Coca-Cola Lake: হ্রদের নাম কোকা-কোলা! জেনে নিন কোথায় অবস্থিত এই বিচিত্র স্থানটি

নাম এবং জলের রঙের জন্য পর্যটনদের ভিড় লেগেই থাকে এই হ্রদে। তার ওপর সাঁতার কাটা, নৌকায় ভ্রমণ, স্নান করার অনুমতি রয়েছে এই কোকা-কোলা হ্রদে। কিন্তু এই হ্রদের ঠিকানা কী এবং কেনই বা এর নাম কোকা-কোলা জেনে নিন...

| Edited By: | Updated on: Nov 16, 2021 | 5:10 PM
ব্রাজিলে অবস্থিত এই কোকা-কোলা হৃদ। এই বিষয়ে কোনও সন্দেহ নেই যে জলের রঙের জন্যই এমন নাম এই হ্রদের।

ব্রাজিলে অবস্থিত এই কোকা-কোলা হৃদ। এই বিষয়ে কোনও সন্দেহ নেই যে জলের রঙের জন্যই এমন নাম এই হ্রদের।

1 / 5
হ্রদটির আসল নাম হল আরারাকুয়ারা। কিন্তু জলের রঙের কারণে এর নাম হয়ে গিয়েছে কোকা-কোলা লেক। আটলান্টিক রেনফরেস্টের মাতা দ এস্ট্রেলাকে এই হ্রদটি অবস্থিত।

হ্রদটির আসল নাম হল আরারাকুয়ারা। কিন্তু জলের রঙের কারণে এর নাম হয়ে গিয়েছে কোকা-কোলা লেক। আটলান্টিক রেনফরেস্টের মাতা দ এস্ট্রেলাকে এই হ্রদটি অবস্থিত।

2 / 5
কিন্তু জলের রঙই বা এমন কেন? এই কোকা-কোলা হ্রদের মাটি ও জলের মধ্যে রয়েছে খনিজ পদার্থ, যা আদতে স্বাস্থ্যের জন্য উপকারী।

কিন্তু জলের রঙই বা এমন কেন? এই কোকা-কোলা হ্রদের মাটি ও জলের মধ্যে রয়েছে খনিজ পদার্থ, যা আদতে স্বাস্থ্যের জন্য উপকারী।

3 / 5
হ্রদের তীরের কাছে, লালচে নীল রঙ হওয়ায় অনেকেই মনে করেন, জল দূষিত হওয়ার কারণেই জলের রঙ বদলে গিয়েছে। কিন্তু আসল বিষয় হল লেকের তীরের কাছাকাছি আয়োডিন, লোহা ও রঞ্চক জাতীয় উচ্চঘনত্বের কারণে হ্রদের রঙে এমনটা দেখায়।

হ্রদের তীরের কাছে, লালচে নীল রঙ হওয়ায় অনেকেই মনে করেন, জল দূষিত হওয়ার কারণেই জলের রঙ বদলে গিয়েছে। কিন্তু আসল বিষয় হল লেকের তীরের কাছাকাছি আয়োডিন, লোহা ও রঞ্চক জাতীয় উচ্চঘনত্বের কারণে হ্রদের রঙে এমনটা দেখায়।

4 / 5
ব্রাজিলের এই হ্রদে পৌঁছানোর জন্য ঘন জঙ্গলের মধ্যে দিয়ে ৫ ঘণ্টা হাঁটতে হবে। নাহলে সমুদ্রসৈকত বরাবর দুঃসাহসিক ও রোমাঞ্চকর অভিজ্ঞতা অর্জন করে সেখানে পৌঁছাতে হতে পারে।

ব্রাজিলের এই হ্রদে পৌঁছানোর জন্য ঘন জঙ্গলের মধ্যে দিয়ে ৫ ঘণ্টা হাঁটতে হবে। নাহলে সমুদ্রসৈকত বরাবর দুঃসাহসিক ও রোমাঞ্চকর অভিজ্ঞতা অর্জন করে সেখানে পৌঁছাতে হতে পারে।

5 / 5
Follow Us: