AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শীতকালে ওয়াক্সিং করাচ্ছেন? এই ৪ বিষয় না মানলে ত্বকেরই ক্ষতি

Winter Waxing Tips: দেহের অবাঞ্চিত লোম তুলতে গেলে ওয়াক্সিং জরুরি। আজকাল লেজার হেয়ার রিডাকশন বেশ জনপ্রিয় হয়েছে। কিন্তু আজও অনেকের ভরসা চকোলেট ওয়াক্স। আবার কেউ বাড়িতেই শেভিং করে নিন। কিন্তু ওয়াক্সিং করালে দীর্ঘদিন পর্যন্ত মসৃণ ও লোমহীন ত্বক পাওয়া যায়।

| Updated on: Jan 27, 2024 | 11:40 AM
Share
বিয়ে বাড়িতে স্লিভলেস ব্লাউজ পরার না থাকলে কিংবা লং উইকএন্ড সমুদ্র সৈকতে বেড়াতে যাওয়ার পরিকল্পনা না থাকলে হাত-পা ওয়াক্সিং করানোর দরকার পড়ে না শীতকালে। শীতের দু'মাস ওয়াক্সিং না করেই দিব্যি কেটে যায়। কিন্তু শীতেই ওয়াক্স করানোর সুবিধা রয়েছে। 

বিয়ে বাড়িতে স্লিভলেস ব্লাউজ পরার না থাকলে কিংবা লং উইকএন্ড সমুদ্র সৈকতে বেড়াতে যাওয়ার পরিকল্পনা না থাকলে হাত-পা ওয়াক্সিং করানোর দরকার পড়ে না শীতকালে। শীতের দু'মাস ওয়াক্সিং না করেই দিব্যি কেটে যায়। কিন্তু শীতেই ওয়াক্স করানোর সুবিধা রয়েছে। 

1 / 8
দেহের অবাঞ্চিত লোম তুলতে গেলে ওয়াক্সিং জরুরি। আজকাল লেজার হেয়ার রিডাকশন বেশ জনপ্রিয় হয়েছে। কিন্তু আজও অনেকের ভরসা চকোলেট ওয়াক্স। আবার কেউ বাড়িতেই শেভিং করে নিন। কিন্তু ওয়াক্সিং করালে দীর্ঘদিন পর্যন্ত মসৃণ ও লোমহীন ত্বক পাওয়া যায়।

দেহের অবাঞ্চিত লোম তুলতে গেলে ওয়াক্সিং জরুরি। আজকাল লেজার হেয়ার রিডাকশন বেশ জনপ্রিয় হয়েছে। কিন্তু আজও অনেকের ভরসা চকোলেট ওয়াক্স। আবার কেউ বাড়িতেই শেভিং করে নিন। কিন্তু ওয়াক্সিং করালে দীর্ঘদিন পর্যন্ত মসৃণ ও লোমহীন ত্বক পাওয়া যায়।

2 / 8
শীতকালে যেহেতু উলের হাত-পা পোশাকই বেশি পড়তে হয়, তাই ওয়াক্সিং না করালেও চলে যায়। কিন্তু এই ঋতুতেই ওয়াক্সিং করানো সবচেয়ে জরুরি। ওয়াক্সিং ত্বকের উপর জমতে থাকা ময়লা, তেল, মৃত কোষ সব একসঙ্গে পরিষ্কার করে দেয়। 

শীতকালে যেহেতু উলের হাত-পা পোশাকই বেশি পড়তে হয়, তাই ওয়াক্সিং না করালেও চলে যায়। কিন্তু এই ঋতুতেই ওয়াক্সিং করানো সবচেয়ে জরুরি। ওয়াক্সিং ত্বকের উপর জমতে থাকা ময়লা, তেল, মৃত কোষ সব একসঙ্গে পরিষ্কার করে দেয়। 

3 / 8
শীতকালে স্নানের প্রতি অনীহা তৈরি হয়। কনকনে ঠান্ডায় গায়ে জল ঢালতেই ভয় পান অনেকে। সেখানে সাবান-স্ক্রাব মেখে ভাল করে স্নান হয় না বললেই চলে। তার উপর প্রতিদিন বডি লোশন ব্যবহার করেন। এতে ত্বকের উপর মৃত কোষের স্তর জমতে থাকে। ধুলোবালি ও মরা চামড়া ওয়াক্সিংয়ের সাহায্যে এক নিমেষে পরিষ্কার হয়ে যায়। 

শীতকালে স্নানের প্রতি অনীহা তৈরি হয়। কনকনে ঠান্ডায় গায়ে জল ঢালতেই ভয় পান অনেকে। সেখানে সাবান-স্ক্রাব মেখে ভাল করে স্নান হয় না বললেই চলে। তার উপর প্রতিদিন বডি লোশন ব্যবহার করেন। এতে ত্বকের উপর মৃত কোষের স্তর জমতে থাকে। ধুলোবালি ও মরা চামড়া ওয়াক্সিংয়ের সাহায্যে এক নিমেষে পরিষ্কার হয়ে যায়। 

4 / 8
শীতকালে ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যায়। শুষ্ক ত্বকের উপর ওয়াক্সিং করলে খুব বেশি লাভ হয় না। তাই ওয়াক্সিং করানো আগে খেয়াল রাখুন যে, আপনার ত্বক পর্যাপ্ত পরিমাণে হাইড্রেট রয়েছে।

শীতকালে ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যায়। শুষ্ক ত্বকের উপর ওয়াক্সিং করলে খুব বেশি লাভ হয় না। তাই ওয়াক্সিং করানো আগে খেয়াল রাখুন যে, আপনার ত্বক পর্যাপ্ত পরিমাণে হাইড্রেট রয়েছে।

5 / 8
ওয়াক্সিং করানোর আগের ত্বক এক্সফোলিয়েট করুন। এতে ইনগ্রো হেয়ারের সমস্যা সহজেই এড়ানো যাবে। পাশাপাশি মৃত কোষও অনেকাংশে পরিষ্কার হয়ে যাবে। 

ওয়াক্সিং করানোর আগের ত্বক এক্সফোলিয়েট করুন। এতে ইনগ্রো হেয়ারের সমস্যা সহজেই এড়ানো যাবে। পাশাপাশি মৃত কোষও অনেকাংশে পরিষ্কার হয়ে যাবে। 

6 / 8
ওয়াক্সিং করার পর ভিজে তোয়ালে দিয়ে হাত-পা মুছে নিন। তবে, খুব বেশি চাপ দেবেন না। লোম তোলার পর রোমকূপের মুখ খুলে যায়। ওপেন পোরসের সমস্যা এড়াতে এই কাজ করা জরুরি। 

ওয়াক্সিং করার পর ভিজে তোয়ালে দিয়ে হাত-পা মুছে নিন। তবে, খুব বেশি চাপ দেবেন না। লোম তোলার পর রোমকূপের মুখ খুলে যায়। ওপেন পোরসের সমস্যা এড়াতে এই কাজ করা জরুরি। 

7 / 8
ওয়াক্সিং করার পর আর এক্সফোলিয়েটর ব্যবহার করবেন না। প্রয়োজনে তেল মেখে স্নান করতে পারেন। কিংবা ওয়াক্সিং করানোর পর ময়েশ্চারাইজার মেখে নিন। এতে ত্বক মসৃণ হয়ে উঠবে।

ওয়াক্সিং করার পর আর এক্সফোলিয়েটর ব্যবহার করবেন না। প্রয়োজনে তেল মেখে স্নান করতে পারেন। কিংবা ওয়াক্সিং করানোর পর ময়েশ্চারাইজার মেখে নিন। এতে ত্বক মসৃণ হয়ে উঠবে।

8 / 8