Caroline Garcia: সিনসিনাটি মাস্টার্স চ্যাম্পিয়ন ফরাসি তারকা ক্যারোলিন গার্সিয়া

সিনসিনাটি মাস্টার্সে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন ফরাসি টেনিস তারকা ক্যারোলিন গার্সিয়া। চেক প্রজাতন্ত্রের পেত্রা কিতোভাকে স্ট্রেট সেটে হারান গার্সিয়া। ম্যাচের ফল ৬-২, ৬-২। কোয়ালিফায়ার হিসেবে সিনসিনাটি মাস্টার্সে জিতলেন গার্সিয়া।

| Edited By: | Updated on: Aug 23, 2022 | 6:45 AM
সিনসিনাটি মাস্টার্সে (Cincinnati Masters) মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন ফরাসি টেনিস তারকা ক্যারোলিন গার্সিয়া (Caroline Garcia)। চেক প্রজাতন্ত্রের পেত্রা কিতোভাকে স্ট্রেট সেটে হারান গার্সিয়া। ম্যাচের ফল ৬-২, ৬-২। কোয়ালিফায়ার হিসেবে সিনসিনাটি মাস্টার্সে জিতলেন গার্সিয়া। (ছবি-টুইটার)

সিনসিনাটি মাস্টার্সে (Cincinnati Masters) মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন ফরাসি টেনিস তারকা ক্যারোলিন গার্সিয়া (Caroline Garcia)। চেক প্রজাতন্ত্রের পেত্রা কিতোভাকে স্ট্রেট সেটে হারান গার্সিয়া। ম্যাচের ফল ৬-২, ৬-২। কোয়ালিফায়ার হিসেবে সিনসিনাটি মাস্টার্সে জিতলেন গার্সিয়া। (ছবি-টুইটার)

1 / 5
পাঁচ বছর আগে উহান ও বেজিংয়ে মাস্টার্স লেভেলে জিতেছিলেন ক্যারোলিন। এই নিয়ে তৃতীয় বার মাস্টার্স পর্যায়ের খেতাব জিতলেন ক্যারোলিন। (ছবি-টুইটার)

পাঁচ বছর আগে উহান ও বেজিংয়ে মাস্টার্স লেভেলে জিতেছিলেন ক্যারোলিন। এই নিয়ে তৃতীয় বার মাস্টার্স পর্যায়ের খেতাব জিতলেন ক্যারোলিন। (ছবি-টুইটার)

2 / 5
২০২১ সালের ইউএস ওপেনে কোয়ালিফায়ার ছিলেন এমা রাডুকানু। তবে সেই গ্র্যান্ড স্লাম জিতে টেনিস বিশ্বকে চমকে দিয়েছিলেন রাডুকানু। ঠিক তার মতোই গার্সিয়াও সিনসিনাটি মাস্টার্সে কোয়ালিফায়ার ছিলেন। (ছবি-টুইটার)

২০২১ সালের ইউএস ওপেনে কোয়ালিফায়ার ছিলেন এমা রাডুকানু। তবে সেই গ্র্যান্ড স্লাম জিতে টেনিস বিশ্বকে চমকে দিয়েছিলেন রাডুকানু। ঠিক তার মতোই গার্সিয়াও সিনসিনাটি মাস্টার্সে কোয়ালিফায়ার ছিলেন। (ছবি-টুইটার)

3 / 5
যোগ্যতা অর্জন পর্বের সময়ও ক্যারোলিন ভাবেননি তিনি চ্যাম্পিয়ন হবেন। ম্যাচের শেষে তিনি বলেন, "প্রতিটা জয়ই গুরুত্বপূর্ণ। আমি এই সপ্তাহে দারুণ টেনিস উপভোগ করলাম এবং আলাদা একটা খেতাব জিতলাম। অনুভূতিটা দারুণ।" (ছবি-টুইটার)

যোগ্যতা অর্জন পর্বের সময়ও ক্যারোলিন ভাবেননি তিনি চ্যাম্পিয়ন হবেন। ম্যাচের শেষে তিনি বলেন, "প্রতিটা জয়ই গুরুত্বপূর্ণ। আমি এই সপ্তাহে দারুণ টেনিস উপভোগ করলাম এবং আলাদা একটা খেতাব জিতলাম। অনুভূতিটা দারুণ।" (ছবি-টুইটার)

4 / 5
১৯৮০ সাল থেকে ১০ বা ১০টির বেশি ডব্লিউটিএ পর্যায়ের খেতাব জয়ী চতুর্থ ফরাসি টেনিস প্লেয়ার হলেন ক্যারোলিন গার্সিয়া। এই তালিকায় রয়েছেন গার্সিয়ার আগে রয়েছেন অ্যামেলি মৌরেসমো (২৫), মেরি পিয়ার্স (১৮) ও জুলি হ্যালার্ড (১২)। (ছবি-টুইটার)

১৯৮০ সাল থেকে ১০ বা ১০টির বেশি ডব্লিউটিএ পর্যায়ের খেতাব জয়ী চতুর্থ ফরাসি টেনিস প্লেয়ার হলেন ক্যারোলিন গার্সিয়া। এই তালিকায় রয়েছেন গার্সিয়ার আগে রয়েছেন অ্যামেলি মৌরেসমো (২৫), মেরি পিয়ার্স (১৮) ও জুলি হ্যালার্ড (১২)। (ছবি-টুইটার)

5 / 5
Follow Us: