গুলজারের কন্যা পরিচালক মেঘনা বলেছেন, তাঁর বাবার মধ্যে এমন একটি দিক আছে, যা নারীদের দুঃখ-যন্ত্রণা অনুভব করতে পারে। বাবা নাকি তাঁকে ছোট থেকে মায়ের স্নেহে বড় করেছেন। মাথার চুল আঁছড়ে দিতেন গুলজার, জুতোর ফিতে বেঁধে দিতেন মেয়ের, স্কুল ছুটির পর তাঁকে বাড়ি নিয়ে আসতেন। কারও উপর উঁচু গলায় কথা বলেন না আজও। মেঘনা জানিয়েছেন, বাবা-মা একসঙ্গে থাকেন না ঠিকই, কিন্তু তাঁদের আইনীভাবে কোনওদিনও ছাড়াছাড়ি হয়নি।