বিয়ের আগে হোক বা পরে, ফটোশ্যুট করা এখন ট্রেন্ড। আর এই ট্রেন্ডে গা ভাসিয়েই বিভিন্ন বিপজ্জনক পোজেও ছবি তোলেন হবু দম্পতিরা। তবে এবার এক প্রি-ওয়েডিং ফটোশ্যুটে ঘটেছে মজার কাণ্ড। কাদার গর্তে পড়ে গিয়েছেন মিঞা-বিবি। তবে ক্যামেরাম্যান তাঁর ছবি তোলা থামাননি। আর তার জেরেই ধরা পড়েছে মজার সব মুহূর্ত। সোশ্যাল মিডিয়ায় সেইসব ছবি ভাইরালও হয়েছে। তারই কিছু ঝলক দেখে নিন।
জানা গিয়েছে, এই ছবিগুলি তুলেছেন ফটোগ্রাফার Askar Bumaga। আর কাজাখস্থানের যে কাপলকে ছবিতে দেখা গিয়েছে তাঁরা হলেন Kamilla এবং Murat Zhurayev।
হবু কনের পরনে ছিল সাদা গাউন। আর কালো টাক্সিডোতে সেজেছিলেন বর। কিন্তু ফটো তোলার সময় কাদার গর্তে পড়ে গিয়ে পোশাকের একেবারে বারোটা বেজে গিয়েছে। সাদা গাউন জুড়ে কেবল কাদার ছবি। বরবাদ হয়েছে পাত্রের কালো টাক্সিডোও।
তবে কাদা মাখামাখি হওয়া পোশাক নিয়েও পোজ দিতে ভোলেননি কনে। তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছেন হবু বর। আর তাঁদের খুনসুটি, মজাত মুহূর্তই ক্যামেরা বন্দি করেছেন ফটোগ্রাফার। নেটিজ়েনরা বলছেন, সত্যিই এই ফটোশ্যুট একেবারে 'ইউনিক'।
তবে ইনস্টাগ্রামে এই তরুণ-তরুণীর কাদামাখা ছবি যেমন ভাইরাল হয়েছে, তেমনই অন্যান্য ফটোশ্যুটেও নজর কেড়েছেন এই দম্পতি।
এই ছবিতেও সাদা গাউন আর ব্ল্যাক স্যুটেই দেখা গিয়েছে মিঞা-বিবিকে। আবেগঘন মুহূর্তে ধরা দিয়েছেন তাঁরা।
ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে এই সব ছবি। রোম্যান্টিক মুহূর্তেও দেখা গিয়েছে এই তরুণ-তরুণীকে। ছবি সৌজন্যে- Askar Bumaga এবং Murat Zhurayev- এর ইনস্টাগ্রাম প্রোফাইল।