Weight Loss Diet: ডায়েট না মেনে কেবল এই সবজি রোজ খান, তরতরিয়ে কমবে ওজন
Weight Loss Tips: কেবল পক্স-বসন্ত নয়, ওজন কমাতেও কার্যকরী ভূমিকা নেয় সজনে ডাঁটা ও পাতা। সজনে ডাঁটায় প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, যা হজম করাতে সাহায্য করে এবং অতিরিক্ত ক্ষিধে নিয়ন্ত্রণ করে। তাই ওজন নিয়ন্ত্রণে আনতে রোজ পাতে রাখুন এই সবজি। ডায়াবেটিস ও কোলেস্টেরল কমাতেও সাহায্য করে এই সবজি।
Most Read Stories