মোমো তো অনেক হল, এ বার চেখে দেখুন গন্ধরাজ কাতলা

Gandharaj Katla Recipe:কড়াইয়ে শুকনো লঙ্কা ও কালো জিরে ফোড়ন দিন। এরপর পেঁয়াদ, আদা ও রসুন বাটা দিন। আর দেবেন টমেটো পেস্ট। মশলা নুন, লঙ্কা ও চিনি দিন। ভাল করে কষাতে থাকুন। মশলা কষে এলে গন্ধরাজ লেবুর রস দিন। তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিন। ব্যাস তৈরি আপনার গন্ধরাজ কাতলা।

| Edited By: | Updated on: Feb 28, 2024 | 4:33 PM
মাছের প্রতি বাঙালির আলাদাই টান। মাছ ছাড়া মুখে ভাত ওঠে না এমন মানুষেরও অভাব নেই।  (ছবি:Pinterest)

মাছের প্রতি বাঙালির আলাদাই টান। মাছ ছাড়া মুখে ভাত ওঠে না এমন মানুষেরও অভাব নেই। (ছবি:Pinterest)

1 / 8
বাঙালি বাড়িতে রোজকারের মাছ বলতে রুই, কাতলা। যদি একঘেঁয়ে ঝাল-ঝোল খেয়ে বিরক্ত হয়ে যান, তাহলে স্বাদ বদলাতে বানিয়ে নিতে পারেন গন্ধরাজ কাতলা।  (ছবি:Pinterest)

বাঙালি বাড়িতে রোজকারের মাছ বলতে রুই, কাতলা। যদি একঘেঁয়ে ঝাল-ঝোল খেয়ে বিরক্ত হয়ে যান, তাহলে স্বাদ বদলাতে বানিয়ে নিতে পারেন গন্ধরাজ কাতলা। (ছবি:Pinterest)

2 / 8
শুধু মোমো বা কাবাবেই আটকে নেই গন্ধরাজ। মাছের সঙ্গেও দারুণ লাগে খেতে। এ বার আর দেরী না করে জেনে নিন রেসিপি। (ছবি:Pinterest)

শুধু মোমো বা কাবাবেই আটকে নেই গন্ধরাজ। মাছের সঙ্গেও দারুণ লাগে খেতে। এ বার আর দেরী না করে জেনে নিন রেসিপি। (ছবি:Pinterest)

3 / 8
এই পদ বানাতে লাগবে কাতলা মাছ, গন্ধরাজ লেবু,টমেটো, শুকনো লঙ্কা, কালো জিরে, রসুন বাটা, পেঁয়াজ বাটা।  (ছবি:Pinterest)

এই পদ বানাতে লাগবে কাতলা মাছ, গন্ধরাজ লেবু,টমেটো, শুকনো লঙ্কা, কালো জিরে, রসুন বাটা, পেঁয়াজ বাটা। (ছবি:Pinterest)

4 / 8
আর লাগবে হলুদ, কাশ্মিরী লঙ্কার গুঁড়ো, নুন, চিনি, কাঁচা লঙ্কা। প্রথমে মাছগুলো ধুয়ে জল ঝড়িয়ে নিন। (ছবি:Pinterest)

আর লাগবে হলুদ, কাশ্মিরী লঙ্কার গুঁড়ো, নুন, চিনি, কাঁচা লঙ্কা। প্রথমে মাছগুলো ধুয়ে জল ঝড়িয়ে নিন। (ছবি:Pinterest)

5 / 8
এরপর মাছে নুন ও হলুদ মাখিয়ে রাখুন। কড়াইয়ে তেল গরম করে নিন। এ বার কড়া করে মাছগুলো ভেজে তুলে নিন।  (ছবি:Pinterest)

এরপর মাছে নুন ও হলুদ মাখিয়ে রাখুন। কড়াইয়ে তেল গরম করে নিন। এ বার কড়া করে মাছগুলো ভেজে তুলে নিন। (ছবি:Pinterest)

6 / 8
কড়াইয়ে শুকনো লঙ্কা ও কালো জিরে ফোড়ন দিন। এরপর পেঁয়াদ, আদা ও রসুন বাটা দিন। আর দেবেন টমেটো পেস্ট। মশলা নুন, লঙ্কা ও চিনি দিন।  (ছবি:Pinterest)

কড়াইয়ে শুকনো লঙ্কা ও কালো জিরে ফোড়ন দিন। এরপর পেঁয়াদ, আদা ও রসুন বাটা দিন। আর দেবেন টমেটো পেস্ট। মশলা নুন, লঙ্কা ও চিনি দিন। (ছবি:Pinterest)

7 / 8
ভাল করে কষাতে থাকুন। মশলা কষে এলে গন্ধরাজ লেবুর রস দিন। তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিন। ব্যাস তৈরি আপনার গন্ধরাজ কাতলা। (ছবি:Pinterest)

ভাল করে কষাতে থাকুন। মশলা কষে এলে গন্ধরাজ লেবুর রস দিন। তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিন। ব্যাস তৈরি আপনার গন্ধরাজ কাতলা। (ছবি:Pinterest)

8 / 8
Follow Us: