Blood Sugar Level: পায়ের ক্ষত সারছে না? রক্তে সুগার লেভেল বেড়ে যায়নি তো!

নীরব ঘাতকের মতো রক্তে বেড়ে চলে শর্করার মাত্রা। কেউ কেউ সময়ে টের পান। আবার কারও ক্ষেত্রে রোগ ধরা পড়ার আগেই মারাত্মক রূপ নেই ডায়াবেটিস। সুগার যদি একবার নিয়ন্ত্রণের বাড়িয়ে চলে যায় তাহলে এটি শরীরের অন্যান্য অঙ্গের উপরও প্রভাব ফেলে।

| Edited By: | Updated on: Jul 10, 2022 | 11:56 AM
নীরব ঘাতকের মতো রক্তে বেড়ে চলে শর্করার মাত্রা। কেউ কেউ সময়ে টের পান। আবার কারও ক্ষেত্রে রোগ ধরা পড়ার আগেই মারাত্মক রূপ নেই ডায়াবেটিস। সুগার যদি একবার নিয়ন্ত্রণের বাড়িয়ে চলে যায় তাহলে এটি শরীরের অন্যান্য অঙ্গের উপরও প্রভাব ফেলে।

নীরব ঘাতকের মতো রক্তে বেড়ে চলে শর্করার মাত্রা। কেউ কেউ সময়ে টের পান। আবার কারও ক্ষেত্রে রোগ ধরা পড়ার আগেই মারাত্মক রূপ নেই ডায়াবেটিস। সুগার যদি একবার নিয়ন্ত্রণের বাড়িয়ে চলে যায় তাহলে এটি শরীরের অন্যান্য অঙ্গের উপরও প্রভাব ফেলে।

1 / 6
সুগার যদি বেড়ে যায় তাহলে নার্ভের সমস্যা দেখা দিতে পারে। বেশির ভাগ ক্ষেত্রে এই ধরনের উপসর্গগুলো পায়ে লক্ষ্য করা যায়। একে ডায়াবেটিক ফুট বলা হয়। এই ক্ষেত্রে পা ঝিনঝিন করে, পায়ের চেটোতে জ্বালাভাব শুরু হয়। পায়ে সামান্য আঘাত থেকেও বড় রোগ তৈরি হয়ে যায়। এরপর যদি সংক্রমণ বেড়ে যায় পায়ের আঙুলও বাদ দিতে হয়।

সুগার যদি বেড়ে যায় তাহলে নার্ভের সমস্যা দেখা দিতে পারে। বেশির ভাগ ক্ষেত্রে এই ধরনের উপসর্গগুলো পায়ে লক্ষ্য করা যায়। একে ডায়াবেটিক ফুট বলা হয়। এই ক্ষেত্রে পা ঝিনঝিন করে, পায়ের চেটোতে জ্বালাভাব শুরু হয়। পায়ে সামান্য আঘাত থেকেও বড় রোগ তৈরি হয়ে যায়। এরপর যদি সংক্রমণ বেড়ে যায় পায়ের আঙুলও বাদ দিতে হয়।

2 / 6
ডায়াবেটিস শরীরে একবার বাসা বাঁধলে সারা দেহে প্রদাহ তৈরি হয়। এই প্রদাহ হার্টের ওপর প্রভাব ফেলে। হার্টের রক্তনালী ব্লক হয়ে যায় এই কারণে। আর এই অবস্থার জন্য হার্টের ওপর প্রভাব পড়েই। এই ক্ষেত্রে হার্ট অ্যাটাক হওয়া খুব স্বাভাবিক একটা বিষয়।

ডায়াবেটিস শরীরে একবার বাসা বাঁধলে সারা দেহে প্রদাহ তৈরি হয়। এই প্রদাহ হার্টের ওপর প্রভাব ফেলে। হার্টের রক্তনালী ব্লক হয়ে যায় এই কারণে। আর এই অবস্থার জন্য হার্টের ওপর প্রভাব পড়েই। এই ক্ষেত্রে হার্ট অ্যাটাক হওয়া খুব স্বাভাবিক একটা বিষয়।

3 / 6
ডায়াবেটিস থাকলে কিডনির সমস্যা দেখা দেয়। চিকিৎসকদের মতে, ক্রনিক কিডনি ডিজিজের প্রধান কারণ হল ডায়াবেটিস। ডায়াবেটিস আরেকটি উপসর্গ হল প্রস্রাবে ফেনা হওয়া। এই উপসর্গই জানান দেয় সুগারের।

ডায়াবেটিস থাকলে কিডনির সমস্যা দেখা দেয়। চিকিৎসকদের মতে, ক্রনিক কিডনি ডিজিজের প্রধান কারণ হল ডায়াবেটিস। ডায়াবেটিস আরেকটি উপসর্গ হল প্রস্রাবে ফেনা হওয়া। এই উপসর্গই জানান দেয় সুগারের।

4 / 6
ডায়াবেটিসের সমস্যা থাকলে চোখেও তার প্রভাব পড়ে। মূলত, রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে তা চোখের ভিতরে রেটিনার সমস্যা বাড়িয়ে তোলে। এতে রেটিনার রক্তনালীতে রক্ত জমে যায়। এতে দৃষ্টিশক্তি কমে যায়।

ডায়াবেটিসের সমস্যা থাকলে চোখেও তার প্রভাব পড়ে। মূলত, রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে তা চোখের ভিতরে রেটিনার সমস্যা বাড়িয়ে তোলে। এতে রেটিনার রক্তনালীতে রক্ত জমে যায়। এতে দৃষ্টিশক্তি কমে যায়।

5 / 6
ডায়াবেটিসের সমস্যাকে নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত সুগার চেক করান। নিয়মিত শরীরচর্চা করুন। ডায়েটের দিকেও বিশেষ নজর দিন। ফাইবার যুক্ত খাবার বেশি করে খান। তবেই বশে থাকবে রক্তে শর্করার মাত্রা।

ডায়াবেটিসের সমস্যাকে নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত সুগার চেক করান। নিয়মিত শরীরচর্চা করুন। ডায়েটের দিকেও বিশেষ নজর দিন। ফাইবার যুক্ত খাবার বেশি করে খান। তবেই বশে থাকবে রক্তে শর্করার মাত্রা।

6 / 6
Follow Us: