Stellar Pizza: ৪৫ সেকেন্ডেই পিৎজ়া রেডি! রোবট মেশিন তৈরি করলেন এলন মাস্কের কোম্পানির প্রাক্তন তিন ইঞ্জিনিয়ার

Robot Restaurant: রোবট রেস্তরাঁ খুলে ফেললেন স্পেসএক্স-এর ৩ প্রাক্তন ইঞ্জিনিয়ার। সেই রেস্তরাঁয় রয়েছে এমনই একটি মেশিন যা প্রতি ৪৫ সেকেন্ডে একটি করে নতুন পিৎজ়া তৈরি করতে পারে। কী ভাবে সেই মেশিনে পিৎজ়া তৈরি করা হয়? প্রথমেই বাড়িতে তৈরি করা ময়দার একটি তাল মেশিনে দিয়ে দেওয়া হয়। তার পরে মেশিন চালু হলে চাপেই সেই ময়দার ডো পিৎজ়ার আকার ধারণ করবে। আর সেই রাউন্ড শেপ এক বার তৈরি হয়ে গেলেই তার উপরে পড়তে থাকে পিৎজার সমস্ত ইনগ্রেডিয়েন্টস। এই রোবট মেশিন সম্পর্কে যাবতীয় জরুরি তথ্য জেনে নিন।

| Edited By: | Updated on: Dec 27, 2021 | 8:06 PM
সেই রোবটিক রেস্তরাঁর নাম স্টেলার পিৎজ়া। ২০২২ সালের গ্রীষ্মেই লস অ্যাঞ্জেলসে এই রোবটিক রেস্তরাঁ আনুষ্ঠানিক ভাবে খুলে যাবে। প্রতি ৪৫ সেকেন্ডে একটি করে পিৎজ়া তৈরি করতে পারবে স্টেলার পিৎজ়া।

সেই রোবটিক রেস্তরাঁর নাম স্টেলার পিৎজ়া। ২০২২ সালের গ্রীষ্মেই লস অ্যাঞ্জেলসে এই রোবটিক রেস্তরাঁ আনুষ্ঠানিক ভাবে খুলে যাবে। প্রতি ৪৫ সেকেন্ডে একটি করে পিৎজ়া তৈরি করতে পারবে স্টেলার পিৎজ়া।

1 / 8
২০১৯ সালে স্টেলার পিৎজ়া নামক সংস্থাটি তৈরি করেন স্পেস এক্স-এর তিন ইঞ্জিনিয়ার। তাঁরা হলেন, বেনসন সাই, ব্রায়ান ল্যাঙ্গন এবং জেমস ওয়াহাবিসান।

২০১৯ সালে স্টেলার পিৎজ়া নামক সংস্থাটি তৈরি করেন স্পেস এক্স-এর তিন ইঞ্জিনিয়ার। তাঁরা হলেন, বেনসন সাই, ব্রায়ান ল্যাঙ্গন এবং জেমস ওয়াহাবিসান।

2 / 8
স্টেলার পিৎজ়ার সিইও বেনসন সাই এলন মাস্কের স্পেসএক্স-এ পাঁচ বছর চাকরি করেছিলেন। সেখানে রকেট এবং স্যাটেলাইটের অ্যাডভান্সড সিস্টেম তৈরি করেছিলেন তিনি।

স্টেলার পিৎজ়ার সিইও বেনসন সাই এলন মাস্কের স্পেসএক্স-এ পাঁচ বছর চাকরি করেছিলেন। সেখানে রকেট এবং স্যাটেলাইটের অ্যাডভান্সড সিস্টেম তৈরি করেছিলেন তিনি।

3 / 8
পরবর্তীতে স্পেসএক্স-এর আরও ২৩ জন কর্মচারীর সাহায্যে একটি অটোমেটিক, টাচলেস পিৎজ়া-মেকিং মেশিন তৈরি করেন বেনসন সাই। একটি ট্রাকের পিছনে রাখা হতে সেই মেশিন। আর ট্রাকটি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে পিৎজ়া বিক্রি করত।

পরবর্তীতে স্পেসএক্স-এর আরও ২৩ জন কর্মচারীর সাহায্যে একটি অটোমেটিক, টাচলেস পিৎজ়া-মেকিং মেশিন তৈরি করেন বেনসন সাই। একটি ট্রাকের পিছনে রাখা হতে সেই মেশিন। আর ট্রাকটি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে পিৎজ়া বিক্রি করত।

4 / 8
স্টেলার পিৎজ়ার এই রোবটিক মেশিন মাত্র ৫ মিনিটের ব্যবধানে পিৎজ়ার উপরের অংশ তৈরি করতে পারে, বেকও করতে পারে।

স্টেলার পিৎজ়ার এই রোবটিক মেশিন মাত্র ৫ মিনিটের ব্যবধানে পিৎজ়ার উপরের অংশ তৈরি করতে পারে, বেকও করতে পারে।

5 / 8
স্টেলার পিৎজার একজন কর্মচারী স্পেসএক্স-এর প্রাক্তন শেফ। টেড সিজ়মা নামের সেই শেফ রকেট কোম্পানির ফুড সার্ভিস প্রোগ্রাম চালু করেছিলেন।

স্টেলার পিৎজার একজন কর্মচারী স্পেসএক্স-এর প্রাক্তন শেফ। টেড সিজ়মা নামের সেই শেফ রকেট কোম্পানির ফুড সার্ভিস প্রোগ্রাম চালু করেছিলেন।

6 / 8
পরে এই সিজ়মা একজন পিৎজ়া কনসালট্যান্টের সঙ্গে গাঁটছড়া বাঁধেন যার নাম নোয়েল ব্রোহনার। কম সময়ে হাই-কোয়ালিটির এবং সস্তার পিৎজ়া তৈরি করতেই দুজনের এই পার্টনারশিপ।

পরে এই সিজ়মা একজন পিৎজ়া কনসালট্যান্টের সঙ্গে গাঁটছড়া বাঁধেন যার নাম নোয়েল ব্রোহনার। কম সময়ে হাই-কোয়ালিটির এবং সস্তার পিৎজ়া তৈরি করতেই দুজনের এই পার্টনারশিপ।

7 / 8
পেপ্পেরনি বা সুপ্রিম পিৎজ়া অফার করে থাকে এই সংস্থা। পাশাপাশি আবার কাস্টমাররা ফ্রেশ টপিংস যেমন, পেঁয়াজ, বেকন, চিকেন, অলিভস ইত্যাদি দিয়ে নিজেদের পছন্দসই পিৎজ়া তৈরিও করে নিতে পারেন।

পেপ্পেরনি বা সুপ্রিম পিৎজ়া অফার করে থাকে এই সংস্থা। পাশাপাশি আবার কাস্টমাররা ফ্রেশ টপিংস যেমন, পেঁয়াজ, বেকন, চিকেন, অলিভস ইত্যাদি দিয়ে নিজেদের পছন্দসই পিৎজ়া তৈরিও করে নিতে পারেন।

8 / 8
Follow Us: