Dandruff Problem: লেবু-ভিনিগারে কাজ হয়নি? এই ব্রাশে রোজ মাথা ঘষলে মাত্র ১০ দিনেই ভ্যানিশ হবে খুশকি

Hair Care: অনেক সময় ধোওয়ার পরেও মাথার স্কাল্পে শ্যাম্পু বা কন্ডিশনার জমে থাকে। এতে চুলের ক্ষতি হয়। শ্যাম্পু ব্রাশ ব্যবহার করে তা পরিস্কার হয়ে যায় সহজেই।

| Edited By: | Updated on: Jun 13, 2023 | 8:28 AM
খুশকির সমস্যা কতটা বিরক্তিকর এই সমস্যায় যে ভুক্তভোগী সেই জানে। সাধারণত তৈলাক্ত স্ক্যাল্পে এই খুশকির সমস্যা বেশি হয়। এতে বাইরের ধুলো-ময়লা বেশি জমে যায়

খুশকির সমস্যা কতটা বিরক্তিকর এই সমস্যায় যে ভুক্তভোগী সেই জানে। সাধারণত তৈলাক্ত স্ক্যাল্পে এই খুশকির সমস্যা বেশি হয়। এতে বাইরের ধুলো-ময়লা বেশি জমে যায়

1 / 8
এছাড়াও অনেকের খুশকির সমস্যা জেনেটিক। খুশকি হলে সেখান থেকে ত্বকেরও একাধিক সমস্যা হয়। সারা বছর ত্বকে কিছু না কিছু হতেই থাকে

এছাড়াও অনেকের খুশকির সমস্যা জেনেটিক। খুশকি হলে সেখান থেকে ত্বকেরও একাধিক সমস্যা হয়। সারা বছর ত্বকে কিছু না কিছু হতেই থাকে

2 / 8
যদি অতিরিক্ত ব্রণর সমস্যা হয়, ত্বকে চুলকানি লেগে থাকে সাহলে সাবধান। মনে রাখবেন এতে খুশকির সমস্যাও বাড়ে। খুশকি হলে চুল পড়া কেউ আটকাতে পারবে না।

যদি অতিরিক্ত ব্রণর সমস্যা হয়, ত্বকে চুলকানি লেগে থাকে সাহলে সাবধান। মনে রাখবেন এতে খুশকির সমস্যাও বাড়ে। খুশকি হলে চুল পড়া কেউ আটকাতে পারবে না।

3 / 8
খুশকি রুখতে অনেকেই পার্লারে ট্রিটমেন্ট করিয়েছেন। এই ট্রিটমেন্টেও যে খুব বেশি ফল পেয়েছেন এমন নয়। ঘুরে ফিরে সমস্যা এসেছে। এবার একবার এই ব্রাশ ব্যবহার করে দেখতে পারেন।

খুশকি রুখতে অনেকেই পার্লারে ট্রিটমেন্ট করিয়েছেন। এই ট্রিটমেন্টেও যে খুব বেশি ফল পেয়েছেন এমন নয়। ঘুরে ফিরে সমস্যা এসেছে। এবার একবার এই ব্রাশ ব্যবহার করে দেখতে পারেন।

4 / 8
 যে কোনও রূপচর্চার দোকানে বা অনলাইনে সহজেই পেয়ে যেতে পারেন শ্যাম্পু ব্রাশ। সিলিকনের দাঁড়াযুক্ত গোল এই ব্রাশ চুলের ভিতর দিয়ে মাথার স্কাল্প পর্যন্ত পৌঁছে যেতে পারে সহজেই।

যে কোনও রূপচর্চার দোকানে বা অনলাইনে সহজেই পেয়ে যেতে পারেন শ্যাম্পু ব্রাশ। সিলিকনের দাঁড়াযুক্ত গোল এই ব্রাশ চুলের ভিতর দিয়ে মাথার স্কাল্প পর্যন্ত পৌঁছে যেতে পারে সহজেই।

5 / 8
ওপরে থাকা হাতলে হাত গলিয়ে নিয়ে রাউন্ড মোশনে বা উপর নিচে করে হালকা চাপ দিয়ে ঘষে নিতে পারেন মাথা। হাত দিয়ে মাথা ঘষলে সব জায়গায় সমান চাপ পড়ে না, ফলে খুশকি রয়েই যায়।

ওপরে থাকা হাতলে হাত গলিয়ে নিয়ে রাউন্ড মোশনে বা উপর নিচে করে হালকা চাপ দিয়ে ঘষে নিতে পারেন মাথা। হাত দিয়ে মাথা ঘষলে সব জায়গায় সমান চাপ পড়ে না, ফলে খুশকি রয়েই যায়।

6 / 8
যে কোনও রকম শ্যাম্পুই ব্যবহার করা যায়। আপনার চুলে নিয়ম করে যে শ্যাম্পু ব্যবহার করেন প্রথমে তা ভালভাবে মাথার স্কাল্পে ওচুলে মাখিয়ে নিন। এরপর ব্রাশ দিয়ে হালকাভাবে মাথায় রাউন্ড বা আপ অ্যান্ড ডাউন মোশনে ঘষে নিন।

যে কোনও রকম শ্যাম্পুই ব্যবহার করা যায়। আপনার চুলে নিয়ম করে যে শ্যাম্পু ব্যবহার করেন প্রথমে তা ভালভাবে মাথার স্কাল্পে ওচুলে মাখিয়ে নিন। এরপর ব্রাশ দিয়ে হালকাভাবে মাথায় রাউন্ড বা আপ অ্যান্ড ডাউন মোশনে ঘষে নিন।

7 / 8
রোজ স্নানের সময় চেষ্টা করুন শ্যাম্পু ব্রাশ দিয়ে মাথা ঘষে নিতে। তবে শুধু শ্যাম্পু ব্যবহারের সময় নয়। শ্যাম্পু ধোয়া এমনকি কন্ডিশনার ধোয়ার সময়ও ব্যবহার করুন এই শ্যাম্পু ব্রাশ।

রোজ স্নানের সময় চেষ্টা করুন শ্যাম্পু ব্রাশ দিয়ে মাথা ঘষে নিতে। তবে শুধু শ্যাম্পু ব্যবহারের সময় নয়। শ্যাম্পু ধোয়া এমনকি কন্ডিশনার ধোয়ার সময়ও ব্যবহার করুন এই শ্যাম্পু ব্রাশ।

8 / 8
Follow Us: