Premier League: ৫ গোলের দুরন্ত জয় ম্যাঞ্চেস্টার সিটির

প্রিমিয়ার লিগের (Premier League) প্রথম ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছিল গতবারের চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটিকে (Manchester City)। তবে দ্বিতীয় ম্যাচই ঘুরে দাঁড়াল গুয়ার্দিওলার ছেলেরা। শুধু ঘুরে দাঁড়াই না, শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে নরউইচ সিটিকে (Norwich City) ৫ গোলে উড়িয়ে দিল গ্যাব্রিয়েল জেসুসরা।

| Edited By: | Updated on: Aug 22, 2021 | 2:14 PM
 ম্যাচের ৭ মিনিটের মাথায় নরউইচের গোলকিপার টিম ক্রুলের আত্মঘাতী গোলে এগিয়ে যায় ম্যাঞ্চেস্টার সিটি। (সৌজন্যে-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

ম্যাচের ৭ মিনিটের মাথায় নরউইচের গোলকিপার টিম ক্রুলের আত্মঘাতী গোলে এগিয়ে যায় ম্যাঞ্চেস্টার সিটি। (সৌজন্যে-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

1 / 5
২২ মিনিটের মাথায় গ্যাব্রিয়েল জেসুসের সহায়তায় ম্যান সিটির হয়ে ব্যবধান বাড়ান জ্যাক গ্রেলিশ। (সৌজন্যে-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

২২ মিনিটের মাথায় গ্যাব্রিয়েল জেসুসের সহায়তায় ম্যান সিটির হয়ে ব্যবধান বাড়ান জ্যাক গ্রেলিশ। (সৌজন্যে-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

2 / 5
ম্যাচের ৬৪ মিনিটে ম্যাঞ্চেস্টার সিটির তৃতীয় গোল আইমেরিক লাপোর্তের।(সৌজন্যে-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

ম্যাচের ৬৪ মিনিটে ম্যাঞ্চেস্টার সিটির তৃতীয় গোল আইমেরিক লাপোর্তের।(সৌজন্যে-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

3 / 5
৭১ মিনিটে ফের জেসুসের অ্যাসিস্টে চতুর্থ গোল রহিম স্টার্লিংয়ের। (সৌজন্যে-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

৭১ মিনিটে ফের জেসুসের অ্যাসিস্টে চতুর্থ গোল রহিম স্টার্লিংয়ের। (সৌজন্যে-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

4 / 5
ম্যাচের ৮৪ মিনিটে ম্যাচের স্কোরলাইন ৫-০ করেন রিয়াদ মাহরেজ। (সৌজন্যে-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

ম্যাচের ৮৪ মিনিটে ম্যাচের স্কোরলাইন ৫-০ করেন রিয়াদ মাহরেজ। (সৌজন্যে-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

5 / 5
Follow Us: