তিন বছর পর ফের এবার রঙের আনন্দে মেতে উঠেছেন মানুষ। প্রায় প্রতি পাড়ায় মোড়ে মোড়ে আয়োজন করা হয়েছিল বসন্ত উৎসবের। গানে, রঙে, নাচে জমজমাট ছিল এবারের বসন্ত উৎসব।
এবার রং খেলে অনেকেরই মুখে অ্যালার্জির সমস্যা হয়। আজকাল ভেষজ আবির পাওয়া যায়। তবে সব সময় যে সব রং ভাল হয় এমন নয়। এছাড়াও আবিরের মধ্যে অনেক সময় রং, রাসায়নিক মেশানো থাকে। যেখান থেকে ত্বকে সমস্যা হয়।
আবির অনেকেই মুখে ঘষে দেন। আর আমাদের মুখের ত্বক খুবই স্বর্শকাতর। যেখান থেকে মুখ ছড়ে যায়। এছাড়াও ত্বকে অ্যালার্জি, ফুসকুড়ি হতে পারে। আবির মুখে বেশিক্ষণ থাকলে মুখ খুব শুষ্কও হয়ে যায়। যেহেতু রোদের মধ্যে অনেকটা সময় থাকা হয় তাই কপালে, মুখে কালো ছোপ পড়ে যায়।
চন্দন গুঁড়ো, মধু, গোলাপ জল একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। এতে মুখ ঠান্ডা থাকবে, আরাম লাগবে। সেই সঙ্গে কোনও রকম দাগ-ছোপও পড়বে না। তবে একটু খেয়াল রাখবেন যে মধুর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া থাকছে কিনা।
টকদই, আটা, লেবুর রস, মধু একসঙ্গে মিশিয়ে প্যাক বানিয়ে নিন। এবার এই প্যাক মুখে লাগিয়ে রাখুন ২০ মিনিট। এরপর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিলেই দাগ চলে যাবে।
ওটস গুঁড়ো করে নিন। এবার ওর মধ্যে দুধ, মধু এসব ভাল করে মিশিয়ে নিন। সামান্য কাঁচা হলুদ বাটাও মিশিয়ে নিতে পারেন। এই প্যাক এবার মুখে খুব ভাল করে লাগিয়ে রাখুন। এতে মুখ ঠান্ডা থাকবে, সেই সঙ্গে দাগ ছোপও দূর হয়ে যাবে।