Archery World Cup 2022: তরুণদীপ-রিধির হাত ধরে তিরন্দাজি বিশ্বকাপে দ্বিতীয় সোনা ভারতের

তুরস্কের আন্তালিয়ায় আয়োজিত তিরন্দাজি বিশ্বকাপ (Archery World Cup 2022) স্টেজ ওয়ানে দ্বিতীয় সোনা এল ভারতের ঝুলিতে। পুরুষদের দলগত কমপাউন্ড বিভাগে এর আগে সোনা জিতেছিল ভারত। এ বার রিকার্ভ মিক্সড টিমের হয়ে ভারতকে চলতি তিরন্দাজি বিশ্বকাপ থেকে দ্বিতীয় সোনা এনে দিলেন তরুণদীপ রাঈ (Tarundeep Rai) ও রিধি (Ridhi) জুটি।

| Edited By: | Updated on: Apr 25, 2022 | 7:00 AM
তুরস্কের আন্তালিয়ায় হওয়া তিরন্দাজি বিশ্বকাপে রিকার্ভ মিক্সড টিমের ফাইনালে ব্রিটিশ জুটি ব্রায়নি পিটম্যান ও অ্যালেক্স ওয়াইজকে হারিয়ে সোনা জিতেছেন ভারতীয় তিরন্দাজ জুটি তরুণদীপ রাঈ ও রিধি। (ছবি-ওয়ার্ল্ড আর্চারি টুইটার)

তুরস্কের আন্তালিয়ায় হওয়া তিরন্দাজি বিশ্বকাপে রিকার্ভ মিক্সড টিমের ফাইনালে ব্রিটিশ জুটি ব্রায়নি পিটম্যান ও অ্যালেক্স ওয়াইজকে হারিয়ে সোনা জিতেছেন ভারতীয় তিরন্দাজ জুটি তরুণদীপ রাঈ ও রিধি। (ছবি-ওয়ার্ল্ড আর্চারি টুইটার)

1 / 4
১৭ বছরের রিধি ও ৩৮ বছরের তরুণদীপের ফাইনালের শুরুটা ভালো হয়নি। কিন্তু শেষ অবধি শুট অফে ১৮-১৭ ফলাফলে ব্রিটিশ জুটিকে হারান তরুণ-রিধি। (ছবি-টুইটার)

১৭ বছরের রিধি ও ৩৮ বছরের তরুণদীপের ফাইনালের শুরুটা ভালো হয়নি। কিন্তু শেষ অবধি শুট অফে ১৮-১৭ ফলাফলে ব্রিটিশ জুটিকে হারান তরুণ-রিধি। (ছবি-টুইটার)

2 / 4
তরুণ-রিধির সোনার আগে পুরুষদের দলগত কমপাউন্ড বিভাগে ফ্রান্সকে হারিয়েছেন ভারতের অভিষেক ভার্মা, রজত চৌহান, আমান সাইনিরা। (ছবি-টুইটার)

তরুণ-রিধির সোনার আগে পুরুষদের দলগত কমপাউন্ড বিভাগে ফ্রান্সকে হারিয়েছেন ভারতের অভিষেক ভার্মা, রজত চৌহান, আমান সাইনিরা। (ছবি-টুইটার)

3 / 4
পুরুষদের দলগত কমপাউন্ড বিভাগে ফ্রান্সকে ২৩২-২৩০ পয়েন্টে হারান ভারতের তিরন্দাজত্রয়ী (অভিষেক ভার্মা, রজত চৌহান, আমান সাইনি)। (ছবি-আর্চারি অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া টুইটার)

পুরুষদের দলগত কমপাউন্ড বিভাগে ফ্রান্সকে ২৩২-২৩০ পয়েন্টে হারান ভারতের তিরন্দাজত্রয়ী (অভিষেক ভার্মা, রজত চৌহান, আমান সাইনি)। (ছবি-আর্চারি অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া টুইটার)

4 / 4
Follow Us: