Premier League: ব্লুজদের জয়ে ত্রাতা পুলিসিচ, প্রথম চারের জায়গা মজবুত করল চেলসি

স্ট্যামফোর্ড ব্রিজে রবিবার প্রিমিয়ার লিগের (Premier League) ম্যাচে ওয়েস্ট হ্যামের (West Ham United) বিরুদ্ধে ১-০ গোলে জিতল চেলসি (Chelsea)। এবং এই জয়ের ফলে প্রথম চারের জায়গা মজবুত করল থমাস তুচেলের ছেলেরা। প্রায় পুরো ম্যাচে গোলশূন্য থাকার পর শেষের দিকে, ৯০ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন ক্রিশ্চিয়ান পুলিসিচ। আর তাতেই ৩ পয়েন্ট তুলে নিয়ে ম্যাচ জিতে মাঠ ছাড়ে চেলসি।

| Edited By: | Updated on: Apr 25, 2022 | 7:30 AM
১) গোলশূন্য অবস্থায় শেষ হয় চেলসি বনাম ওয়েস্ট হ্যাম ম্যাচের প্রথমার্ধ।

১) গোলশূন্য অবস্থায় শেষ হয় চেলসি বনাম ওয়েস্ট হ্যাম ম্যাচের প্রথমার্ধ।

1 / 4
পুরো ম্যাচ জুড়ে চেলসির দাপট থাকলেও গোলের মুখ খুলতে পারছিলেন না ম্যাসন মাউন্টরা।

পুরো ম্যাচ জুড়ে চেলসির দাপট থাকলেও গোলের মুখ খুলতে পারছিলেন না ম্যাসন মাউন্টরা।

2 / 4
৮৬ মিনিটের মাথায় লাল কার্ড দেখেন  ওয়েস্ট হ্যামের ক্রেইগ ডোসন। এর পরই ৮৭ মিনিটের মাথায় চেলসির হয়ে প্রথম গোলের সুযোগ পেয়েছিলেন জর্জিনহো। কিন্তু তিনি পেনাল্টি মিস করেন।

৮৬ মিনিটের মাথায় লাল কার্ড দেখেন ওয়েস্ট হ্যামের ক্রেইগ ডোসন। এর পরই ৮৭ মিনিটের মাথায় চেলসির হয়ে প্রথম গোলের সুযোগ পেয়েছিলেন জর্জিনহো। কিন্তু তিনি পেনাল্টি মিস করেন।

3 / 4
অবশেষে ৯০ মিনিটের মাথায় চেলসির হয়ে একমাত্র ও জয়সূচক গোলটি করেন ক্রিশ্চিয়ান পুলিসিচ।

অবশেষে ৯০ মিনিটের মাথায় চেলসির হয়ে একমাত্র ও জয়সূচক গোলটি করেন ক্রিশ্চিয়ান পুলিসিচ।

4 / 4
Follow Us: