Rekha’s Beauty Secret: রূপে-গুণে মুগ্ধ দুনিয়া! চিরযৌবনা রেখার বিউটি সিক্রেট কী, পুজোর আগে জেনে নিন

Skin Care Routine: হিন্দি সিনেমার কিংবদন্তি অভিনেত্রী রেখার রূপে-গুণে মুগ্ধ প্রায় গোটা গ্ল্যামারাস দুনিয়া। পারফেক্ট কেউই হোন না, অনেক কাঠখড় পুড়িয়ে তারপর নিজেকে সকলের থেকে আলাদা করা সম্ভব হয়।

| Edited By: | Updated on: Sep 12, 2022 | 12:44 AM
হিন্দি সিনেমার কিংবদন্তি অভিনেত্রী রেখার রূপে-গুণে মুগ্ধ প্রায় গোটা গ্ল্যামারাস দুনিয়া। পারফেক্ট কেউই হোন না, অনেক কাঠখড় পুড়িয়ে তারপর নিজেকে সকলের থেকে আলাদা করা সম্ভব হয়। ষাট পেরিয়ে গেলেও রেখাকে এখনও ২৮বছর বয়সি যুবতীই মনে হয়।

হিন্দি সিনেমার কিংবদন্তি অভিনেত্রী রেখার রূপে-গুণে মুগ্ধ প্রায় গোটা গ্ল্যামারাস দুনিয়া। পারফেক্ট কেউই হোন না, অনেক কাঠখড় পুড়িয়ে তারপর নিজেকে সকলের থেকে আলাদা করা সম্ভব হয়। ষাট পেরিয়ে গেলেও রেখাকে এখনও ২৮বছর বয়সি যুবতীই মনে হয়।

1 / 8
বলিউডের কালজয়ী সুন্দরী এই ডিভা বছরের পর বছর ধরে শুধু অভিনয় দক্ষতা দিয়েই নয়, প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গেও নিজেকে আলাদা করেছেন। ট্রেডমার্ক শাড়ি, ট্র্যাডিশনাল লুকেই বেশিরভাগ সময় তাঁকে দেখা যায়। কিন্তু এই বয়সেও ব্যাক্তিত্ব, আত্মবিশ্বাস ও সৌন্দর্য অতুলনীয়।

বলিউডের কালজয়ী সুন্দরী এই ডিভা বছরের পর বছর ধরে শুধু অভিনয় দক্ষতা দিয়েই নয়, প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গেও নিজেকে আলাদা করেছেন। ট্রেডমার্ক শাড়ি, ট্র্যাডিশনাল লুকেই বেশিরভাগ সময় তাঁকে দেখা যায়। কিন্তু এই বয়সেও ব্যাক্তিত্ব, আত্মবিশ্বাস ও সৌন্দর্য অতুলনীয়।

2 / 8
নিখুঁত, নিশ্ছিদ্র ত্বকের প্রতি প্রায় সকলেরই ঈর্ষা রয়েছে। শুধু ত্বক নয়, চুলও উজ্জ্বল ও ঘন কালো। যদিও এমন নজরকাড়া সৌন্দর্যেক জন্য নিজেকে নিয়মিত তৈরি হতে হয়। পুজো আর মাত্র কয়েকটি দিন। তাই পুজোর আগে নিজেকে অষ্টাদশীতে নিয়ে আসতে রেখার বিউটি টিপসগুলি অনুসরণ করতে পারেন।

নিখুঁত, নিশ্ছিদ্র ত্বকের প্রতি প্রায় সকলেরই ঈর্ষা রয়েছে। শুধু ত্বক নয়, চুলও উজ্জ্বল ও ঘন কালো। যদিও এমন নজরকাড়া সৌন্দর্যেক জন্য নিজেকে নিয়মিত তৈরি হতে হয়। পুজো আর মাত্র কয়েকটি দিন। তাই পুজোর আগে নিজেকে অষ্টাদশীতে নিয়ে আসতে রেখার বিউটি টিপসগুলি অনুসরণ করতে পারেন।

3 / 8
প্রতিদিন ক্লিনিং, টোনিং ও ময়েশ্চারাইজিং রুটিন মেনে চলেন এই বিখ্যাত অভিনেত্রী। তবে কখনও মেকআপ না তুলে ঘুমাতে যান না। নরম ও উজ্জ্বল ত্বকের জন্য় নিয়মিত বিউটি রুটিনের পাশাপাশি অ্যারোমাথেরাপি ব্যবহার করেন। ত্বকের তেল উত্‍পাদনের ভারসাম্য বজায় রাখতে ত্বকে প্রয়োজনীয় তেল প্রয়োগ করেন।

প্রতিদিন ক্লিনিং, টোনিং ও ময়েশ্চারাইজিং রুটিন মেনে চলেন এই বিখ্যাত অভিনেত্রী। তবে কখনও মেকআপ না তুলে ঘুমাতে যান না। নরম ও উজ্জ্বল ত্বকের জন্য় নিয়মিত বিউটি রুটিনের পাশাপাশি অ্যারোমাথেরাপি ব্যবহার করেন। ত্বকের তেল উত্‍পাদনের ভারসাম্য বজায় রাখতে ত্বকে প্রয়োজনীয় তেল প্রয়োগ করেন।

4 / 8
চুলকে উজ্জ্বল ও কোমল রাখার জন্য একটি বিশেষ হেয়ার প্যাক ব্যবহার করেন। দই, মধু ও ডিমের সাদা অংশ মিশিয়ে চুলের প্যাক ব্যবহার করেন। কৃত্রিম  হেয়ার প্রোডাক্ট যেমন স্ট্রেইটনার, কার্লার ও হেয়ার ড্রায়ার ব্যবহার করা এড়িয়ে চলেন তিনি।

চুলকে উজ্জ্বল ও কোমল রাখার জন্য একটি বিশেষ হেয়ার প্যাক ব্যবহার করেন। দই, মধু ও ডিমের সাদা অংশ মিশিয়ে চুলের প্যাক ব্যবহার করেন। কৃত্রিম হেয়ার প্রোডাক্ট যেমন স্ট্রেইটনার, কার্লার ও হেয়ার ড্রায়ার ব্যবহার করা এড়িয়ে চলেন তিনি।

5 / 8
বেসন হল ত্বকের জন্য এক্সফোলিয়েন্ট। ত্বকের উপর মৃতকোষ নির্মূল করে ডিপ ক্লিনজিং করার জন্য বেসন দিয়ে তৈরি ফেস প্যাক ব্যবহার করেন রেখা। এছাড়া উজ্জ্বল ত্বকের জন্য প্রচুর পরিমাণে জল খান তিনি। প্রতিদিন ১০ থেকে ১২ গ্লাস জল পান করেন। ত্বককে হাইড্রেটেড রাখতে ও উজ্জ্বল করে তুলতে জল পান করা উচিত।

বেসন হল ত্বকের জন্য এক্সফোলিয়েন্ট। ত্বকের উপর মৃতকোষ নির্মূল করে ডিপ ক্লিনজিং করার জন্য বেসন দিয়ে তৈরি ফেস প্যাক ব্যবহার করেন রেখা। এছাড়া উজ্জ্বল ত্বকের জন্য প্রচুর পরিমাণে জল খান তিনি। প্রতিদিন ১০ থেকে ১২ গ্লাস জল পান করেন। ত্বককে হাইড্রেটেড রাখতে ও উজ্জ্বল করে তুলতে জল পান করা উচিত।

6 / 8
 সৌন্দর্য বজায় রাখতে জাঙ্ক ফুড এড়িয়ে চলেন তিনি। নিয়মিত ডায়েটের মধ্যে থাকে রুটি, এক বাটি দই ও অল্প তেল-মশলা দিয়ে তৈরি সবজি রান্না। সন্ধ্যা সাড়ে সাতটার আগে ডিনার খেতে পছন্দ করেন রেখা।

সৌন্দর্য বজায় রাখতে জাঙ্ক ফুড এড়িয়ে চলেন তিনি। নিয়মিত ডায়েটের মধ্যে থাকে রুটি, এক বাটি দই ও অল্প তেল-মশলা দিয়ে তৈরি সবজি রান্না। সন্ধ্যা সাড়ে সাতটার আগে ডিনার খেতে পছন্দ করেন রেখা।

7 / 8
ত্বক ও ফিটনেশ বজায় রাখতে প্রতিদিন যোগ-ব্যায়াম করেন। নিয়মিত যোগা ও ধ্যান করেন রেখা। ত্রুটিহীন ত্বক ও চকচকে চুলের জন্য রেখা যে যে পদ্ধতি অবলম্বন করেন, পুজোর আগেই সেই পদ্ধতি অনুসরণ করতে পারেনষ

ত্বক ও ফিটনেশ বজায় রাখতে প্রতিদিন যোগ-ব্যায়াম করেন। নিয়মিত যোগা ও ধ্যান করেন রেখা। ত্রুটিহীন ত্বক ও চকচকে চুলের জন্য রেখা যে যে পদ্ধতি অবলম্বন করেন, পুজোর আগেই সেই পদ্ধতি অনুসরণ করতে পারেনষ

8 / 8
Follow Us: