Used Tea Leaves: চা ছেঁকে পাতা ফেলে দেন? বাড়ির কাজে আসতে পারে ৬ উপায়ে

Lifestyle Tips: বেশিরভাগ ক্ষেত্রেই চা বানিয়ে চা পাতা ফেলা দেওয়া হয়। ফোটানো চা পাতা দিয়ে পুনরায় চা বানানো যায় না। ফোটানো চা পাতা ডাস্টবিনে না ফেলে কাজে লাগান বিভিন্ন উপায়ে। হেঁশেলের একগুচ্ছ সমস্যার সমাধান করে দিতে পারে চা পাতা।

| Edited By: | Updated on: Aug 08, 2023 | 12:51 PM
কম করেও দিনে দু'বার চা বানানোই হয়। বেশিরভাগ ক্ষেত্রেই চা বানিয়ে চা পাতা ফেলা দেওয়া হয়। ফোটানো চা পাতা দিয়ে পুনরায় চা বানানো যায় না। আর বানানো গেলেও চায়ের স্বাদ বদলে যায়।

কম করেও দিনে দু'বার চা বানানোই হয়। বেশিরভাগ ক্ষেত্রেই চা বানিয়ে চা পাতা ফেলা দেওয়া হয়। ফোটানো চা পাতা দিয়ে পুনরায় চা বানানো যায় না। আর বানানো গেলেও চায়ের স্বাদ বদলে যায়।

1 / 8
ফোটানো চা পাতা পুনরায় ব্যবহার করলে চায়ের স্বাদ পাওয়া যায় না। কিন্তু এমন নয় যে ফোটানো চা পাতা পুনরায় ব্যবহার করা যায় না। বরং, চা পাতা ফেলে না দিয়ে বিভিন্ন উপায়ে ব্যবহার করতে পারেন।

ফোটানো চা পাতা পুনরায় ব্যবহার করলে চায়ের স্বাদ পাওয়া যায় না। কিন্তু এমন নয় যে ফোটানো চা পাতা পুনরায় ব্যবহার করা যায় না। বরং, চা পাতা ফেলে না দিয়ে বিভিন্ন উপায়ে ব্যবহার করতে পারেন।

2 / 8
ব্যবহার করা চা পাতা জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। চানামশলা রান্না করার সময় চায়ের ভেজানো জলটা ছেঁকে নিয়ে মিশিয়ে দিন। এতে চানামশলার স্বাদ বাড়বে। পাশাপাশি রঙও হবে গাঢ়।

ব্যবহার করা চা পাতা জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। চানামশলা রান্না করার সময় চায়ের ভেজানো জলটা ছেঁকে নিয়ে মিশিয়ে দিন। এতে চানামশলার স্বাদ বাড়বে। পাশাপাশি রঙও হবে গাঢ়।

3 / 8
বর্ষায় ঘরে ভ্যাপসা গন্ধ ছাড়ছে? ফোটানো চা পাতা দিয়ে বানিয়ে নিন রুম ফ্রেশনার। চা পাতা জলে ভিজিয়ে নিন। ওই জল ছেঁকে নিয়ে তাতে মেশান কয়েক ফোঁটা পছন্দমতো এসেনশিয়াল অয়েল। এই ফ্রেশনার আপনি ঘরের মধ্যে স্প্রে করতে পারেন।

বর্ষায় ঘরে ভ্যাপসা গন্ধ ছাড়ছে? ফোটানো চা পাতা দিয়ে বানিয়ে নিন রুম ফ্রেশনার। চা পাতা জলে ভিজিয়ে নিন। ওই জল ছেঁকে নিয়ে তাতে মেশান কয়েক ফোঁটা পছন্দমতো এসেনশিয়াল অয়েল। এই ফ্রেশনার আপনি ঘরের মধ্যে স্প্রে করতে পারেন।

4 / 8
সবজি কাটার বোর্ডে কালচে দাগ? চপিং বোর্ড থেকে দাগ তুলতে ব্যবহার করুন চা পাতা। এক কাপ জলে চা পাতা ফুটিয়ে নিন। তারপর ওই জলে লেবুর রস ও বাসন মাজার তরল সাবান মিশিয়ে দিন। এই মিশ্রণটি দিয়ে চপিং বোর্ড পরিষ্কার করুন। 

সবজি কাটার বোর্ডে কালচে দাগ? চপিং বোর্ড থেকে দাগ তুলতে ব্যবহার করুন চা পাতা। এক কাপ জলে চা পাতা ফুটিয়ে নিন। তারপর ওই জলে লেবুর রস ও বাসন মাজার তরল সাবান মিশিয়ে দিন। এই মিশ্রণটি দিয়ে চপিং বোর্ড পরিষ্কার করুন। 

5 / 8
কাদা জলে পা দিয়ে জুতো থেকে দুর্গন্ধ ছাড়ছে? কাজে আসতে পারে চা পাতা। চা পাতা জুতোর ভিতর একদিন রেখে দিন। এতে এক ফোঁটা এসেনশিয়াল অয়েল ঢেলে দিন। দেখবেন জুতোর দুর্গন্ধ কেটে গিয়েছে।

কাদা জলে পা দিয়ে জুতো থেকে দুর্গন্ধ ছাড়ছে? কাজে আসতে পারে চা পাতা। চা পাতা জুতোর ভিতর একদিন রেখে দিন। এতে এক ফোঁটা এসেনশিয়াল অয়েল ঢেলে দিন। দেখবেন জুতোর দুর্গন্ধ কেটে গিয়েছে।

6 / 8
সবজি কাটতে গিয়ে আঙুল কেটে গিয়েছে? হাতের সামনে থাকা চা পাতা চেপে ধরুন ক্ষত উপর। দ্রুত সেরে উঠবে। চা পাতায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিসেপ্টিক উপাদান। এটি ক্ষত নিরাময়ে সাহায্য করে। 

সবজি কাটতে গিয়ে আঙুল কেটে গিয়েছে? হাতের সামনে থাকা চা পাতা চেপে ধরুন ক্ষত উপর। দ্রুত সেরে উঠবে। চা পাতায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিসেপ্টিক উপাদান। এটি ক্ষত নিরাময়ে সাহায্য করে। 

7 / 8
ছাদবাগানের গাছে ফুল হচ্ছে না? বাজারচলতি সারের পাশাপাশি চা পাতার উপর ভরসা রাখুন। ফোটানো চা পাতা ডাস্টবিনে না ফেলে গাছের গোড়ায়, টবে দিয়ে দিন। চাইলে রোদে শুকিয়ে নিয়েও গাছের গোড়ায় সার হিসেবে দিতে পারেন। 

ছাদবাগানের গাছে ফুল হচ্ছে না? বাজারচলতি সারের পাশাপাশি চা পাতার উপর ভরসা রাখুন। ফোটানো চা পাতা ডাস্টবিনে না ফেলে গাছের গোড়ায়, টবে দিয়ে দিন। চাইলে রোদে শুকিয়ে নিয়েও গাছের গোড়ায় সার হিসেবে দিতে পারেন। 

8 / 8
Follow Us: