La Liga: মেসিহীন বার্সার ড্র
লা লিগার (La Liga) নিজেদের দ্বিতীয় ম্যাচে অ্যাথলেটিক ক্লাবের (Athletic Club) সঙ্গে ড্র করল বার্সেলোনা (Barcelona)। শুরু থেকেই বল দখলের লড়াইয়ে বার্সা এগিয়ে থাকলেও প্রথমার্ধে গোলের দেখা মেলেনি। দ্বিতীয়ার্ধে ১-০ গোলে পিছিয়ে ছিল একসময় কোমানের ছেলেরা। পরে অবশ্য মেম্ফিস ডিপের দৌলতে হারতে হয়নি মেসির পুরনো ক্লাবকে।
Most Read Stories