কোভিড ১৯ মানব শরীরে একাধিক ক্ষতি ডেকে এনেছে। যার মধ্যে অন্যতম হল কম খাওয়ার প্রবণতা বা Eating Disorders।
কিশোর বয়সে অনেক সময় এই প্রবণতা দেখতে পাওয়া যায়। যা অ্যানোরেক্সিয়া নারভোসা, বুলিমিয়ার মতো সমস্য়া ডেকে আনে।
সমীক্ষা বলছে কোভিড ১৯ এর ফলে নাকি কিশোরদের মধ্যে এই সমস্যা বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ।
এটি অত্যন্ত চিন্তার বিষয়। কারণ দীর্ঘদিন একই জিনিস চললে এর ফল মারাত্নক হতে পারে। এর
এর সঠিক কারণ এখনও খুঁজে পাওয়া সম্ভব হয়নি। তবে মনে করা হয়, ওজন নিয়ন্ত্রণের জন্যই মূলত এর প্রবণতা দেখা যায়।
খাবারে অরুচি দেখা যায়। বাব-মায়েদের উচিত এই ব্যাপারে সন্তানদের না বকে তাদের সমস্যা সম্পর্কে জানার।
কিশোরদের মধ্যে এই রোগের পরিমাণ কমাতে এই ব্য়াপারে খোলামেলা আলোচনা প্রয়োজন। নইলে বিপদ আরও বাড়বে।