Lung Disease: এই লক্ষণগুলো এড়িয়ে যাবেন না; হতে পারে আপনার ফুসফুসে বাসা বাঁধছে কোনও মারণ রোগ

করোনাকালে মানুষ অনেক বেশি সচেতন হয়েছে স্বাস্থ্য নিয়ে। বিশেষত ফুসফুসকে ভাল রাখতে একাধিক সচেতনতা গ্রহণ করেছে। আর এখন শীতের সময়, পাল্লা দিয়ে বেড়ে চলেছে দূষণ। এই দূষণ নিশ্চুপে ক্ষতি করছে আমাদের ফুসফুসের। এছাড়াও ধূমপান ও টোব্যাকো সেবনের কারণেও ক্ষতিগ্রস্ত হয় ফুসফুস। তাই কোনও মারণ রোগ শরীরে বাসা বাঁধার আগেই ফুসফুসের রোগের উপসর্গগুলো চিনে নিন...

| Edited By: | Updated on: Dec 30, 2021 | 2:06 PM
প্রত্যেক মিনিটে শ্বাসের প্রবণতা ও গতি বেড়ে গেলে বুঝবেন শ্বাস নিতে সমস্যা শুরু হয়েছে আপনার। সতর্ক হয়ে যান তৎক্ষণাৎ।

প্রত্যেক মিনিটে শ্বাসের প্রবণতা ও গতি বেড়ে গেলে বুঝবেন শ্বাস নিতে সমস্যা শুরু হয়েছে আপনার। সতর্ক হয়ে যান তৎক্ষণাৎ।

1 / 6
ফুসফুস দুর্বল হলে মুখে নীলচে আভা দেখা দিতে শুরু করে। এমনকী, ঠোঁট জোড়া, নখও নীল হয়ে যেতে পারে। বুঝতে হবে শরীর সঠিক পরিমাণে অক্সিজেন পাচ্ছে না বলেই নীলচে ভাব দেখা দিচ্ছে। ত্বকের রংও ফ্যাকাশে কিংবা ঘিয়ে হয়ে যেতে পারে।

ফুসফুস দুর্বল হলে মুখে নীলচে আভা দেখা দিতে শুরু করে। এমনকী, ঠোঁট জোড়া, নখও নীল হয়ে যেতে পারে। বুঝতে হবে শরীর সঠিক পরিমাণে অক্সিজেন পাচ্ছে না বলেই নীলচে ভাব দেখা দিচ্ছে। ত্বকের রংও ফ্যাকাশে কিংবা ঘিয়ে হয়ে যেতে পারে।

2 / 6
শ্বাস নেওয়ার সময় অদ্ভুত আওয়াজ হতে পারে। বুঝতে হবে শ্বাস নিতে অসুবিধে হচ্ছে। অনেক সময় এমনও উপসর্গ দেখা দেয় যে, আপনি কোনও ভাবেই শ্বাস প্রশ্বাস নিতে পারছেন না। এতে মনে হয় যেন চারপাশে বায়ুর অভাব রয়েছে। এই ধরনের উপসর্গ এড়িয়ে যাবেন না।

শ্বাস নেওয়ার সময় অদ্ভুত আওয়াজ হতে পারে। বুঝতে হবে শ্বাস নিতে অসুবিধে হচ্ছে। অনেক সময় এমনও উপসর্গ দেখা দেয় যে, আপনি কোনও ভাবেই শ্বাস প্রশ্বাস নিতে পারছেন না। এতে মনে হয় যেন চারপাশে বায়ুর অভাব রয়েছে। এই ধরনের উপসর্গ এড়িয়ে যাবেন না।

3 / 6
নিশ্বাস নেওয়ার সময় নাকের ফুটো ফুলে যেতে পারে। আরও বড় হয়ে যেতে পারে। বুঝতে হবে শ্বাস নিতে অসুবিধে তৈরি হচ্ছে। শ্বাস নেওয়ার সময় বুকে অনেক বেশি জোর দিতে হচ্ছে কি? ফুসফুসে যথেষ্ট পরিমাণ অক্সিজেন পৌঁছাতে না পারলে এমনটা করতে হয়।

নিশ্বাস নেওয়ার সময় নাকের ফুটো ফুলে যেতে পারে। আরও বড় হয়ে যেতে পারে। বুঝতে হবে শ্বাস নিতে অসুবিধে তৈরি হচ্ছে। শ্বাস নেওয়ার সময় বুকে অনেক বেশি জোর দিতে হচ্ছে কি? ফুসফুসে যথেষ্ট পরিমাণ অক্সিজেন পৌঁছাতে না পারলে এমনটা করতে হয়।

4 / 6
ফুসফুস কোনও ভাবে ক্ষতিগ্রস্ত হলে শারীরিক পজিশনের মত উপসর্গও দেখা দেয়। মানুষ শিরদাঁড়া সোজা করে দাঁড়াতে পারেন না। সামনের দিকে ঝুঁকে পড়েন। এমনকী, বসে থাকার সময়ও তিনি সামনের দিকেই ঝুঁকে থাকেন।

ফুসফুস কোনও ভাবে ক্ষতিগ্রস্ত হলে শারীরিক পজিশনের মত উপসর্গও দেখা দেয়। মানুষ শিরদাঁড়া সোজা করে দাঁড়াতে পারেন না। সামনের দিকে ঝুঁকে পড়েন। এমনকী, বসে থাকার সময়ও তিনি সামনের দিকেই ঝুঁকে থাকেন।

5 / 6
কপালে, মাথার ভিতরে ঘাম হতে পারে। কিন্তু শরীর গরম হয় না। ঠান্ডাই থাকে। শ্বাস নেওয়ার প্রবণতা যদি বাড়ে তবে এটা হতে পারে।

কপালে, মাথার ভিতরে ঘাম হতে পারে। কিন্তু শরীর গরম হয় না। ঠান্ডাই থাকে। শ্বাস নেওয়ার প্রবণতা যদি বাড়ে তবে এটা হতে পারে।

6 / 6
Follow Us: