শরীরে হঠাৎ লাল আঁচিল? ক্যানসার নয় তো!

Melanoma Cancer: শরীরের বিভিন্ন জায়গায় আঁচিল আছে? আর তা দিনের পর দিন বেড়েই চলেছে। তা সত্ত্বেও একটুও সচেতন হচ্ছেন না। কিন্তু এই আঁচিলই আপনার জীবনে বিরাট বিপদ ডেকে আনতে পারে। এক নতুন গবেষণা অনুযায়ী, আঁচিল বা তিলের আকার আর চেহারায় যদি পরিবর্তন আসতে থাকে, তাহলে তা ক্যানসার হওয়ার সম্ভাবনাও হতে পারে।

| Updated on: Mar 12, 2024 | 11:31 AM
শরীরের বিভিন্ন জায়গায় আঁচিল আছে? আর তা দিনের পর দিন বেড়েই চলেছে। তা সত্ত্বেও একটুও সচেতন হচ্ছেন না। কিন্তু এই আঁচিলই আপনার জীবনে বিরাট বিপদ ডেকে আনতে পারে।

শরীরের বিভিন্ন জায়গায় আঁচিল আছে? আর তা দিনের পর দিন বেড়েই চলেছে। তা সত্ত্বেও একটুও সচেতন হচ্ছেন না। কিন্তু এই আঁচিলই আপনার জীবনে বিরাট বিপদ ডেকে আনতে পারে।

1 / 8
এক নতুন গবেষণা অনুযায়ী, আঁচিল বা তিলের আকার আর চেহারায় যদি পরিবর্তন আসতে থাকে, তাহলে তা ক্যানসার হওয়ার সম্ভাবনাও হতে পারে।

এক নতুন গবেষণা অনুযায়ী, আঁচিল বা তিলের আকার আর চেহারায় যদি পরিবর্তন আসতে থাকে, তাহলে তা ক্যানসার হওয়ার সম্ভাবনাও হতে পারে।

2 / 8
তাই এবার থেকে যদি শরীরে হঠাৎ করে কোনও আঁচিল বা তিল দেখেন, তাহলে সতর্ক হোন। গবেষণায় দেখা গিয়েছে, যখন ত্বকের ক্যানসার হয় তখন আঁচিলের রং পরিবর্তন হয়। একে মেলানোমা ক্যানসার বলে।

তাই এবার থেকে যদি শরীরে হঠাৎ করে কোনও আঁচিল বা তিল দেখেন, তাহলে সতর্ক হোন। গবেষণায় দেখা গিয়েছে, যখন ত্বকের ক্যানসার হয় তখন আঁচিলের রং পরিবর্তন হয়। একে মেলানোমা ক্যানসার বলে।

3 / 8
সেই গবেষণায় বলা হয়েছে, প্রাথমিক পর্যায়ে এই পরিবর্তনের দিকেই মনোযোগ দেওয়া উচিত। তাহলে তখনই ত্বকের ক্যানসারের সম্পূর্ণ চিকিৎসা সম্ভব।

সেই গবেষণায় বলা হয়েছে, প্রাথমিক পর্যায়ে এই পরিবর্তনের দিকেই মনোযোগ দেওয়া উচিত। তাহলে তখনই ত্বকের ক্যানসারের সম্পূর্ণ চিকিৎসা সম্ভব।

4 / 8
তথ্য অনুযায়ী, শরীরের যেসব অংশে সূর্যের আলো বেশি থাকে সেখানে মেলানোমা ক্যানসার শুরু হয়। অতএব, শরীরের এই অংশগুলিতে উপস্থিত তিলের দিকে বিশেষ মনোযোগ দেওয়া দরকার।

তথ্য অনুযায়ী, শরীরের যেসব অংশে সূর্যের আলো বেশি থাকে সেখানে মেলানোমা ক্যানসার শুরু হয়। অতএব, শরীরের এই অংশগুলিতে উপস্থিত তিলের দিকে বিশেষ মনোযোগ দেওয়া দরকার।

5 / 8
মেলানোমা ক্যানসারে আঁচিলের উপর কী কী লক্ষণ দেখা যায়? যখন শরীরে আঁচিলের আকার ও রূপ পরিবর্তিত হয়, তখন একে মেলানোমা ক্যান্সার বলে।

মেলানোমা ক্যানসারে আঁচিলের উপর কী কী লক্ষণ দেখা যায়? যখন শরীরে আঁচিলের আকার ও রূপ পরিবর্তিত হয়, তখন একে মেলানোমা ক্যান্সার বলে।

6 / 8
যখন শরীরে উপস্থিত আঁচিলের রং পরিবর্তন হতে শুরু করে, তখনই ডাক্তার দেখিয়ে নিন। যদি দেখেন আপনার শরীরের তিল বা আঁচিল লাল রং হয়ে যাচ্ছে, তাহলে সতর্ক হোন।

যখন শরীরে উপস্থিত আঁচিলের রং পরিবর্তন হতে শুরু করে, তখনই ডাক্তার দেখিয়ে নিন। যদি দেখেন আপনার শরীরের তিল বা আঁচিল লাল রং হয়ে যাচ্ছে, তাহলে সতর্ক হোন।

7 / 8
একটা সময় পরে আঁচিলের চুলকানি ও রক্তপাত শুরু হয়। যদি ক্যনসার হয়ে থাকে তাহলে আঁচিলের চুলকানির পাশাপাশি অনেক সময় রক্তপাতও হয়।

একটা সময় পরে আঁচিলের চুলকানি ও রক্তপাত শুরু হয়। যদি ক্যনসার হয়ে থাকে তাহলে আঁচিলের চুলকানির পাশাপাশি অনেক সময় রক্তপাতও হয়।

8 / 8
Follow Us: