Tattoo: ট্যাটু করানোর আগে এই সব সতর্কতা নেওয়া জরুরি

নবীন প্রজন্মের একটি বড় অংশই ট্যাটুি নিয়ে ভীষণ আগ্রহী। সেই সব ট্যাটুতে বিভিন্ন কিছু উঠে আসে। প্রিয় মানুষের নাম বা জন্ম তারিখ থেকে বিভিন্ন নকশা। এমনকি প্রিয় তারকার ছবি সম্বলিত ট্যাটুও করান অনেকে।

| Updated on: Mar 14, 2024 | 8:15 AM
নবীন প্রজন্মের একটি বড় অংশই ট্যাটুি নিয়ে ভীষণ আগ্রহী। সেই সব ট্যাটুতে বিভিন্ন কিছু উঠে আসে। প্রিয় মানুষের নাম বা জন্ম তারিখ থেকে বিভিন্ন নকশা। এমনকি প্রিয় তারকার ছবি সম্বলিত ট্যাটুও করান অনেকে।

নবীন প্রজন্মের একটি বড় অংশই ট্যাটুি নিয়ে ভীষণ আগ্রহী। সেই সব ট্যাটুতে বিভিন্ন কিছু উঠে আসে। প্রিয় মানুষের নাম বা জন্ম তারিখ থেকে বিভিন্ন নকশা। এমনকি প্রিয় তারকার ছবি সম্বলিত ট্যাটুও করান অনেকে।

1 / 8
ট্যাটু করালে অনেকেই দেখতে লাগে ভালো। আবার তা রুচিরও পরিচয় বহন করে। শরীরের বিভিন্ন অংশেই করানো যায় ট্যাটু।

ট্যাটু করালে অনেকেই দেখতে লাগে ভালো। আবার তা রুচিরও পরিচয় বহন করে। শরীরের বিভিন্ন অংশেই করানো যায় ট্যাটু।

2 / 8
কিন্তু ট্যাটু করানো সকলের পক্ষে মোটেও সুখের হয় না। এর থেকে সংক্রমণের ভয়ও থাকে। তাই ট্যাটু করানোর আগে বেশ কিছু সাবধানতা অবলম্বন করা একান্ত আবশ্যক।

কিন্তু ট্যাটু করানো সকলের পক্ষে মোটেও সুখের হয় না। এর থেকে সংক্রমণের ভয়ও থাকে। তাই ট্যাটু করানোর আগে বেশ কিছু সাবধানতা অবলম্বন করা একান্ত আবশ্যক।

3 / 8
যে দিন ট্যাটু করাবেন, তাঁর আগের দিন পর্যাপ্ত ঘুম খুবই জরুরি। ঘুম না হলে শরীর ভালো থাকবে না। ব্যথা সহ্য করা মুশকিল হতে পারে।

যে দিন ট্যাটু করাবেন, তাঁর আগের দিন পর্যাপ্ত ঘুম খুবই জরুরি। ঘুম না হলে শরীর ভালো থাকবে না। ব্যথা সহ্য করা মুশকিল হতে পারে।

4 / 8
ট্যাটু করানোর সময় শরীরে যেন জলের অভাব না হয়। তাই আগের দিন থেকেই পর্যান্ত জল খান। ট্যাটু করানোর আগেও বেশি করে জল বা জলের পরিমাণ বেশি আছে, এ রকম ফল খেতে পারেন।

ট্যাটু করানোর সময় শরীরে যেন জলের অভাব না হয়। তাই আগের দিন থেকেই পর্যান্ত জল খান। ট্যাটু করানোর আগেও বেশি করে জল বা জলের পরিমাণ বেশি আছে, এ রকম ফল খেতে পারেন।

5 / 8
যেখানে আপনি ট্যাটু করাবেন সেই জায়গা পরিষ্কার রাখুন। সেখানকার লোম পরিষ্কার করে নিন। কারণ ট্যাটুর পর বেশ কিছু দিন ওই জায়গায় শেভিং করাতে পারবেন না।

যেখানে আপনি ট্যাটু করাবেন সেই জায়গা পরিষ্কার রাখুন। সেখানকার লোম পরিষ্কার করে নিন। কারণ ট্যাটুর পর বেশ কিছু দিন ওই জায়গায় শেভিং করাতে পারবেন না।

6 / 8
ট্যাটু করার আগে এবং পরে স্নান করা খুুবই জরুরি। ট্যাটু করানোর পর যাতে ওই জায়গায় জল না লাগে তাও দেখা জরুরি।

ট্যাটু করার আগে এবং পরে স্নান করা খুুবই জরুরি। ট্যাটু করানোর পর যাতে ওই জায়গায় জল না লাগে তাও দেখা জরুরি।

7 / 8
যেখানে ট্যাটু করাবেন সেখানে ময়েশ্চারাইজার মাখবেন না। ট্যাটুর রং এবং ময়েশ্চারাইজার মিশে গিয়ে সংক্রমণের আশঙ্কা রয়েছে।

যেখানে ট্যাটু করাবেন সেখানে ময়েশ্চারাইজার মাখবেন না। ট্যাটুর রং এবং ময়েশ্চারাইজার মিশে গিয়ে সংক্রমণের আশঙ্কা রয়েছে।

8 / 8
Follow Us: