দিনে ১৪ ঘণ্টা স্ক্রিনে চোখে রেখে কাটে? ড্রাই আইজ়ের সমস্যা এড়াতে যা কিছু খাবেন
Zinc Rich food for Eye Health: দিনের বেশিরভাগ সময় কাটে স্ক্রিনের উপর চোখ রেখে। কখনও মোবাইলের স্ক্রিন আবার কখনও ল্যাপটপ কিংবা টিভি। দীর্ঘক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে চোখের উপর চাপ পড়ে। চোখকে ভাল রাখলে গেলে স্ক্রিন থেকে 'ব্রেক' নিতে হবে। আর সঠিক খাবার খেতে হবে।
Most Read Stories