Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lata Mangeshkar Memory: একটি গান গাইতে কত টাকা নিতেন লতা? গায়িকাদের পারিশ্রমিকে বড় ভূমিকা সুর-সম্রাজ্ঞীর

Lata Mangeshkar Death Anniversary: একাধিক পরিবর্তণের মধ্যে দিয়ে গিয়েছে বিনোদন জগত, সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেকেও পাল্টে ফেলেছেন বারে-বারে।

| Edited By: | Updated on: Feb 07, 2023 | 4:19 PM
৬ ফেব্রুয়ারি, সকলকে কাঁদিয়ে চির ঘুমের দেশে পাড়ি দিয়েছিলেন ভারতের নাইটিঙ্গেল লতা মঙ্গেশকর। দেখতে দেখতে একটা বছর পার। ১৯৪০-এর দশক থেকে যাঁর সঙ্গীত জগতের সফর এক স্বর্ণযুগের অধ্যায়।

৬ ফেব্রুয়ারি, সকলকে কাঁদিয়ে চির ঘুমের দেশে পাড়ি দিয়েছিলেন ভারতের নাইটিঙ্গেল লতা মঙ্গেশকর। দেখতে দেখতে একটা বছর পার। ১৯৪০-এর দশক থেকে যাঁর সঙ্গীত জগতের সফর এক স্বর্ণযুগের অধ্যায়।

1 / 6
একাধিক পালাবদল দেখেছেন তিনি, একাধিক পরিবর্তণের মধ্যে দিয়ে গিয়েছে বিনোদন জগত, সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেকেও পাল্টে ফেলেছেন বারে বারে।

একাধিক পালাবদল দেখেছেন তিনি, একাধিক পরিবর্তণের মধ্যে দিয়ে গিয়েছে বিনোদন জগত, সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেকেও পাল্টে ফেলেছেন বারে বারে।

2 / 6
যে কোনও নায়িকার কণ্ঠেই যেন তিনি আশীর্বাদ। গায়িকাদের নতুন পথ দেখিয়েছিলেন তিনি। কেবল গায়কদের কদর থাকবে গায়িকাদের নয়? প্রথম পারিশ্রমিক নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছিলেন তিনি।

যে কোনও নায়িকার কণ্ঠেই যেন তিনি আশীর্বাদ। গায়িকাদের নতুন পথ দেখিয়েছিলেন তিনি। কেবল গায়কদের কদর থাকবে গায়িকাদের নয়? প্রথম পারিশ্রমিক নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছিলেন তিনি।

3 / 6
প্রাথমিকভাবে একটি গান করতে ২০,০০০ টাকা নিতেন লতা মঙ্গেশকর। পরবর্তীতে তা বেড়ে দাঁড়িয়েছিল ৫০,০০০ টাকা। একটা সময়ের পর গান গাওয়া ছেড়ে দিয়েছিলেন তিনি।

প্রাথমিকভাবে একটি গান করতে ২০,০০০ টাকা নিতেন লতা মঙ্গেশকর। পরবর্তীতে তা বেড়ে দাঁড়িয়েছিল ৫০,০০০ টাকা। একটা সময়ের পর গান গাওয়া ছেড়ে দিয়েছিলেন তিনি।

4 / 6
ইন্ডিয়া টুডে-র রিপোর্ট অনুযায়ী তিনি প্রথম মহিলাদের যোগ্য পারিশ্রমিক নিয়ে পথ দেখান। নিজের যোগ্যতা অনুযায়ী দাবি করতে হবে পারিশ্রমিক। তাঁকে সামনে রেখেই গায়িকাদের উত্থান।

ইন্ডিয়া টুডে-র রিপোর্ট অনুযায়ী তিনি প্রথম মহিলাদের যোগ্য পারিশ্রমিক নিয়ে পথ দেখান। নিজের যোগ্যতা অনুযায়ী দাবি করতে হবে পারিশ্রমিক। তাঁকে সামনে রেখেই গায়িকাদের উত্থান।

5 / 6
শেষ সময় যদি তিনি গাইতেন তবে তাঁর পারিশ্রমিক গান পিছু ১ থেকে ২ লাখ টাকাও হতে পারত। তবে লতা মঙ্গেশকর বহুবছর গানের থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন। যদিও গানের চর্চা নয়, কেবল নতুন কোনও গান গাইতে রাজি ছিলেন না তিনি।

শেষ সময় যদি তিনি গাইতেন তবে তাঁর পারিশ্রমিক গান পিছু ১ থেকে ২ লাখ টাকাও হতে পারত। তবে লতা মঙ্গেশকর বহুবছর গানের থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন। যদিও গানের চর্চা নয়, কেবল নতুন কোনও গান গাইতে রাজি ছিলেন না তিনি।

6 / 6
Follow Us: