Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Television Actors Second Marriage: প্রথম নয়, দ্বিতীয়তেই পেয়েছেন সঠিক জীবনসঙ্গী টেলিভিশনের এই তরকারা

Television Actors Second Marriage: ‘রব নে বনা দি জোড়ি’, কিন্তু সেটা প্রথম নাও হতে পারে। যেমন টেলিভশনের অনেক তারকা দ্বিতীয় বিয়েতে নিজের ‘সোলমেট’কে খুঁজে পেয়েছেন।

| Edited By: | Updated on: Aug 01, 2022 | 7:10 AM
সমীর সোনি। নাম শুনলে ৮০ দশকের যে কারও প্রথমেই মনে আসবে ‘সমুনদর’ ধারাবাহিকের কথা। তাঁর প্রথম বিয়ে ছিল মডেল রাজলক্ষ্মী কানভিলকরের সঙ্গে। কিন্তু বিয়ের এক বছরের মধ্যে ভেঙে যায় সেই বিয়ে। পরে তিনি বিয়ে করেন ৬ বছরের বড় অভিনেত্রী নীলমকে। অভিনেত্রীরও এটা দ্বিতীয় বিয়ে। দুইজনেই দ্বিতীয় বিয়েতে নিজেদের মনের মত জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন। তাঁরা এক পালিত কন্যার বাবা-মা।

সমীর সোনি। নাম শুনলে ৮০ দশকের যে কারও প্রথমেই মনে আসবে ‘সমুনদর’ ধারাবাহিকের কথা। তাঁর প্রথম বিয়ে ছিল মডেল রাজলক্ষ্মী কানভিলকরের সঙ্গে। কিন্তু বিয়ের এক বছরের মধ্যে ভেঙে যায় সেই বিয়ে। পরে তিনি বিয়ে করেন ৬ বছরের বড় অভিনেত্রী নীলমকে। অভিনেত্রীরও এটা দ্বিতীয় বিয়ে। দুইজনেই দ্বিতীয় বিয়েতে নিজেদের মনের মত জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন। তাঁরা এক পালিত কন্যার বাবা-মা।

1 / 6
অর্চনা পূরণ সিং। কপিল শর্মার কমেডি শোয়ের বিচারক। এছাড়াও টেলিভিশনের অনেক কমেডি শোয়ের সঙ্গে যুক্ত থেকেছেন কখনও না কখনও। বয়সে অনেকটা ছোট পরমীত শেট্টিকে বিয়ের আগে আর একটি বিয়ে করেন। কিন্তু সেই বিয়ে টেকেনি। পরমীতের সঙ্গে তিনি হ্যাপিলি ম্যারেড। তাঁদের দুই ছেলেও রয়েছে।

অর্চনা পূরণ সিং। কপিল শর্মার কমেডি শোয়ের বিচারক। এছাড়াও টেলিভিশনের অনেক কমেডি শোয়ের সঙ্গে যুক্ত থেকেছেন কখনও না কখনও। বয়সে অনেকটা ছোট পরমীত শেট্টিকে বিয়ের আগে আর একটি বিয়ে করেন। কিন্তু সেই বিয়ে টেকেনি। পরমীতের সঙ্গে তিনি হ্যাপিলি ম্যারেড। তাঁদের দুই ছেলেও রয়েছে।

2 / 6
সুস্মিতা সেনের ভাই রাজীব সেনের সঙ্গে দ্বিতীয় বিয়েটাও ভাঙতে চলেছে টেলিভিশনের জনপ্রিয় মুখ চারু আসোপার। সহ অভিনেতা নীরজ মালব্যর সঙ্গে প্রথম বিয়েও তাঁর টেকেনি। রাজীবের দাবি তিনি চারুর প্রথম বিয়ের কথা জানতেন না। বিশ্বাসভঙ্গের কারণেই তাঁদের মধ্যে সমস্যা শুরু।

সুস্মিতা সেনের ভাই রাজীব সেনের সঙ্গে দ্বিতীয় বিয়েটাও ভাঙতে চলেছে টেলিভিশনের জনপ্রিয় মুখ চারু আসোপার। সহ অভিনেতা নীরজ মালব্যর সঙ্গে প্রথম বিয়েও তাঁর টেকেনি। রাজীবের দাবি তিনি চারুর প্রথম বিয়ের কথা জানতেন না। বিশ্বাসভঙ্গের কারণেই তাঁদের মধ্যে সমস্যা শুরু।

3 / 6
হিতেন তেজওয়ানি টেলিভিশনের জনপ্রিয় তারকা। তিনি তাঁর ‘কুটুম্ব’ মেগা ধারাবাহিকের সহঅভিনেত্রী গৌরি প্রধানকে বিয়ে করেন। তবে এই বিয়ের আগেও তাঁর একটি বিয়ে ছিল। কিন্তু সেই বিয়ে টেকেনি। শুধু তাই নয়, খুব দুঃখজনক ছিল সেই বিয়ে।

হিতেন তেজওয়ানি টেলিভিশনের জনপ্রিয় তারকা। তিনি তাঁর ‘কুটুম্ব’ মেগা ধারাবাহিকের সহঅভিনেত্রী গৌরি প্রধানকে বিয়ে করেন। তবে এই বিয়ের আগেও তাঁর একটি বিয়ে ছিল। কিন্তু সেই বিয়ে টেকেনি। শুধু তাই নয়, খুব দুঃখজনক ছিল সেই বিয়ে।

4 / 6
বিগ বস খ্যাত কিথ সিকুইরা ২০১১ সালে অভিনেত্রী সংযুক্তা সিংকে বিয়ে করেছিলেন। একই বছরে এই দম্পতি আলাদা হয়ে যায়। পরে তিনি রোচেল রাওয়ের প্রেমে পড়েন এবং তাঁরা ২০১৮ সালে গাঁটছড়া বাঁধেন।

বিগ বস খ্যাত কিথ সিকুইরা ২০১১ সালে অভিনেত্রী সংযুক্তা সিংকে বিয়ে করেছিলেন। একই বছরে এই দম্পতি আলাদা হয়ে যায়। পরে তিনি রোচেল রাওয়ের প্রেমে পড়েন এবং তাঁরা ২০১৮ সালে গাঁটছড়া বাঁধেন।

5 / 6
বিগ বস জয়ী দীপিকা কাকার ২০১১ সালে রৌনক স্যামসনকে বিয়ে করেছিলেন, কিন্তু তাঁরা ২০১৫ সালে আলাদা হয়ে যায়। তিনি পরে তাঁর ‘সাসুরাল সিমার কা’ সহ-অভিনেতা শোয়েব ইব্রাহিমের প্রেমে পড়েন এবং ২০১৮ সালে বিয়ে করেন।

বিগ বস জয়ী দীপিকা কাকার ২০১১ সালে রৌনক স্যামসনকে বিয়ে করেছিলেন, কিন্তু তাঁরা ২০১৫ সালে আলাদা হয়ে যায়। তিনি পরে তাঁর ‘সাসুরাল সিমার কা’ সহ-অভিনেতা শোয়েব ইব্রাহিমের প্রেমে পড়েন এবং ২০১৮ সালে বিয়ে করেন।

6 / 6
Follow Us: