Bundesliga: বোখামকে ৭ গোলের মালা পরাল বায়ার্ন মিউনিখ
বুন্দেশলিগায় (Bundesliga) বোখাম এফসিকে (Bochum) ৭ গোলের মালা পরাল বায়ার্ন মিউনিখ (Bayern Munich)। আলিয়াঞ্জ অ্যারেনায় বড় জয় পেল রবার্ট লেওয়ানডস্কিরা। ঘরের মাঠে জোড়া গোল করেন জসুয়া কিমিচ। একটি আত্মঘাতী গোল করেন ভাসিলিস। পাশাপাশি একটি করে গোল করেন সানে, লেওয়ানডস্কি, জিনাব্রি ও চুপো মোটিং। এখনও পর্যন্ত পাঁচ ম্যাচে খেলে চারটিতে জয় ও এক ড্রয়ের পর ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বায়ার্ন মিউনিখ।
Most Read Stories