Bundesliga: বোখামকে ৭ গোলের মালা পরাল বায়ার্ন মিউনিখ

বুন্দেশলিগায় (Bundesliga) বোখাম এফসিকে (Bochum) ৭ গোলের মালা পরাল বায়ার্ন মিউনিখ (Bayern Munich)। আলিয়াঞ্জ অ্যারেনায় বড় জয় পেল রবার্ট লেওয়ানডস্কিরা। ঘরের মাঠে জোড়া গোল করেন জসুয়া কিমিচ। একটি আত্মঘাতী গোল করেন ভাসিলিস। পাশাপাশি একটি করে গোল করেন সানে, লেওয়ানডস্কি, জিনাব্রি ও চুপো মোটিং। এখনও পর্যন্ত পাঁচ ম্যাচে খেলে চারটিতে জয় ও এক ড্রয়ের পর ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বায়ার্ন মিউনিখ।

| Edited By: | Updated on: Sep 19, 2021 | 6:13 PM
বোখামের বিরুদ্ধে বায়ার্নের হয়ে প্রথম গোলটি করেন লেরয় সানে (Leroy Sane)।

বোখামের বিরুদ্ধে বায়ার্নের হয়ে প্রথম গোলটি করেন লেরয় সানে (Leroy Sane)।

1 / 5
মিউনিখের হয়ে জোড়া গোল করেছেন জসুয়া কিমিচ (Joshua Kimmich)। (সৌজন্যে-বায়ার্ন মিউনিখ)

মিউনিখের হয়ে জোড়া গোল করেছেন জসুয়া কিমিচ (Joshua Kimmich)। (সৌজন্যে-বায়ার্ন মিউনিখ)

2 / 5
থমাস মুলারের পাস থেকে বল জালে জড়ান সের্গে জিনাব্রি (Serge Gnabry)। (সৌজন্যে-বায়ার্ন মিউনিখ)

থমাস মুলারের পাস থেকে বল জালে জড়ান সের্গে জিনাব্রি (Serge Gnabry)। (সৌজন্যে-বায়ার্ন মিউনিখ)

3 / 5
পোলিশ সুপারস্টার রবার্ট লেওয়ানডস্কিও (Robert Lewandowski) গোল পেয়েছেন বোখামের বিরুদ্ধে। (সৌজন্যে-বায়ার্ন মিউনিখ)

পোলিশ সুপারস্টার রবার্ট লেওয়ানডস্কিও (Robert Lewandowski) গোল পেয়েছেন বোখামের বিরুদ্ধে। (সৌজন্যে-বায়ার্ন মিউনিখ)

4 / 5
মিউনিখের হয়ে সপ্তম গোলটি করেন এরিক ম্যাক্সিম চুপো মোটিং (Eric Maxim Choupo-Moting)। (সৌজন্যে-বায়ার্ন মিউনিখ)

মিউনিখের হয়ে সপ্তম গোলটি করেন এরিক ম্যাক্সিম চুপো মোটিং (Eric Maxim Choupo-Moting)। (সৌজন্যে-বায়ার্ন মিউনিখ)

5 / 5
Follow Us: