Manicure: পার্লারের খরচ বাঁচিয়ে এবার বাড়িতে বসেই করুন হাতে ম্যানিকিওর!

হাত-পায়ের নখ সুন্দর না থাকলে আপনি যতই নেলপলিশ পরুন না কেন, দেখতে ভাল লাগে না। কিন্তু সেই অর্থে হাতের যত্ন নেওয়া হয় না। তবে এবার পার্লারে গিয়ে ম্যানিকিওর করার দরকার নেই। এই ৭টি ধাপ মেনে আপনি নিজেই করুন নিজের হাতের পরিচর্চা‌।

| Edited By: | Updated on: Jan 06, 2022 | 2:41 PM
বাড়িতে বসে নিজে হাতে ম্যানিকিওর করতে হলে দরকার বেশ কিছু জিনিসের। যেমন দরকার নেল পলিস রিমুভার, কটন প্যাডস, নেল ফিলার, নেল কাট্টার, নেল কাটিক্লে, নেল বাফার, ময়শ্চারাইজার, নেল কাটিকল ক্রিম, নেল পলিশ ইত্যাদি।

বাড়িতে বসে নিজে হাতে ম্যানিকিওর করতে হলে দরকার বেশ কিছু জিনিসের। যেমন দরকার নেল পলিস রিমুভার, কটন প্যাডস, নেল ফিলার, নেল কাট্টার, নেল কাটিক্লে, নেল বাফার, ময়শ্চারাইজার, নেল কাটিকল ক্রিম, নেল পলিশ ইত্যাদি।

1 / 7
প্রথমে নেল রিমুভার দিয়ে হাতের নখে নেল পলিশ তুলে ফেলুন। নেল রিমুভার ব্যবহার করলে, নখের চারিপাশ শুষ্ক হয়ে যায়। কটন প্যাডস নিয়ে ফের কিছুটা রিমুভার দিয়ে নখের চারিপাশ ঘষে বাকি নেলপলিশ তুলে নিন।

প্রথমে নেল রিমুভার দিয়ে হাতের নখে নেল পলিশ তুলে ফেলুন। নেল রিমুভার ব্যবহার করলে, নখের চারিপাশ শুষ্ক হয়ে যায়। কটন প্যাডস নিয়ে ফের কিছুটা রিমুভার দিয়ে নখের চারিপাশ ঘষে বাকি নেলপলিশ তুলে নিন।

2 / 7
নখ পরিস্কার করার জন্য জলের মধ্যে হাল্কা শ্যাম্পু দিয়ে কিছুক্ষণ আঙুল ডুবিয়ে রাখুন। ৫ মিনিট রাখার পর নখের উপর থেকে নেলপলিশ উঠে গিয়ে পরিস্কার হয়ে যায়। এভাবেও আপনি নেলপলিশ তুলতে পারেন।

নখ পরিস্কার করার জন্য জলের মধ্যে হাল্কা শ্যাম্পু দিয়ে কিছুক্ষণ আঙুল ডুবিয়ে রাখুন। ৫ মিনিট রাখার পর নখের উপর থেকে নেলপলিশ উঠে গিয়ে পরিস্কার হয়ে যায়। এভাবেও আপনি নেলপলিশ তুলতে পারেন।

3 / 7
নেল কাটার দিয়ে নখের সঠিক গঠন দিন। বেশি বড় করে নখ রাখবেন। তাতে যে কোনও কারণে আঘাত লেগে তা নখ ভেঙে যেতে পারে। চৌকো ও গোলাকার নখের শেপ সর্বক্ষণ পারফেক্ট। ডিসেন্ট ও স্টাইলিশ ও স্মুথ নখের জন্য নেল বাফার ব্যবহার করতে পারেন।

নেল কাটার দিয়ে নখের সঠিক গঠন দিন। বেশি বড় করে নখ রাখবেন। তাতে যে কোনও কারণে আঘাত লেগে তা নখ ভেঙে যেতে পারে। চৌকো ও গোলাকার নখের শেপ সর্বক্ষণ পারফেক্ট। ডিসেন্ট ও স্টাইলিশ ও স্মুথ নখের জন্য নেল বাফার ব্যবহার করতে পারেন।

4 / 7
একটি পাত্রে গরম জল নিয়ে তাতে ফেস ওয়াশ বা ক্লিনজার যোগ করুন। এরপর ওই জলে ৩ মিনিট আঙুল ডুবিয়ে রাখুন। এর জেরে নখের চারিপাশে ও নখের উপরে মৃতকোষগুলি নির্মূল হয়ে যায়।

একটি পাত্রে গরম জল নিয়ে তাতে ফেস ওয়াশ বা ক্লিনজার যোগ করুন। এরপর ওই জলে ৩ মিনিট আঙুল ডুবিয়ে রাখুন। এর জেরে নখের চারিপাশে ও নখের উপরে মৃতকোষগুলি নির্মূল হয়ে যায়।

5 / 7
হ্য়ান্ড ক্রিম বা ময়শ্চারাইজার ব্যবহার করা অত্যন্ত প্রয়োজন। ময়শ্চারাইজার ব্যবহারের পর গোটা হাত ও আঙুলগুলি ১০ মিনিট ম্যাসাজ করুন। এতে আপনি পেয়ে যাবে কোমল হাত।

হ্য়ান্ড ক্রিম বা ময়শ্চারাইজার ব্যবহার করা অত্যন্ত প্রয়োজন। ময়শ্চারাইজার ব্যবহারের পর গোটা হাত ও আঙুলগুলি ১০ মিনিট ম্যাসাজ করুন। এতে আপনি পেয়ে যাবে কোমল হাত।

6 / 7
এবার একদম শেষ পর্যায়। ম্যানিকিওর করে নখের যত্ন নিলে শেষে নেলপলিশ পরতে ভুলবেন না। হাল্কা বা গাঢ় যে ধরনের শেড পছন্দ, সেই রঙের নেলপলিশ বেছে নিন। দু’কোট করে নেলপলিশ পরুন। সামান্য শুকিয়ে গেলে একটু ঠান্ডা জল নিয়ে হাত ডুবিয়ে দিন। এর ফলে নেলপলিশ সহজে উঠে যাবে না।

এবার একদম শেষ পর্যায়। ম্যানিকিওর করে নখের যত্ন নিলে শেষে নেলপলিশ পরতে ভুলবেন না। হাল্কা বা গাঢ় যে ধরনের শেড পছন্দ, সেই রঙের নেলপলিশ বেছে নিন। দু’কোট করে নেলপলিশ পরুন। সামান্য শুকিয়ে গেলে একটু ঠান্ডা জল নিয়ে হাত ডুবিয়ে দিন। এর ফলে নেলপলিশ সহজে উঠে যাবে না।

7 / 7
Follow Us: