আর কয়েকদিন পরেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন রণলিয়া। সুতরাং আলিয়া যে ত্বকের যত্নে যে কোনও খামতি রাখবেন না, এটা সবাই জানে। মেকআপহীন হয়েও তিনি কতটা আকর্ষণীয়, তার উদাহরণ তাঁর ইনস্টাগ্রাম ঘাঁটলেই দেখা যায়। কিন্তু হবু কনের এই নিখুঁত ত্বকের রহস্য কী...
অন্যদিকে ক্যাটরিনার হাতে এখন একাধিক প্রজেক্ট। আগামী ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন আলিয়াও। জি লে যারা ছবিতে তাঁদের একসঙ্গে কাজ করতে দেখা যাবে।
আপনিও চাইলে এই প্রতিকার ব্যবহার করতে পারবেন। মধু আর পেঁপে দিয়েই ফেসপ্যাক বানান। সেটা ১৫ মিনিট ত্বকে রেখে দিন। তারপর সেটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক দিয়েই কিন্তু মুখ পরিষ্কার করেন বলিউডের এই অভিনেত্রী।
প্রতিদিন সকালে ফেসমিস্ট ব্যবহার করেন আলিয়া। প্রথমে মুখে ফেসমিস্ট ব্যবহার করেন। তারপর ফেস ম্যাসাজ রোলার দিয়ে ত্বকে ম্যাসাজ করেন। তিনি মনে করেন এতে রক্ত সঞ্চালন উন্নত হয়। এর পাশাপাশি ত্বকে সংক্রমণের ঝুঁকি কমে যায়।
ক্যাটরিনার বিয়ের পাঁচ মাসের মাথায় বিয়ের পিঁড়িতে বসেন আলিয়া ভাট। বর্তমানে দুজনেই চুটিয়ে সংসার করছেন। সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও স্পষ্ট।
বিয়ের আগে শেষ মুহূর্ত আলিয়ার ত্বকের যত্নে যোগ করেছেন মুলতানি মাটি। তৈলাক্ত ত্বকের ওপর দারুণ কাজ করে মুলতানি মাটি। গোলাপ জলের সঙ্গে মুলতানি মাটি মিশিয়ে ত্বকের ওপর প্রয়োগ করুন। এই ফেসপ্যাক ব্যবহারেই আপনি পেয়ে যাবেন আলিয়ার মত নিখুঁত ত্বক।