Shelly-Ann Fraser-Pryce: বয়সও হার মানছে ৩৫-এর শেলি অ্যান ফ্রেজ়ার প্রাইসের কাছে

বয়স যে শুধু মাত্র একটা সংখ্যা তা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসিরা প্রমাণ করেছেন। ৪০-এর কাছাকাছি পৌঁছেও এত ফিট তাঁরা, যে তাদেঁর নিয়ে রীতিমতো চর্চাও হয়। তবে জামাইকান তারকা স্প্রিন্টার শেলি অ্যান ফ্রেজ়ার প্রাইসও সকলের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন বয়স তাঁর কাছে কোনও বাধাই নয়। বছর চারেকের ছেলে জেয়নও যে ৩৫-এর শেলির শক্তি, বিশ্বমঞ্চে আরও একবার তিনি প্রমাণ করলেন। ওরিগনে চলা বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ১০০ মিটারে এই নিয়ে সোনা জিতলেন জামাইকান স্প্রিন্টার।

| Edited By: | Updated on: Jul 19, 2022 | 7:30 AM
বয়স যে শুধু মাত্র একটা সংখ্যা তা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসিরা প্রমাণ করেছেন। ৪০-এর কাছাকাছি পৌঁছেও এত ফিট তাঁরা, যে তাদেঁর নিয়ে রীতিমতো চর্চাও হয়। তবে জামাইকান তারকা স্প্রিন্টার শেলি অ্যান ফ্রেজ়ার প্রাইসও (Shelly-Ann Fraser-Pryce) সকলের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন বয়স তাঁর কাছে কোনও বাধাই নয়। বছর চারেকের ছেলে জেয়নও যে ৩৫-এর শেলির শক্তি, বিশ্বমঞ্চে আরও একবার তিনি প্রমাণ করলেন। ওরিগনে চলা বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ১০০ মিটারে এই নিয়ে সোনা জিতলেন জামাইকান স্প্রিন্টার। (ছবি-টুইটার)

বয়স যে শুধু মাত্র একটা সংখ্যা তা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসিরা প্রমাণ করেছেন। ৪০-এর কাছাকাছি পৌঁছেও এত ফিট তাঁরা, যে তাদেঁর নিয়ে রীতিমতো চর্চাও হয়। তবে জামাইকান তারকা স্প্রিন্টার শেলি অ্যান ফ্রেজ়ার প্রাইসও (Shelly-Ann Fraser-Pryce) সকলের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন বয়স তাঁর কাছে কোনও বাধাই নয়। বছর চারেকের ছেলে জেয়নও যে ৩৫-এর শেলির শক্তি, বিশ্বমঞ্চে আরও একবার তিনি প্রমাণ করলেন। ওরিগনে চলা বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ১০০ মিটারে এই নিয়ে সোনা জিতলেন জামাইকান স্প্রিন্টার। (ছবি-টুইটার)

1 / 5
১০০ মিটারে পঞ্চম বার বিশ্ব চ্যাম্পিয়ন হলেন শেলি-অ্যান ফ্রেজ়ার-প্রাইস। ওরিগনে চলা বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ১০০ মিটারে সোনা জিতেছেন জামাইকান স্প্রিন্টার।  (ছবি-টুইটার)

১০০ মিটারে পঞ্চম বার বিশ্ব চ্যাম্পিয়ন হলেন শেলি-অ্যান ফ্রেজ়ার-প্রাইস। ওরিগনে চলা বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ১০০ মিটারে সোনা জিতেছেন জামাইকান স্প্রিন্টার। (ছবি-টুইটার)

2 / 5
এক সন্তানের জননী, ৩৫ বছরের ফ্রেজ়ার-প্রাইস দৌড় সম্পূর্ণ করেন ১০.৬৭ সেকেন্ডে। পঁয়ত্রিশ বছরের ফ্রেজার-প্রাইসের কীর্তিতে কুর্নিশ ক্রীড়া বিশ্বের। (ছবি-টুইটার)

এক সন্তানের জননী, ৩৫ বছরের ফ্রেজ়ার-প্রাইস দৌড় সম্পূর্ণ করেন ১০.৬৭ সেকেন্ডে। পঁয়ত্রিশ বছরের ফ্রেজার-প্রাইসের কীর্তিতে কুর্নিশ ক্রীড়া বিশ্বের। (ছবি-টুইটার)

3 / 5
শেলি অ্যান ফ্রেজ়ার প্রাইস ভেঙে দেন মারিওন জোনসের ২৩ বছরের রেকর্ড। ২০০৯, ২০১৩, ২০১৫, ২০১৯ সালের পর ২০২২ সালে ফের বিশ্ব অ্যাথলেটিক্সের মঞ্চে শেলির প্রাপ্তি হল সোনা।   (ছবি-টুইটার)

শেলি অ্যান ফ্রেজ়ার প্রাইস ভেঙে দেন মারিওন জোনসের ২৩ বছরের রেকর্ড। ২০০৯, ২০১৩, ২০১৫, ২০১৯ সালের পর ২০২২ সালে ফের বিশ্ব অ্যাথলেটিক্সের মঞ্চে শেলির প্রাপ্তি হল সোনা। (ছবি-টুইটার)

4 / 5
২০১১ সালে জেসন প্রাইসের সঙ্গে বিয়ে হয় শেলির। এরপর ২০১৭ সালে তাঁদের একমাত্র সন্তান জেয়নের জন্ম। জেয়নের যখন ২ বছর বয়স তখন শেলি বিশ্ব অ্যাথলেটিক্সে চতুর্থ সোনা পেয়েছিলেন। এখন জেয়নের বয়স ৫ বছর। শেলি সত্যিই জেয়নের সুপার মম। (ছবি-টুইটার)

২০১১ সালে জেসন প্রাইসের সঙ্গে বিয়ে হয় শেলির। এরপর ২০১৭ সালে তাঁদের একমাত্র সন্তান জেয়নের জন্ম। জেয়নের যখন ২ বছর বয়স তখন শেলি বিশ্ব অ্যাথলেটিক্সে চতুর্থ সোনা পেয়েছিলেন। এখন জেয়নের বয়স ৫ বছর। শেলি সত্যিই জেয়নের সুপার মম। (ছবি-টুইটার)

5 / 5
Follow Us: