নয়া দিল্লি: বর্তমানের ব্যস্ত জীবনে অত্যন্ত প্রয়োজনীয় স্বাস্থ্যবিমা। ব্যস্ত জীবনে কখন বিপদ নেমে আসে, তা কেউ জানে না। সেই কারণেই সকলের স্বাস্থ্যবিমা খুব জরুরি। কিন্তু খরচের ভয়ে অনেকেই স্বাস্থ্যবিমা করান না। তবে এবার আপনার জন্য রয়েছে সুখবর। কমতে পারে স্বাস্থ্যবিমার খরচ।
সূত্রের খবর, জিএসটি কাউন্সিলের বৈঠকেই স্বাস্থ্যবিমার উপরে জিএসটি কমানোর সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে। আগামী ১৭ ডিসেম্বর ৪৮তম জিএসটি কাউন্সিলের বৈঠক রয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নেতৃত্বেই জিএসটি কাউন্সিলের বৈঠক হবে। সেখানেই স্বাস্থ্যবিমার উপরে জিএসটি কমানোর প্রস্তাব দেওয়া হবে।
বর্তমানে স্বাস্থ্যবিমার উপরে ১৮ শতাংশ জিএসটি রয়েছে। ৪৮ তম জিএসটি কাউন্সিলের বৈঠকে এই করের হার ১৮ শতাংশ থেকে কমিয়ে ১২ শতাংশ করার প্রস্তাব দেওয়া হতে পারে।
সূত্রের খবর, জিএসটি কাউন্সিলের বৈঠকে ক্যাসিনো, অনলাইন গেমিং, ঘোড়ার দৌড়ের উপরে জিএসটি বসানো নিয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে। কেন্দ্রীয় সূত্রে খবর, অনলাইন গেমিংয়ের ক্ষেত্রে ২৮ শতাংশ জিএসটি বসানো হতে পারে।
তবে শুধুমাত্র গেমিং পোর্টালে লগ ইন করার জন্য নাকি গেম খেলা সহ যাবতীয় আর্থিক লেনদেনের ক্ষেত্রে জিএসটি বসানো হবে, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। বর্তমানে অনলাইন গেমিংয়ের উপরে ১৮ শতাংশ জিএসটি নেওয়া হয়। এটা গেমিংয়ের মোট আয়ের উপরে বসানো হয়।
পাশাপাশি ভারতে ক্রিপ্টোকারেন্সির উপরে জিএসটি বসানো হবে কি না, সে বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে।