Serie A: জামা খুলে রোনাল্ডোর উচ্ছ্বাসের পর গোল বাতিল, ম্যাচ ড্র
সিরি আ-তে (Serie A) জুভেন্তাসের (Juventus) মরসুমের শুরুটা ভালো হল না। রবিবার জুভের প্রথম ম্যাচে প্রতিপক্ষ ছিল উদিনেসে (Udinese)। শুরু থেকে প্রথম একাদশে ছিলেন না পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। ৬০ মিনিটের মাথায় আলভারো মোরাতার বদলি হিসেবে মাঠে নামেন। সেই সময় ২-১ গোলে এগিয়ে ছিল জুভেন্তাস। কিছুক্ষণের মধ্যে সমতা ফেরায় উদিনেসে। অতিরিক্ত সময়ে দলের হয়ে গোল করে জামা খুলে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় সিআর সেভেনকে। কিন্তু সে গুড়ে বালি! অফসাইডের কারণে বাতিল হয়ে যায় রোনাল্ডোর গোল। শুধু তাই নয়, হলুদ কার্ডও দেখেন তিনি। সব মিলিয়ে রবিবার সিরি আ-তে নাটকীয় রাতে ড্র করে মাঠ ছাড়ে ম্যাসিমিলিয়ানো আলেগ্রির দল।
Most Read Stories