক সেকেন্ড অপেক্ষা করুন। টোনার ত্বককে তৈলাক্ত হওয়া থেকে মুক্তি দেয়। অন্যদিকে সিরাম শুষ্ক ত্বকের জন্য ভাল। ত্বককে হাইড্রেট করে।
ময়েশ্চারাইজার: ত্বক তৈলাক্ত বা শুষ্ক হোক না কেন, ময়েশ্চারাইজার ব্যবহার করা অবশ্যই করতে হবে। হালকা মাত্রার ময়েশ্চারাইজার ব্যবহার করলে ত্বকে আর্দ্রতা বজায় থাকে। সারাদিন হাইড্রেটেড থাকে।
প্রাইমার: ত্বককে বিভিন্ন পরিস্থিতি থেকে রক্ষা করতে প্রাইমার অবশ্যই ব্যবহার করুন। দাগহীন মেকআপ অ্যাপ্লিকেশনের জন্য প্রাইমার অত্যন্ত কার্যকরী। ত্বকে যে কোনও রেখা বা দাগ থাকলে তা প্রাইমারের নিচে চলে যায়। ত্বক হয়ে ওঠে সুন্দর ও মসৃণ।