CWG 2022: কমনওয়েলথে ভল্টের ফাইনালে বাংলার মেয়ে প্রণতি

বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিন ১টি সোনা, ২টি রুপো ও ১টি ব্রোঞ্জ মিলিয়ে মোট চারটি পদক প্রাপ্তি হয়েছে ভারতের। তৃতীয় দিনও ভারতের পদক জয়ের সম্ভবনা রয়েছে। পাশাপাশি ভারতের হয়ে জিমন্যাস্টিক্স থেকেও পদক জয়ের সম্ভবনা বাড়িয়ে দিয়েছেন বাংলার মেয়ে প্রণতি নায়েক। ভল্টের ফাইনালে পৌঁছে গিয়েছেন প্রণতি।

| Edited By: | Updated on: Jul 31, 2022 | 1:07 PM
বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিন ১টি সোনা, ২টি রুপো ও ১টি ব্রোঞ্জ মিলিয়ে মোট চারটি পদক প্রাপ্তি হয়েছে ভারতের। তৃতীয় দিনও ভারতের পদক জয়ের সম্ভবনা রয়েছে। পাশাপাশি ভারতের হয়ে জিমন্যাস্টিক্স থেকেও পদক জয়ের সম্ভবনা বাড়িয়ে দিয়েছেন বাংলার মেয়ে প্রণতি নায়েক (Pranati Nayak)। ভল্টের ফাইনালে পৌঁছে গিয়েছেন প্রণতি। (ছবি-পিটিআই)

বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিন ১টি সোনা, ২টি রুপো ও ১টি ব্রোঞ্জ মিলিয়ে মোট চারটি পদক প্রাপ্তি হয়েছে ভারতের। তৃতীয় দিনও ভারতের পদক জয়ের সম্ভবনা রয়েছে। পাশাপাশি ভারতের হয়ে জিমন্যাস্টিক্স থেকেও পদক জয়ের সম্ভবনা বাড়িয়ে দিয়েছেন বাংলার মেয়ে প্রণতি নায়েক (Pranati Nayak)। ভল্টের ফাইনালে পৌঁছে গিয়েছেন প্রণতি। (ছবি-পিটিআই)

1 / 5
ভল্ট ইভেন্টে দ্বিতীয় স্থানে শেষ করে ফাইনালে জায়গা পাকা করে নিয়েছেন বাংলার মেয়ে প্রণতি। সোমবার, ১ অগস্ট হবে মেয়েদের ভল্ট ফাইনাল। সেখানেই প্রণতির পদক লাভের সম্ভবনা রয়েছে। (ছবি-পিটিআই)

ভল্ট ইভেন্টে দ্বিতীয় স্থানে শেষ করে ফাইনালে জায়গা পাকা করে নিয়েছেন বাংলার মেয়ে প্রণতি। সোমবার, ১ অগস্ট হবে মেয়েদের ভল্ট ফাইনাল। সেখানেই প্রণতির পদক লাভের সম্ভবনা রয়েছে। (ছবি-পিটিআই)

2 / 5
ভল্টের ফাইনালে ওঠার জন্য কোয়ালিফায়ারে প্রথমবারের প্রচেষ্টায় প্রণতি ১৩.৬০০ পয়েন্ট অর্জন করেন। এরপর দ্বিতীয় বারের চেষ্টায় প্রণতি পান ১২.৯৫০ পয়েন্ট। যার ফলে তাঁর গড় পয়েন্ট গিয়ে দাঁড়ায় ১৩.২৭৫। (ছবি-এএফপি)

ভল্টের ফাইনালে ওঠার জন্য কোয়ালিফায়ারে প্রথমবারের প্রচেষ্টায় প্রণতি ১৩.৬০০ পয়েন্ট অর্জন করেন। এরপর দ্বিতীয় বারের চেষ্টায় প্রণতি পান ১২.৯৫০ পয়েন্ট। যার ফলে তাঁর গড় পয়েন্ট গিয়ে দাঁড়ায় ১৩.২৭৫। (ছবি-এএফপি)

3 / 5
ভল্ট থেকে সেরা পারফর্ম করা আট জন ফাইনালে ওঠার সুযোগ পায়। সেখানে প্রণতির পাশাপাশি বাংলার অপর মেয়ে প্রতিষ্ঠা সামন্ত শেষ করেন ১০ নম্বরে। যার ফলে তিনি ফাইনালে পৌঁছতে পারেননি। (ছবি-এএফপি)

ভল্ট থেকে সেরা পারফর্ম করা আট জন ফাইনালে ওঠার সুযোগ পায়। সেখানে প্রণতির পাশাপাশি বাংলার অপর মেয়ে প্রতিষ্ঠা সামন্ত শেষ করেন ১০ নম্বরে। যার ফলে তিনি ফাইনালে পৌঁছতে পারেননি। (ছবি-এএফপি)

4 / 5
রুথুজা নটরাজ ভল্টে ১২.৩০০ পয়েন্ট, আনইভেন বারে ১১.৯৫০ পয়েন্ট, ব্যালেন্স বিমে ১১.৩৫০ পয়েন্ট এবং ফ্লোর এক্সারসাইজে ১০.৬৫০ পয়েন্ট অর্জন করেন। ফলে তাঁর মোট পয়েন্ট গিয়ে দাঁড়ায় ৪৬.২৫০। তিনি পৌঁছে গিয়েছেন অল অ্যারাউন্ড ফাইনালে। (ছবি-এএফপি)

রুথুজা নটরাজ ভল্টে ১২.৩০০ পয়েন্ট, আনইভেন বারে ১১.৯৫০ পয়েন্ট, ব্যালেন্স বিমে ১১.৩৫০ পয়েন্ট এবং ফ্লোর এক্সারসাইজে ১০.৬৫০ পয়েন্ট অর্জন করেন। ফলে তাঁর মোট পয়েন্ট গিয়ে দাঁড়ায় ৪৬.২৫০। তিনি পৌঁছে গিয়েছেন অল অ্যারাউন্ড ফাইনালে। (ছবি-এএফপি)

5 / 5
Follow Us: