Virat Kohli: আইপিএলের ইতিহাসে বিরাট কোহলির ৫ সেরা মুহূর্ত, দেখে নিন ছবিতে

রানমেশিন নামে ডাকা হয় বিরাট কোহলিকে (Virat Kohli)। তবে ভারতের ও আরসিবির প্রাক্তন অধিনায়ক বিরাটের ব্যাটে এখন রানের খরা চলছে। চলতি আইপিএলে বিরাটের ব্যাট জ্বলে উঠছে না। তবে আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি রান সংগ্রহকারী ক্রিকেটার কিন্তু বিরাট কোহলি। তাঁর ঝুলিতে রয়েছে ২১৪টি ম্যাচে মোট ৬৪০২ আইপিএল রান। ছবিতে দেখে নিন আইপিএলের ইতিহাসে বিরাট কোহলির ৫ সেরা মুহূর্ত

| Edited By: | Updated on: Apr 21, 2022 | 9:30 AM
দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে বোলার বিরাট - ২০০৮ সালে ঘুরে গেলে দেখা যাবে সে বছর দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে এক ম্যাচে ৩.৪ ওভার হাত ঘুরিয়ে ২৫ রানের বিনিময়ে ২টি উইকেট তুলে নিয়েছিলেন বিরাট কোহলি। ওই ম্যাচে ৫ উইকেটে জিতেছিল আরসিবি।

দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে বোলার বিরাট - ২০০৮ সালে ঘুরে গেলে দেখা যাবে সে বছর দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে এক ম্যাচে ৩.৪ ওভার হাত ঘুরিয়ে ২৫ রানের বিনিময়ে ২টি উইকেট তুলে নিয়েছিলেন বিরাট কোহলি। ওই ম্যাচে ৫ উইকেটে জিতেছিল আরসিবি।

1 / 5
ক্রিস গেইলের সঙ্গে কোহলির ২০৪ রানের পার্টনারশিপ - ২০১২ সালে, দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে বিরাট কোহলি এবং ক্রিস গেইল এক ভয়ঙ্কর ২০৪ রানের জুটি গড়েন। এই জুটি আরসিবিকে ২১৫ রানে পৌঁছে দেয়। এবং ২১ রানে সেই ম্যাচে জেতে আরসিনি। ৫৩ বলে ৭৩ রান করে অপরাজিত থাকেন কোহলি।

ক্রিস গেইলের সঙ্গে কোহলির ২০৪ রানের পার্টনারশিপ - ২০১২ সালে, দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে বিরাট কোহলি এবং ক্রিস গেইল এক ভয়ঙ্কর ২০৪ রানের জুটি গড়েন। এই জুটি আরসিবিকে ২১৫ রানে পৌঁছে দেয়। এবং ২১ রানে সেই ম্যাচে জেতে আরসিনি। ৫৩ বলে ৭৩ রান করে অপরাজিত থাকেন কোহলি।

2 / 5
২০১৩ সালে হায়দরাবাদের বিরুদ্ধে কোহলির ৯৩ রানের অপরাজিত ইনিংস - বিরাট কোহলির একাধিক নজরকাড়া আইপিএলের ইনিংসের অন্যতম হল ২০১৩ সালে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে করা ৪৭ বলে ৯৩ রানের অপরাজিত ইনিংসটা চর্চায় উঠে আসেই। ১১টি চার ও ৪টি ছয় দিয়ে এই ইনিংস সাজিয়েছিলেন রান মেশিন কোহলি। তাঁর দাপটেই ১৪ বল বাকি থাকতেই কাঙ্খিত জয় তুলে নেয় দিল্লি।

২০১৩ সালে হায়দরাবাদের বিরুদ্ধে কোহলির ৯৩ রানের অপরাজিত ইনিংস - বিরাট কোহলির একাধিক নজরকাড়া আইপিএলের ইনিংসের অন্যতম হল ২০১৩ সালে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে করা ৪৭ বলে ৯৩ রানের অপরাজিত ইনিংসটা চর্চায় উঠে আসেই। ১১টি চার ও ৪টি ছয় দিয়ে এই ইনিংস সাজিয়েছিলেন রান মেশিন কোহলি। তাঁর দাপটেই ১৪ বল বাকি থাকতেই কাঙ্খিত জয় তুলে নেয় দিল্লি।

3 / 5
আরসিবির অধিনায়কের দায়িত্ব পাওয়া বিরাট - ২০১৩ সালে বিরাট কোহলির কাঁধে আরসিবির দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল। রান মেশিন দেশের হয়ে একাধিক ট্রফি জেতালেও আরসিবিকে কখনও আইপিএলের ট্রফি জয়ের স্বাদ দিতে পারেননি। ২০২১ সাল অবধি বিরাট আরসিবির অধিনায়কের ভূমিকা পালন করেছিলেন।

আরসিবির অধিনায়কের দায়িত্ব পাওয়া বিরাট - ২০১৩ সালে বিরাট কোহলির কাঁধে আরসিবির দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল। রান মেশিন দেশের হয়ে একাধিক ট্রফি জেতালেও আরসিবিকে কখনও আইপিএলের ট্রফি জয়ের স্বাদ দিতে পারেননি। ২০২১ সাল অবধি বিরাট আরসিবির অধিনায়কের ভূমিকা পালন করেছিলেন।

4 / 5
২০১০ সালে ডেকান চার্জার্সের বিরুদ্ধে বিরাটের ৩৫ বলে ৫৮ রান - রান মেশিন কোহলি একাধিক ম্যাচ জিতিয়েছেন আরসিবিকে। তবে এমন বেশ কয়েকটা ম্যাচও রয়েছে যেখানে ভিকের ব্যাট জ্বলে উঠলেও জয় পায়নি আরসিবি। তেমনই একটা ম্যাচ হল ২০১০ সালে ডেকান চার্জার্সের বিরুদ্ধে। সেই ম্যাচে ৩৫ বলে ৫৮ রান করেছিলেন বিরাট, তবে ডেকানরা ৭ উইকেটে জিতে নেয় ওই ম্যাচ।

২০১০ সালে ডেকান চার্জার্সের বিরুদ্ধে বিরাটের ৩৫ বলে ৫৮ রান - রান মেশিন কোহলি একাধিক ম্যাচ জিতিয়েছেন আরসিবিকে। তবে এমন বেশ কয়েকটা ম্যাচও রয়েছে যেখানে ভিকের ব্যাট জ্বলে উঠলেও জয় পায়নি আরসিবি। তেমনই একটা ম্যাচ হল ২০১০ সালে ডেকান চার্জার্সের বিরুদ্ধে। সেই ম্যাচে ৩৫ বলে ৫৮ রান করেছিলেন বিরাট, তবে ডেকানরা ৭ উইকেটে জিতে নেয় ওই ম্যাচ।

5 / 5
Follow Us: