শুরু হয়ে গিয়েছে পবিত্র রমজান মাস। এই রমজানে রেস্তোরাঁর মতো মোগলাই পদ নার্গিস কোফতা বানিয়ে ফেলুন এই উপায়ে...
এই কোফতা বানাতে লাগবে মুরগীর মাংস, দুই চা-চামচ আদা বাটা ও কুচো ধনেপাতা। পরিমাণ মতো কাঁচা লঙ্কা। তিনটে মাঝারি আকারের পেঁয়াজ।
এছাড়াও লাগবে দু'প্যাকেট কাবাব মশলা ও পাঁউরুটি। এবং ডিম ও কিছুটা ধনেপাতা ও সোয়াবিন।
প্রথমেই মাংসের কিমা, পেঁয়াজ বাটা, আদা বাটার সঙ্গে ফেটানো ডিমকে ভালভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এতে ভিজিয়ে রাখা পাঁউরুটি ও সোয়াবিন যোগ করতে হবে।
এরপর হাতের তালুতে সেদ্ধ করে রাখা ডিম নিয়ে তার চারপাশে মাংসের মিশ্রণটিকে লাগিয়ে নিতে হবে।
এইবার কড়াই-এর তেল গরম হলেই ডিমগুলিকে ভালভাবে ভেজে নিন। ডিমগুলি ভাজা হয়ে গেলে কড়াই থেকে তুলে লম্বালম্বি ভাবে কেটে নিতে হবে।
কড়াই-এ ফের তেল গরম করে তাতে কেটে রাখা পেঁয়াজ দিন, টমেটো পিউরি এবং একটু গরম মশলা ও স্বাদ মতো নুন মিষ্টি যোগ করে ভাল করে মিশিয়ে নিন।
গ্রেভি ঘন হলে একটি পাত্রে ঢেলে উপর থেকে ভেজে রাখা ডিম গুলি দিয়ে পরিবেশন করুন গরমগরম নার্গিস কোফতা।