Arpita Mukherjee: নায়িকা হিসেবে প্রথম ছবিতে কত টাকা নেন অর্পিতা? চমকে দেওয়া তথ্য দিলেন প্রযোজক

Tollywood: অর্পিতা বাস্তব জীবনেও একদা ছিলেন অভিনেত্রী। নায়িকা হিসেবে প্রথম চরিত্রে অভিনয় করে কত পারিশ্রমিক নিয়েছিলেন তিনি? টিভিনাইন বাংলায় মুখ খুললেন পরিচালক।

| Edited By: | Updated on: Jul 31, 2022 | 10:24 AM
‘লাইটস… সাউন্ড… ক্যামেরা… অ্যাকশন…’—দুরন্ত গতিতে ‘অ্যাকশন’ শুরুর পর যে হঠাৎ এভাবে ‘কাট’ শুনতে হবে, তা হয়তো আঁচ করতে পারেননি কেউই। এসএসসি নিয়োগ-দুর্নীতিতে সিনেমার চিত্রনাট্যকেও হার-মানানো যে রুদ্ধশ্বাস ইডি-অভিযান গত কয়েকদিন ধরে গোগ্রাসে গিলেছে বঙ্গবাসী, তার অন্যতম ‘নায়িকা’ অর্পিতা মুখোপাধ্যায়। এ হেন অর্পিতা বাস্তব জীবনেও একদা ছিলেন অভিনেত্রী। নায়িকা হিসেবে প্রথম চরিত্রে অভিনয় করে কত পারিশ্রমিক নিয়েছিলেন তিনি? টিভিনাইন বাংলায় মুখ খুললেন পরিচালক।

‘লাইটস… সাউন্ড… ক্যামেরা… অ্যাকশন…’—দুরন্ত গতিতে ‘অ্যাকশন’ শুরুর পর যে হঠাৎ এভাবে ‘কাট’ শুনতে হবে, তা হয়তো আঁচ করতে পারেননি কেউই। এসএসসি নিয়োগ-দুর্নীতিতে সিনেমার চিত্রনাট্যকেও হার-মানানো যে রুদ্ধশ্বাস ইডি-অভিযান গত কয়েকদিন ধরে গোগ্রাসে গিলেছে বঙ্গবাসী, তার অন্যতম ‘নায়িকা’ অর্পিতা মুখোপাধ্যায়। এ হেন অর্পিতা বাস্তব জীবনেও একদা ছিলেন অভিনেত্রী। নায়িকা হিসেবে প্রথম চরিত্রে অভিনয় করে কত পারিশ্রমিক নিয়েছিলেন তিনি? টিভিনাইন বাংলায় মুখ খুললেন পরিচালক।

1 / 6
ট্যাক্সি চেপে ডানলপ থেকে টালিগঞ্জ শুটিংয়ে যেতেন অর্পিতা। পরে অবশ্য এক সেকেন্ড হ্যান্ড গাড়িও কেনেন। তাঁর ইচ্ছে ছিল আকাশছোঁয়া। হতে চেয়েছিলেন নায়িকা। জিৎ-প্রসেনজিৎ-স্বস্তিকার সঙ্গে কাজ করতে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু নায়কের বোন, অভিনেত্রীর বন্ধুর চরিত্র পেয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছিল তাঁকে। নায়িকা হওয়া স্বপ্ন থেকে যাচ্ছিল তাঁর অধরাই। কিন্তু ২০১১ সালেই তাঁর সঙ্গে ঘটে যায় এক চমকে দেওয়া ঘটনা।

ট্যাক্সি চেপে ডানলপ থেকে টালিগঞ্জ শুটিংয়ে যেতেন অর্পিতা। পরে অবশ্য এক সেকেন্ড হ্যান্ড গাড়িও কেনেন। তাঁর ইচ্ছে ছিল আকাশছোঁয়া। হতে চেয়েছিলেন নায়িকা। জিৎ-প্রসেনজিৎ-স্বস্তিকার সঙ্গে কাজ করতে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু নায়কের বোন, অভিনেত্রীর বন্ধুর চরিত্র পেয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছিল তাঁকে। নায়িকা হওয়া স্বপ্ন থেকে যাচ্ছিল তাঁর অধরাই। কিন্তু ২০১১ সালেই তাঁর সঙ্গে ঘটে যায় এক চমকে দেওয়া ঘটনা।

2 / 6
টলিপাড়ার প্রযোজক গৌতম সাহার হাত ধরেই প্রথম বড় ব্রেক পান তিনি। TV9 বাংলাকে গৌতম বাবু জানান, ‘হৃদয়ে লেখো নাম’ নামক এক ছবির জন্য এক নবাগতার খোঁজ করছিলেন। সে সময়ই এক সঙ্গীত পরিচালকের মাধ্যমে অর্পিতার সঙ্গে আলাপ হয় তাঁর। ব্যস, দুইয়ে দুইয়ে হয়ে যায় চার। ভাগ্যের শিকে ছেঁড়ে অর্পিতারও। গৌতম সাহার প্রযোজনাতেই প্রথমবার ও শেষবার টলিউডে নায়িকার ভূমিকায় অভিনয় করেন অর্পিতা। ছবির নাম 'হৃদয়ে লেখো নাম'।

টলিপাড়ার প্রযোজক গৌতম সাহার হাত ধরেই প্রথম বড় ব্রেক পান তিনি। TV9 বাংলাকে গৌতম বাবু জানান, ‘হৃদয়ে লেখো নাম’ নামক এক ছবির জন্য এক নবাগতার খোঁজ করছিলেন। সে সময়ই এক সঙ্গীত পরিচালকের মাধ্যমে অর্পিতার সঙ্গে আলাপ হয় তাঁর। ব্যস, দুইয়ে দুইয়ে হয়ে যায় চার। ভাগ্যের শিকে ছেঁড়ে অর্পিতারও। গৌতম সাহার প্রযোজনাতেই প্রথমবার ও শেষবার টলিউডে নায়িকার ভূমিকায় অভিনয় করেন অর্পিতা। ছবির নাম 'হৃদয়ে লেখো নাম'।

3 / 6
প্রশ্ন, নায়িকার ভূমিকায় অভিনয় করে কত নিয়েছিলেন অর্পিতা? কাঁড়ি কাঁড়ি টাকার লোভ কী ছিল তবে থেকেই? প্রযোজক যা জানালেন তা শুনলে রীতিমতো অবাক হতে হয়। গৌতমবাবু জানিয়েছেন, ‘হৃদয়ে লেখো নাম’ ছবির জন্য অর্পিতা পারিশ্রমিক খুব একটা নেননি। গৌতমবাবুর কথায়, ‘‘সবকিছু (খাওয়া-দাওয়া, লজিং) মিলিয়ে মাত্র পাঁচ লক্ষ টাকা নিয়েছিল ও। তখন কিন্তু খুব বেশি ডিম্যান্ড করেনি। ওর খালি একটাই ইচ্ছে ছিল যে ও নায়িকা হবে।’’

প্রশ্ন, নায়িকার ভূমিকায় অভিনয় করে কত নিয়েছিলেন অর্পিতা? কাঁড়ি কাঁড়ি টাকার লোভ কী ছিল তবে থেকেই? প্রযোজক যা জানালেন তা শুনলে রীতিমতো অবাক হতে হয়। গৌতমবাবু জানিয়েছেন, ‘হৃদয়ে লেখো নাম’ ছবির জন্য অর্পিতা পারিশ্রমিক খুব একটা নেননি। গৌতমবাবুর কথায়, ‘‘সবকিছু (খাওয়া-দাওয়া, লজিং) মিলিয়ে মাত্র পাঁচ লক্ষ টাকা নিয়েছিল ও। তখন কিন্তু খুব বেশি ডিম্যান্ড করেনি। ওর খালি একটাই ইচ্ছে ছিল যে ও নায়িকা হবে।’’

4 / 6
২০১২ সালে ওই ছবি মুক্তি পায়। যদিও ওই ছবির পর তাঁর সঙ্গে প্রযোজকের আর সেভাবে কথা হয়নি। গৌতমবাবু জানিয়েছেন,  ছবি মুক্তির পরে নাকি ফোন করে তাঁর উপর ক্ষোভ উগরে দিয়েছিলেন অর্পিতা। আকাশ ছুঁতে চাওয়ার স্বপ্ন দেখা মফঃস্বলের মেয়েটির মনে হয়েছিল ছবিতে তাঁকে নয়—বেশি গুরুত্ব দেওয়া হয়েছে মনিকা বেদীকেই।

২০১২ সালে ওই ছবি মুক্তি পায়। যদিও ওই ছবির পর তাঁর সঙ্গে প্রযোজকের আর সেভাবে কথা হয়নি। গৌতমবাবু জানিয়েছেন, ছবি মুক্তির পরে নাকি ফোন করে তাঁর উপর ক্ষোভ উগরে দিয়েছিলেন অর্পিতা। আকাশ ছুঁতে চাওয়ার স্বপ্ন দেখা মফঃস্বলের মেয়েটির মনে হয়েছিল ছবিতে তাঁকে নয়—বেশি গুরুত্ব দেওয়া হয়েছে মনিকা বেদীকেই।

5 / 6
ওই ছবির পরেই বাংলা সিনেমা জগৎ থেকে কার্যত নিজেকে গুটিয়ে নেন অর্পিতা। ওড়িয়া ছবি করলেও তা যে খুব জনপ্রিয় হয়েছিল এমনটা বলা যায় না। সেই অর্পিতাকেই আজ এভাবে দেখে চমকে যাচ্ছেন প্রযোজক। কিছুতেই যেন হিসেবই মিলছে না তাঁর।

ওই ছবির পরেই বাংলা সিনেমা জগৎ থেকে কার্যত নিজেকে গুটিয়ে নেন অর্পিতা। ওড়িয়া ছবি করলেও তা যে খুব জনপ্রিয় হয়েছিল এমনটা বলা যায় না। সেই অর্পিতাকেই আজ এভাবে দেখে চমকে যাচ্ছেন প্রযোজক। কিছুতেই যেন হিসেবই মিলছে না তাঁর।

6 / 6
Follow Us: