Year Ender 2022: নেতা বদলে যাওয়া হার্দিক, আইপিএল ট্রফি জিতল গুজরাট টাইটান্স

৮ থেকে ১০ দলের আইপিএল। নতুন দুটি দলের মধ্যে একটি গুজরাট টাইটান্স। দলের নেতৃত্ব ভার দেওয়া হয়েছিল বরোদার ছেলে হার্দিক পান্ডিয়াকে। নাক, মুখ, ভ্রু কুঁচকেছিল অনেকেরই। সেইসব মানুষদের ভুল প্রমাণিত করে আইপিএলের মঞ্চে পা রেখেই ইতিহাস গুজরাট টাইটান্সের। জয়ের কান্ডারি বদলে যাওয়া হার্দিক পান্ডিয়া।

| Edited By: | Updated on: Dec 28, 2022 | 9:00 AM
আইপিএলের মঞ্চে অভিষেকেই বাজিমাত। হার্দিক পান্ডিয়া ঠান্ডা মাথার নেতৃত্ব আর তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে দলগত পারফরম্যান্সের জেরে প্রথম বারই কোটিপতি লিগের ফাইনালে ওঠে গুজরাট টাইটান্স। ফাইনালে হারিয়ে দেয় সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালসকে। প্রথম আইপিএল জয়ীদের হারিয়ে অভিষেকেই নিজেদের ক্ষমতার জানান দেয় গুজরাটের দলটি। (ছবি:টুইটার)

আইপিএলের মঞ্চে অভিষেকেই বাজিমাত। হার্দিক পান্ডিয়া ঠান্ডা মাথার নেতৃত্ব আর তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে দলগত পারফরম্যান্সের জেরে প্রথম বারই কোটিপতি লিগের ফাইনালে ওঠে গুজরাট টাইটান্স। ফাইনালে হারিয়ে দেয় সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালসকে। প্রথম আইপিএল জয়ীদের হারিয়ে অভিষেকেই নিজেদের ক্ষমতার জানান দেয় গুজরাটের দলটি। (ছবি:টুইটার)

1 / 6
এলাম, দেখলাম, জয় করলাম। ঠিক এই ভঙ্গিতেই আইপিএলের ২০২২ সালের সংস্করণ জয় নতুন দল গুজরাট টাইটান্সের। অধিনায়ক হার্দিক পান্ডিয়া ছাড়া দলে ছিলেন ঋদ্ধিমান সাহা, মহম্মদ সামি, শুভমন গিল,রশিদ খান, ম্যাথু ওয়েড, রাহুল তেওয়াটিয়ারা। (ছবি:টুইটার)

এলাম, দেখলাম, জয় করলাম। ঠিক এই ভঙ্গিতেই আইপিএলের ২০২২ সালের সংস্করণ জয় নতুন দল গুজরাট টাইটান্সের। অধিনায়ক হার্দিক পান্ডিয়া ছাড়া দলে ছিলেন ঋদ্ধিমান সাহা, মহম্মদ সামি, শুভমন গিল,রশিদ খান, ম্যাথু ওয়েড, রাহুল তেওয়াটিয়ারা। (ছবি:টুইটার)

2 / 6
২৯ মে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল খেলা। প্রথমে ব্যাট করে রাজস্থান তোলে ১৩০ রান। জবাবে ৩ উইকেট হারিয়ে ১৮.১ ওভারে ১৩৩ রান তুলে ম্যাচ জিতে যায় গুজরাট। (ছবি:টুইটার)

২৯ মে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল খেলা। প্রথমে ব্যাট করে রাজস্থান তোলে ১৩০ রান। জবাবে ৩ উইকেট হারিয়ে ১৮.১ ওভারে ১৩৩ রান তুলে ম্যাচ জিতে যায় গুজরাট। (ছবি:টুইটার)

3 / 6
আত্মপ্রকাশেই খেতাব জিতে চমকে দিয়েছিল গুজরাট টাইটান্স। তবে সবচেয়ে বেশি অবাক করে দেন হার্দিক পান্ডিয়া। আইপিএলের সবচেয়ে সফল দল মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে বহুবার ট্রফি জয়ের স্বাদ পেয়েছেন। কিন্তু এই জয়ের মাধুর্য্য আলাদা। আইপিএলের মঞ্চ তরুণ ক্রিকেটারদের প্রতিভা বিচ্ছুরণের মঞ্চ। সেই মঞ্চ থেকেই নেতা হার্দিকের উত্থান। (ছবি:টুইটার)

আত্মপ্রকাশেই খেতাব জিতে চমকে দিয়েছিল গুজরাট টাইটান্স। তবে সবচেয়ে বেশি অবাক করে দেন হার্দিক পান্ডিয়া। আইপিএলের সবচেয়ে সফল দল মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে বহুবার ট্রফি জয়ের স্বাদ পেয়েছেন। কিন্তু এই জয়ের মাধুর্য্য আলাদা। আইপিএলের মঞ্চ তরুণ ক্রিকেটারদের প্রতিভা বিচ্ছুরণের মঞ্চ। সেই মঞ্চ থেকেই নেতা হার্দিকের উত্থান। (ছবি:টুইটার)

4 / 6
পঞ্চদশ আইপিএলের শুরুতে মুম্বই ইন্ডিয়ান্স হার্দিককে রিটেন করার প্রয়োজন মনে করেনি। জাতীয় দলের অলরাউন্ডারকে লুফে নেয় গুজরাট টাইটান্স। জবাব দেওয়ার ছিল। অকুতোভয় তিনি বরাবরই। কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাসী দেখায়নি তাঁকে। চোয়ালচাপা লড়াই ও সংযমী হার্দিক। এক সন্তানের পিতা যেন একটু অন্য ভূমিকায় নিজেকে খোঁজার লক্ষ্যে নেমেছিলেন। তাতে একশো শতাংশ সফল। (ছবি:টুইটার)

পঞ্চদশ আইপিএলের শুরুতে মুম্বই ইন্ডিয়ান্স হার্দিককে রিটেন করার প্রয়োজন মনে করেনি। জাতীয় দলের অলরাউন্ডারকে লুফে নেয় গুজরাট টাইটান্স। জবাব দেওয়ার ছিল। অকুতোভয় তিনি বরাবরই। কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাসী দেখায়নি তাঁকে। চোয়ালচাপা লড়াই ও সংযমী হার্দিক। এক সন্তানের পিতা যেন একটু অন্য ভূমিকায় নিজেকে খোঁজার লক্ষ্যে নেমেছিলেন। তাতে একশো শতাংশ সফল। (ছবি:টুইটার)

5 / 6
হার্দিকের নেতৃত্বে ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনির ছায়া দেখতে পাচ্ছেন অনেকে। ইতিমধ্যেই আয়ারল্যান্ড সফরে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন হার্দিক। আগামী দিনে মেন ইন ব্লু-র দায়িত্ব হার্দিকের হাতে তুলে দেওয়া হলে অবাক হওয়ার থাকবে না।(ছবি:টুইটার)

হার্দিকের নেতৃত্বে ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনির ছায়া দেখতে পাচ্ছেন অনেকে। ইতিমধ্যেই আয়ারল্যান্ড সফরে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন হার্দিক। আগামী দিনে মেন ইন ব্লু-র দায়িত্ব হার্দিকের হাতে তুলে দেওয়া হলে অবাক হওয়ার থাকবে না।(ছবি:টুইটার)

6 / 6
Follow Us: