ILT20 2023: বল বয় বাউন্ডারির আগেই বল তুলে দিল, আম্পায়ারের সিদ্ধান্ত কী?

Abu Dhabi Knight Riders vs Desert Vipers: ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (ILT20 2023) অবাক কাণ্ড। আইএলটি-২০-র এক ম্যাচে বাউন্ডারির আগেই বল বয় এক ক্রিকেটারের হাতে বল তুলে দিয়েছে। এমন কাণ্ড দেখে কী সিদ্ধান্ত দিয়েছেন আম্পায়াররা জানেন?

| Edited By: | Updated on: Jan 22, 2023 | 3:22 PM
আবু ধাবিতে চলছে নতুন টি২০ লিগ, যার নাম ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (ILT20 2023)। সেই নতুন লিগেই এ বার অবাক করা কাণ্ড। বাউন্ডারির আগে বল বয় এক ক্রিকেটারের হাতে বল তুলে দিয়েছে। প্রথমে এমন কাণ্ড দেখে সকলেই অবাক হয়ে যায়। (Pic Courtesy- Out Of Context Cricket Twitter)

আবু ধাবিতে চলছে নতুন টি২০ লিগ, যার নাম ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (ILT20 2023)। সেই নতুন লিগেই এ বার অবাক করা কাণ্ড। বাউন্ডারির আগে বল বয় এক ক্রিকেটারের হাতে বল তুলে দিয়েছে। প্রথমে এমন কাণ্ড দেখে সকলেই অবাক হয়ে যায়। (Pic Courtesy- Out Of Context Cricket Twitter)

1 / 8
ম্যাচ চলাকালীন মাঠের মধ্যে বল বয় ঢুকে গিয়ে ক্রিকেটারদের হাতে বল তুলে দিয়েছে এমন ঘটনা খুব যে দেখা গিয়েছে, তা কিন্তু নয়। (Pic Courtesy- Out Of Context Cricket Twitter)

ম্যাচ চলাকালীন মাঠের মধ্যে বল বয় ঢুকে গিয়ে ক্রিকেটারদের হাতে বল তুলে দিয়েছে এমন ঘটনা খুব যে দেখা গিয়েছে, তা কিন্তু নয়। (Pic Courtesy- Out Of Context Cricket Twitter)

2 / 8
চলতি ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে আবু ধাবি নাইট রাইডার্স বনাম ডেজার্ট ভাইপার্সের ম্যাচে এমন ঘটনা ঘটেছে। (Pic Courtesy- Out Of Context Cricket Twitter)

চলতি ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে আবু ধাবি নাইট রাইডার্স বনাম ডেজার্ট ভাইপার্সের ম্যাচে এমন ঘটনা ঘটেছে। (Pic Courtesy- Out Of Context Cricket Twitter)

3 / 8
টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন আবু ধাবি নাইট রাইডার্সের অধিনায়ক কলিন মুনরো। ৮ উইকেট হারিয়ে ১৩৩ রান তোলে আবু ধাবি নাইট রাইডার্স। (Pic Courtesy- Out Of Context Cricket Twitter)

টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন আবু ধাবি নাইট রাইডার্সের অধিনায়ক কলিন মুনরো। ৮ উইকেট হারিয়ে ১৩৩ রান তোলে আবু ধাবি নাইট রাইডার্স। (Pic Courtesy- Out Of Context Cricket Twitter)

4 / 8
ডেজার্ট ভাইপার্সের ইনিংস চলাকালীন ১৪.৩ ওভারের মাথায় সুনীল নারিনের করা বল ভাইপার্স অলরাউন্ডার শেরফান রেদারফোর্ড পাঠান বাউন্ডারি লাইনের দিকে। (Pic Courtesy- Out Of Context Cricket Twitter)

ডেজার্ট ভাইপার্সের ইনিংস চলাকালীন ১৪.৩ ওভারের মাথায় সুনীল নারিনের করা বল ভাইপার্স অলরাউন্ডার শেরফান রেদারফোর্ড পাঠান বাউন্ডারি লাইনের দিকে। (Pic Courtesy- Out Of Context Cricket Twitter)

5 / 8
সেই সময় আবু ধাবির সাবির আলি সেখানে ফিল্ডিং করছিলেন। তিনি সঙ্গে সঙ্গে বাউন্ডারি আটকানোর জন্য ছুটে যান। তিনি বাউন্ডারি আটকেও দেন। (Pic Courtesy- Out Of Context Cricket Twitter)

সেই সময় আবু ধাবির সাবির আলি সেখানে ফিল্ডিং করছিলেন। তিনি সঙ্গে সঙ্গে বাউন্ডারি আটকানোর জন্য ছুটে যান। তিনি বাউন্ডারি আটকেও দেন। (Pic Courtesy- Out Of Context Cricket Twitter)

6 / 8
তবে ব্যালেন্স রাখতে না পেরে বল বাউন্ডারির ভেতর ছুড়ে দিয়ে পড়ে যান আবু ধাবির সাবির। বল বয় সেই সময় হঠাৎ করে মাঠের মধ্যে ঢুকে পড়ে। এবং মাটিতে থাকা বলটি সাবিরের হাতে তুলে দেয়। যা দেখে রীতিমতো চমকে যান ক্রিকেটার, আম্পায়ার ও ধারাভাষ্যকাররা। (Pic Courtesy- Out Of Context Cricket Twitter)

তবে ব্যালেন্স রাখতে না পেরে বল বাউন্ডারির ভেতর ছুড়ে দিয়ে পড়ে যান আবু ধাবির সাবির। বল বয় সেই সময় হঠাৎ করে মাঠের মধ্যে ঢুকে পড়ে। এবং মাটিতে থাকা বলটি সাবিরের হাতে তুলে দেয়। যা দেখে রীতিমতো চমকে যান ক্রিকেটার, আম্পায়ার ও ধারাভাষ্যকাররা। (Pic Courtesy- Out Of Context Cricket Twitter)

7 / 8
আম্পায়াররা নিজেদের মধ্যে কথা বলার পর ওই বলে বাউন্ডারি দেয়নি। পাশাপাশি বলটিকে ডেড বল বলেও ঘোষণা করেননি।   ওই বলে ৩ রানই পায় ভাইপার্স। (Pic Courtesy- Out Of Context Cricket Twitter)

আম্পায়াররা নিজেদের মধ্যে কথা বলার পর ওই বলে বাউন্ডারি দেয়নি। পাশাপাশি বলটিকে ডেড বল বলেও ঘোষণা করেননি। ওই বলে ৩ রানই পায় ভাইপার্স। (Pic Courtesy- Out Of Context Cricket Twitter)

8 / 8
Follow Us: