খাবার জায়গায় মাছি ভনভিন করলে দেখতে যেমন খারাপ লাগে তেমনই তা শরীরের জন্য একেবারেই ভাল নয়। আঢাকা খাবার থাকলে মাছি আসবেই। আর একাধিক রোগের উৎস হল মাছি। খাবারে মাছি বসলে সেখান থেকে হজমের সমস্যা, পেটের সমস্যা আসতে বাধ্য।
টাইফয়েড, হেপাটাইটিস এ এই সব রোগও ছড়ায় কিন্তু মাছি থেকেই। আর তাই প্রথম থেকে সাবধানে থাকা প্রয়োজন। বাড়ি পরিষ্কার রাখুন। কোথাও আঢাকা খাবার রাখবেন না।
এক গ্লাস জলে ২ চামচ নুন মিশিয়ে নিন। এবার তা ঘরে ভাল করে স্প্রে করে দিন। এই ভাবে স্প্রে করে দিলে সহজেই মাছি তাড়ানো সম্ভব।
এক গ্লাস দুধে ৩ চা চামচ চিনি ও ১ চা চামচ গোলমরিচ দিয়ে ফুটিয়ে নিন। এটি ঠান্ডা হয়ে গেলে, রান্নাঘরে এই তরলটি এক কোণায় রাখুন। এই মিশ্রণ স্বাভাবিক ভাবেই মাছিকে আকর্ষণ করবে এবং ভুল করে মাছি এতে ডুব দেবে।
পুদিনা এবং তুলসী ঘরের মাছি তাড়াতে প্রধান উপাদান হিসেবে কাজ করে। এটি ব্যবহারের জন্য, উভয় উপাদান পিষে একটি পাউডার বা পেস্ট তৈরি করুন এবং জলে ভাল করে মিশিয়ে নিন। যে স্থানে মাছির সংখ্যা বেশি সেখানে এই স্প্রেটি ছড়িয়ে দিন।