Banana Peels: কলার খোসার একাধিক ব্যবহারিক দিক আছে, এক নজরে সেইগুলো দেখে নিন…

কলা খাওয়ার পর খোসা ফেলে দিচ্ছেন? ফেলে না দিয়ে নানা ভাবে এটি কাজে লাগানো যায়। জেনে নিন কলার খোসার কিছু ব্যতিক্রমী ব্যবহার সম্পর্কে...

| Edited By: | Updated on: Dec 01, 2021 | 11:11 AM
বলিরেখা দূর করতে ত্বকে ঘষে নিতে পারেন কলার খোসার ভেতরের অংশ।

বলিরেখা দূর করতে ত্বকে ঘষে নিতে পারেন কলার খোসার ভেতরের অংশ।

1 / 6
দাঁতের হলদে ভাব দূর করতে সকালে কলার খোসার নরম অংশ ঘষে নিন দাঁতে। দুই মিনিট পর কুলকুচা করে নিন।

দাঁতের হলদে ভাব দূর করতে সকালে কলার খোসার নরম অংশ ঘষে নিন দাঁতে। দুই মিনিট পর কুলকুচা করে নিন।

2 / 6
চামড়ার জুতায় দাগ পড়েছে? কলার খোসার সাহায্যে ঝকঝকে করে ফেলতে পারেন নিমিষে।

চামড়ার জুতায় দাগ পড়েছে? কলার খোসার সাহায্যে ঝকঝকে করে ফেলতে পারেন নিমিষে।

3 / 6
রূপার চকচকে ভাব ফিরিয়ে আনতে কলার খোসা ব্যবহার করা যায়। এজন্য ব্লেন্ডারে কলার খোসা ও পানি একসঙ্গে ব্লেন্ড করে পেস্টটি গয়নায় লাগিয়ে ঘষুন।

রূপার চকচকে ভাব ফিরিয়ে আনতে কলার খোসা ব্যবহার করা যায়। এজন্য ব্লেন্ডারে কলার খোসা ও পানি একসঙ্গে ব্লেন্ড করে পেস্টটি গয়নায় লাগিয়ে ঘষুন।

4 / 6
কলার খোসা ছোট টুকরা করে টবের মাটির সঙ্গে মিশিয়ে দিন। গাছ দ্রুত বাড়বে।

কলার খোসা ছোট টুকরা করে টবের মাটির সঙ্গে মিশিয়ে দিন। গাছ দ্রুত বাড়বে।

5 / 6
মাংস নরম করতে রান্নার আগে কিছুক্ষণ কলার খোসা কুচি দিয়ে ম্যারিনেট করে রাখুন।

মাংস নরম করতে রান্নার আগে কিছুক্ষণ কলার খোসা কুচি দিয়ে ম্যারিনেট করে রাখুন।

6 / 6
Follow Us: