দেখুন গ্যালারি: বলিউডে কামব্যাক করলেন যে সব অভিনেত্রী

বলিউডে কামব্যাক করতে চলেছেন মন্দাকিণী। পরিচালকদের সঙ্গে কথা বলছেন 'রাম তেরি গঙ্গা মেইলি'র অভিনেত্রী। স্ক্রিপ্ট পড়ছেন। ছোটপর্দায় কাজের অফার পেয়েও ফিরিয়ে দিচ্ছেন রাজ কাপুরের অভিনেত্রী। তাঁর লক্ষ্য বড় পর্দায় অভিনয়। ওয়েব সিরিজের ভাল অফার এলে ভেবে দেখবেন। মন্দাকিণীর মতো আরও অনেক অভিনেত্রী কামব্যাক করেছেন বলিউডে। ছবিতে দেখুন তাঁদের।

| Edited By: | Updated on: Jul 17, 2021 | 6:18 AM
নীতু সিং কাপুর—প্রয়াত অভিনেতা ঋষি কাপুরের স্ত্রী ও অভিনেতা রণবীর কাপুরের মা। কাপুর পরিবারের নিয়ম অনুসারে, বিয়ের পর অভিনয় ছেড়েছিলেন। প্রথা মেনে বিয়ের পর অভিনয় করেছেন কেবল স্বামীর সঙ্গেই, তাও অনেক বছর পর। ঋষির মৃত্যুর পর ফিরছেন পর্দায়। ছবির নাম 'যুগ যুগ জিও'। বলিউডে কামব্যাকের ব্যাপারে পাশে পেয়েছেন ছেলে রণবীরকে। তিনিই এখন মায়ের একমাত্র বল ভরসা।

নীতু সিং কাপুর—প্রয়াত অভিনেতা ঋষি কাপুরের স্ত্রী ও অভিনেতা রণবীর কাপুরের মা। কাপুর পরিবারের নিয়ম অনুসারে, বিয়ের পর অভিনয় ছেড়েছিলেন। প্রথা মেনে বিয়ের পর অভিনয় করেছেন কেবল স্বামীর সঙ্গেই, তাও অনেক বছর পর। ঋষির মৃত্যুর পর ফিরছেন পর্দায়। ছবির নাম 'যুগ যুগ জিও'। বলিউডে কামব্যাকের ব্যাপারে পাশে পেয়েছেন ছেলে রণবীরকে। তিনিই এখন মায়ের একমাত্র বল ভরসা।

1 / 9
ভাগ্যশ্রী—'মেইনে প্যায়ার কিয়া' ছবির মুখ্য নায়িকা। বিপরীতে ছিলেন সলমন খান। তিনিও কামব্যাক করছেন। তাঁকে দেখা যাবে কঙ্গনা রানাওয়াত অভিনীত ছবি 'থালাইভি'তে।

ভাগ্যশ্রী—'মেইনে প্যায়ার কিয়া' ছবির মুখ্য নায়িকা। বিপরীতে ছিলেন সলমন খান। তিনিও কামব্যাক করছেন। তাঁকে দেখা যাবে কঙ্গনা রানাওয়াত অভিনীত ছবি 'থালাইভি'তে।

2 / 9
শিল্পা শেট্টি

শিল্পা শেট্টি

3 / 9
পূজা ভাট—নেটফ্লিক্সের ওয়েব সিরিজে কামব্যাক করেছেন মহেশ ভাটের জ্যেষ্ঠ কন্যা পূজা ভাট। তাঁকে দেখা যায় 'বম্বে বেগমস'-এ।

পূজা ভাট—নেটফ্লিক্সের ওয়েব সিরিজে কামব্যাক করেছেন মহেশ ভাটের জ্যেষ্ঠ কন্যা পূজা ভাট। তাঁকে দেখা যায় 'বম্বে বেগমস'-এ।

4 / 9
লারা দত্ত—অক্ষর কুমারের বহুপ্রতিক্ষিত ছবি 'বেল বটম'-এ অভিনয় করছেন লারা দত্ত। এটাই লারার কামব্যাক ছবি। কমেডি ছবি 'হান্ড্রেড'-এও দেখা যাবে তাঁকে।

লারা দত্ত—অক্ষর কুমারের বহুপ্রতিক্ষিত ছবি 'বেল বটম'-এ অভিনয় করছেন লারা দত্ত। এটাই লারার কামব্যাক ছবি। কমেডি ছবি 'হান্ড্রেড'-এও দেখা যাবে তাঁকে।

5 / 9
রানি মুখোপাধ্যায়—২০১৪ সালে 'মার্দানি' ছবিতে অভিনয় করেছিলেন রানি। তারপর তিনি বিরতি নেন। পরিবার ও সন্তানের জন্য ছিল এই ব্রেক। তারপর ফিরে আসেন 'হিচকি' ছবির হাত ধরে।

রানি মুখোপাধ্যায়—২০১৪ সালে 'মার্দানি' ছবিতে অভিনয় করেছিলেন রানি। তারপর তিনি বিরতি নেন। পরিবার ও সন্তানের জন্য ছিল এই ব্রেক। তারপর ফিরে আসেন 'হিচকি' ছবির হাত ধরে।

6 / 9
মাধুরী দীক্ষিত—ডাঃ নেনেকে বিয়ে করে বিদেশে চলে গিয়েছিলেন মাধুরী দীক্ষিত। মন দিয়েছিলেন সংসারে। বাচ্চারা একটু বড় হলে আবার ফিরে আসেন রুপোলি পর্দায়। ২০১২ সালে তাঁর কামব্যাক ছবির নাম 'আজা নাচলে'।

মাধুরী দীক্ষিত—ডাঃ নেনেকে বিয়ে করে বিদেশে চলে গিয়েছিলেন মাধুরী দীক্ষিত। মন দিয়েছিলেন সংসারে। বাচ্চারা একটু বড় হলে আবার ফিরে আসেন রুপোলি পর্দায়। ২০১২ সালে তাঁর কামব্যাক ছবির নাম 'আজা নাচলে'।

7 / 9
জুহি চাওলা—ব্যবসায়ী জয় মেহতাকে বিয়ে করার পর বিরতি নিয়েছিলেন জুহি চাওলাও। কিন্তু প্রথম প্রেম অভিনয়ের কাছে ফিরে আসেন ২০১৪ সালে। সেই ছবির নাম 'গুলাব গ্যাং'। ২০১৬ সালে মুক্তি পায় তাঁর আরও একটি ছবি 'চক অ্যান্ড ডাস্টার'।

জুহি চাওলা—ব্যবসায়ী জয় মেহতাকে বিয়ে করার পর বিরতি নিয়েছিলেন জুহি চাওলাও। কিন্তু প্রথম প্রেম অভিনয়ের কাছে ফিরে আসেন ২০১৪ সালে। সেই ছবির নাম 'গুলাব গ্যাং'। ২০১৬ সালে মুক্তি পায় তাঁর আরও একটি ছবি 'চক অ্যান্ড ডাস্টার'।

8 / 9
জুহি চাওলা—ব্যবসায়ী জয় মেহতাকে বিয়ে করার পর বিরতি নিয়েছিলেন জুহি চাওলাও। কিন্তু প্রথম প্রেম অভিনয়ের কাছে ফিরে আসেন ২০১৪ সালে। সেই ছবির নাম 'গুলাব গ্যাং'। ২০১৬ সালে মুক্তি পায় তাঁর আরও একটি ছবি 'চক অ্যান্ড ডাস্টার'।

জুহি চাওলা—ব্যবসায়ী জয় মেহতাকে বিয়ে করার পর বিরতি নিয়েছিলেন জুহি চাওলাও। কিন্তু প্রথম প্রেম অভিনয়ের কাছে ফিরে আসেন ২০১৪ সালে। সেই ছবির নাম 'গুলাব গ্যাং'। ২০১৬ সালে মুক্তি পায় তাঁর আরও একটি ছবি 'চক অ্যান্ড ডাস্টার'।

9 / 9
Follow Us: