সরকারি কর্মীরা অবসরের পর নিশ্চিত থাকলেও, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকেন বেসরকারি সংস্থায় কর্মরত কর্মীরা। তাদের ক্ষেত্রে পিএফ অ্যাকাউন্টের পাশাপাশি অন্যান্য বিনিয়োগই ভরসা হয়। একাধিক বিনিয়োগের সুযোগ রয়েছে বর্তমানে, যা অবসরের পর বা দীর্ঘ মেয়াদে ভাল রিটার্ন দেয়।
তবে বিনিয়োগের ক্ষেত্রে অন্যতম সুরক্ষিত ও লাভজনক বিনিয়োগ প্রকল্প হল ন্যাশনাল পেনশন সিস্টেম। আপনি যদি নিজের বেতনের একটি অংশ এই প্রকল্পে বিনিয়োগ করেন, তবে অবসরের পর মোটা অঙ্কে রিটার্ন পেতে পারেন।
যদি আপনি অবসরের পর মাসিক ৭৫ হাজার টাকা পেনশন পেতে চান, তবে আপনাকে মাসিক ১০ হাজার টাকা করে বিনিয়োগ করতে হবে। এনপিএসে বিনিয়োগের চারটি ভাগ রয়েছে, এগুলি হল ইক্য়ুয়িটি, কর্পোরেট ডেবট, গভার্নেন্স বন্ড ও অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড। একজন বিনিয়োগকারী দুইভাবে বিনিয়োগ করতে পারেন, অ্য়াকটিভ ও অটো চয়েস।
এই বিনিয়োগে পিপিএফ বা ফিক্সড ডিপোজিটের তুলনায় অধিক রিটার্ন পাওয়া যায়। তবে বিনিয়োগের মেয়াদ পূরণের পর বিনিয়োগকারী একসঙ্গে সম্পূর্ণ টাকা তুলে নিতে পারবেন না, তাকে মোট মূলধনের ৪০ শতাংশ কোনও জীবন বিমা প্রকল্পে বিনিয়োগ করতে হবে।
অবসরের পর মাসিক ৭৫ হাজার টাকা পেনশনের জন্য মোট ৩.৮ কোটি টাকা থাকতে হবে এনপিএস অ্যাকাউন্টে। এরজন্য আপনাকে ২৫ বছর বয়স থেকেই মাসিক ১০ হাজার টাকা করে বিনিয়োগ করতে হবে।
এতে ৬০ বছর বয়সে আপনার বিনিয়োগের মেয়াদ পূরণ হওয়ার পর আপনি মাসিক ৭৬ হাজার ৫৬৬ টাকা পাবেন।