Serie A: জামা খুলে রোনাল্ডোর উচ্ছ্বাসের পর গোল বাতিল, ম্যাচ ড্র

সিরি আ-তে (Serie A) জুভেন্তাসের (Juventus) মরসুমের শুরুটা ভালো হল না। রবিবার জুভের প্রথম ম্যাচে প্রতিপক্ষ ছিল উদিনেসে (Udinese)। শুরু থেকে প্রথম একাদশে ছিলেন না পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। ৬০ মিনিটের মাথায় আলভারো মোরাতার বদলি হিসেবে মাঠে নামেন। সেই সময় ২-১ গোলে এগিয়ে ছিল জুভেন্তাস। কিছুক্ষণের মধ্যে সমতা ফেরায় উদিনেসে। অতিরিক্ত সময়ে দলের হয়ে গোল করে জামা খুলে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় সিআর সেভেনকে। কিন্তু সে গুড়ে বালি! অফসাইডের কারণে বাতিল হয়ে যায় রোনাল্ডোর গোল। শুধু তাই নয়, হলুদ কার্ডও দেখেন তিনি। সব মিলিয়ে রবিবার সিরি আ-তে নাটকীয় রাতে ড্র করে মাঠ ছাড়ে ম্যাসিমিলিয়ানো আলেগ্রির দল।

| Edited By: | Updated on: Aug 23, 2021 | 3:24 PM
ম্যাচের বয়স যখন মাত্র তিন মিনিট পাওলো দিবালার গোলে এগিয়ে যায় জুভেন্তাস। (সৌজন্যে-জুভেন্তাস টুইটার)

ম্যাচের বয়স যখন মাত্র তিন মিনিট পাওলো দিবালার গোলে এগিয়ে যায় জুভেন্তাস। (সৌজন্যে-জুভেন্তাস টুইটার)

1 / 9
২৩ মিনিটে জুভের হয়ে ব্যবধান বাড়ান জুয়ান কুয়াদ্রাদো।(সৌজন্যে-জুভেন্তাস টুইটার)

২৩ মিনিটে জুভের হয়ে ব্যবধান বাড়ান জুয়ান কুয়াদ্রাদো।(সৌজন্যে-জুভেন্তাস টুইটার)

2 / 9
দ্বিতীয়ার্ধে ৫১ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে দলের হয়ে ব্যবধান কমান উদিনেসের রোবার্তো পেরেইরা।(সৌজন্যে-উদিনেসে টুইটার)

দ্বিতীয়ার্ধে ৫১ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে দলের হয়ে ব্যবধান কমান উদিনেসের রোবার্তো পেরেইরা।(সৌজন্যে-উদিনেসে টুইটার)

3 / 9
৬০ মিনিটের মাথায় আলভারো মোরাতার পরিবর্ত হিসেবে মাঠে নামেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।(সৌজন্যে-জুভেন্তাস টুইটার)

৬০ মিনিটের মাথায় আলভারো মোরাতার পরিবর্ত হিসেবে মাঠে নামেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।(সৌজন্যে-জুভেন্তাস টুইটার)

4 / 9
 ম্যাচের ৮৩ মিনিটে জেরার্দ দেলোফেউর গোলে সমতায় ফেরে উদিনেসে। (সৌজন্যে-উদিনেসে টুইটার)

ম্যাচের ৮৩ মিনিটে জেরার্দ দেলোফেউর গোলে সমতায় ফেরে উদিনেসে। (সৌজন্যে-উদিনেসে টুইটার)

5 / 9
৯৪ মিনিটে দলের হয়ে তৃতীয় গোলটি করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। (সৌজন্যে-জুভেন্তাস টুইটার)

৯৪ মিনিটে দলের হয়ে তৃতীয় গোলটি করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। (সৌজন্যে-জুভেন্তাস টুইটার)

6 / 9
জুভের হয়ে জয়সূচক গোল করার খুশিতে জামা খুলে সতীর্থদের সঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় সিআর সেভেনকে। (সৌজন্যে-জুভেন্তাস টুইটার)

জুভের হয়ে জয়সূচক গোল করার খুশিতে জামা খুলে সতীর্থদের সঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় সিআর সেভেনকে। (সৌজন্যে-জুভেন্তাস টুইটার)

7 / 9
কিন্তু সেই খুশি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ভার প্রযুক্তিতে অফসাইডের কারণে বাতিল হয় পর্তুগিজ তারকার গোল।(সৌজন্যে- টুইটার)

কিন্তু সেই খুশি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ভার প্রযুক্তিতে অফসাইডের কারণে বাতিল হয় পর্তুগিজ তারকার গোল।(সৌজন্যে- টুইটার)

8 / 9
এখানেই শেষ নয়। পয়েন্ট নষ্ট হওয়ার পর হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন সিআর সেভেন। (সৌজন্যে- টুইটার)

এখানেই শেষ নয়। পয়েন্ট নষ্ট হওয়ার পর হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন সিআর সেভেন। (সৌজন্যে- টুইটার)

9 / 9
Follow Us: