Sugarcane Juice: পড়ে গিয়ে হাত কেটে গিয়েছে? ক্ষতের উপর লাগিয়ে নিন আখের রস

Skin-Hair Care: গরমের হাঁসফাঁস অবস্থা থেকে বাঁচতে অনেকেই রাস্তায় বেরিয়ে আখের রস পান করেন। এটি গরমে যেমন আপনার শরীরকে হাইড্রেটেড রাখে, তেমনই শরীরে ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে। কিন্তু ত্বক ও চুলের যত্নে আখের রসের ব্যবহার সম্পর্কে কি জানেন?

| Edited By: | Updated on: May 27, 2023 | 12:16 PM
গরমের হাঁসফাঁস অবস্থা থেকে বাঁচতে অনেকেই রাস্তায় বেরিয়ে আখের রস পান করেন। এর গুণও অনেক। গরমে যেমন আপনার শরীরকে হাইড্রেটেড রাখে, তেমনই শরীরে ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে। কিন্তু ত্বক ও চুলের যত্নে আখের রসের ব্যবহার সম্পর্কে কি জানেন?

গরমের হাঁসফাঁস অবস্থা থেকে বাঁচতে অনেকেই রাস্তায় বেরিয়ে আখের রস পান করেন। এর গুণও অনেক। গরমে যেমন আপনার শরীরকে হাইড্রেটেড রাখে, তেমনই শরীরে ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে। কিন্তু ত্বক ও চুলের যত্নে আখের রসের ব্যবহার সম্পর্কে কি জানেন?

1 / 8
আখের রসের মধ্যে আলফা হাইড্রক্সি অ্যাসিড রয়েছে, যা ব্রণ ও ফুসকুড়ি উৎপাদনকারী ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সাহায্য করে, সিবাম উৎপাদন নিয়ন্ত্রণ করে। অর্থাৎ এটি মুখের তেলতেলে ভাব কমায়, হোয়াইটহেডস ও ব্ল্যাকহেডসের সমস্যা থেকে মুক্তি দেয়।

আখের রসের মধ্যে আলফা হাইড্রক্সি অ্যাসিড রয়েছে, যা ব্রণ ও ফুসকুড়ি উৎপাদনকারী ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সাহায্য করে, সিবাম উৎপাদন নিয়ন্ত্রণ করে। অর্থাৎ এটি মুখের তেলতেলে ভাব কমায়, হোয়াইটহেডস ও ব্ল্যাকহেডসের সমস্যা থেকে মুক্তি দেয়।

2 / 8
প্রতিদিন মুখে আখের রস লাগালে এটি ব্রণর দাগ ও ফুসকুড়ির সমস্যা কমিয়ে ফেলবে। আখের রসের মধ্যে গ্লাইকোলিক অ্যাসিড রয়েছে, যা ত্বকের উপর ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। আখের রস শুষ্ক ত্বকের সমস্যা কমায় এবং ত্বককে হাইড্রেটেড রাখতে সাহায্য করে।

প্রতিদিন মুখে আখের রস লাগালে এটি ব্রণর দাগ ও ফুসকুড়ির সমস্যা কমিয়ে ফেলবে। আখের রসের মধ্যে গ্লাইকোলিক অ্যাসিড রয়েছে, যা ত্বকের উপর ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। আখের রস শুষ্ক ত্বকের সমস্যা কমায় এবং ত্বককে হাইড্রেটেড রাখতে সাহায্য করে।

3 / 8
আখের রসের মধ্যে ভিটামিন এ, সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এসব উপাদানগুলো ত্বককে ফ্রি র‍্যাডিকেলের হাত থেকে বাঁচায়, অক্সিডেটিভ চাপ কমায় এবং ত্বকের বার্ধক্যকে প্রতিরোধ করে। আখের রস আপনাকে এনে দিতে কোমল ত্বক।

আখের রসের মধ্যে ভিটামিন এ, সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এসব উপাদানগুলো ত্বককে ফ্রি র‍্যাডিকেলের হাত থেকে বাঁচায়, অক্সিডেটিভ চাপ কমায় এবং ত্বকের বার্ধক্যকে প্রতিরোধ করে। আখের রস আপনাকে এনে দিতে কোমল ত্বক।

4 / 8
ত্বকের প্রাকৃতিক আলফা-হাইড্রক্সি অ্যাসিড হিসেবে কাজ করে আখের রস। এটা এক প্রকার প্রাকৃতিক এক্সফোলিয়েটর। নিয়মিত ত্বকে আখের রস মাখলে এটি মুখ থেকে সমস্ত মরা কোষ দূর করে দেয়। আর এতে আপনি পেয়ে যাবেন উজ্জ্বল ত্বক।

ত্বকের প্রাকৃতিক আলফা-হাইড্রক্সি অ্যাসিড হিসেবে কাজ করে আখের রস। এটা এক প্রকার প্রাকৃতিক এক্সফোলিয়েটর। নিয়মিত ত্বকে আখের রস মাখলে এটি মুখ থেকে সমস্ত মরা কোষ দূর করে দেয়। আর এতে আপনি পেয়ে যাবেন উজ্জ্বল ত্বক।

5 / 8
ত্বকের যে কোনও ধরনের ক্ষত বা আঘাতের উপর আপনি আখের রস লাগাতে পারেন। আখের রসে ভিটামিন সি দ্রুত ক্ষত নিরাময়ে সাহায্য করে। এছাড়া আখের রস ত্বকের প্রদাহ কমায় এবং নতুন কোষ গঠনে সাহায্য করে।

ত্বকের যে কোনও ধরনের ক্ষত বা আঘাতের উপর আপনি আখের রস লাগাতে পারেন। আখের রসে ভিটামিন সি দ্রুত ক্ষত নিরাময়ে সাহায্য করে। এছাড়া আখের রস ত্বকের প্রদাহ কমায় এবং নতুন কোষ গঠনে সাহায্য করে।

6 / 8
শুধু ত্বক নয়, চুলের ক্ষেত্রেও একইভাবে সহায়ক আখের রস। আখের রস চুলের আর্দ্রতা বজায় রাখে, খুশকির সমস্যা দূর করে এবং দ্রুত চুলের বৃদ্ধিতে সাহায্য করে। আখের রস স্ক্যাল্পের পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখে এবং চুলে প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে।

শুধু ত্বক নয়, চুলের ক্ষেত্রেও একইভাবে সহায়ক আখের রস। আখের রস চুলের আর্দ্রতা বজায় রাখে, খুশকির সমস্যা দূর করে এবং দ্রুত চুলের বৃদ্ধিতে সাহায্য করে। আখের রস স্ক্যাল্পের পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখে এবং চুলে প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে।

7 / 8
রোজ আখের রস পান করলে স্বাস্থ্যের পাশাপাশি ত্বক ও চুলেও এসব উপকারিতাগুলো পাবেন। ত্বকে ফেস টোনার বা ফেসপ্যাক হিসেবে আখের রস ব্যবহার করতে পারেন। এছাড়া শ্যাম্পু করার পর চুলেও আখের রস লাগাতে পারেন। এতেই কাজ হবে।

রোজ আখের রস পান করলে স্বাস্থ্যের পাশাপাশি ত্বক ও চুলেও এসব উপকারিতাগুলো পাবেন। ত্বকে ফেস টোনার বা ফেসপ্যাক হিসেবে আখের রস ব্যবহার করতে পারেন। এছাড়া শ্যাম্পু করার পর চুলেও আখের রস লাগাতে পারেন। এতেই কাজ হবে।

8 / 8
Follow Us: